যখনই আমি কিছু বলি, চীৎকার করতে হয় আমাকে,
আমি উচ্চকণ্ঠে বলি, ‘প্রচণ্ড আক্রমণ, ধ্বংস!’
হে প্রভু পরমেশ্বর, তোমার বার্তা ঘোষণা করার জন্য
সবসময় বিদ্রূপ আর অপমানে আমাকে জর্জরিত হতে হয়।
কিন্তু যখন আমি বলি,
‘আমি ভুলে যাব প্রভু পরমেশ্বরকে কোনদিন তাঁর নাম আর মুখে আনব না,’
তখনই তোমার বার্তা আগুনের মত অন্তর্জ্বালায় দগ্ধ করে আমাকে।
আমি ক্লান্ত হই সেই বাণীকে রোধের চেষ্টায়,
কিন্তু কিছুতেই রুদ্ধ রাখতে পারি না তাকে।