যিরমিয় 14
14
ভয়ঙ্কর খরা
1খরা সম্বন্ধে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,
2যিহুদীয়া শোক করছে,
তার নগর জনপদ মৃত্যুর কবলে
অধিবাসীরা গভীর দুঃখে মাটিতে লুটিয়ে আছে,
জেরুশালেম কাঁদছে সাহায্যের জন্যে।
3ধনবানেরা ভৃত্যদের পাঠাচ্ছে জল আনতে,
তারা চলেছে জলের কূপের কাছে
কিন্তু একবিন্দুও জল নেই সেখানে,
ফিরে এসেছে তারা শূন্য পাত্র নিয়ে।
হতাশায়, দুঃখে ও লজ্জায় মুখ ঢেকেছে তারা।
4দেশে এবার বর্ষা নামেনি,
শুকনো মাঠ ফেটে চৌচির,
চাষীরা ঢেকেছে মুখ আহত বেদনায়।
5হরিণী তার সদ্যোজাত শিশুশাবককে
পরিত্যাগ করেছে প্রান্তরে,
কারণ সেখানে একগুচ্ছ তৃণও নেই।
6বন্য গর্দভ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
শৃগালের মত হাঁপাচ্ছে,
অনাহারে দৃষ্টি হয়েছে ক্ষীণ,
কারণ খাদ্য নেই তাদের।
7আমার প্রজারা আর্তনাদ করে বলছে,
“যদিও আমাদেরই পাপ আমাদের দোষী সাব্যস্ত করেছে,
তবু, হে প্রভু পরমেশ্বর, সাহায্য কর আমাদের,
রক্ষা কর তোমার প্রতিশ্রুতি। বহুবার আমরা তোমার কাছ থেকে সরে গেছি,
পাপ করেছি তোমার বিরুদ্ধে।
8তুমিই ইসরায়েলের একমাত্র আশা,
একমাত্র তুমিই রক্ষা কর আমাদের দুর্যোগের হাত থেকে।
আমাদের দেশে কেন তুমি এক আগন্তুকের মত,
পথিকের মত কেন তুমি, যিনি যাপন করেন শুধু একটি রাত্রি?
9কেন তুমি বিস্ময়ে বিমূঢ় একটি মানুষের মত,
উদ্ধারে অপারগ এক সৈনিকের মত? এ কথা নিশ্চিত,
হে প্রভু পরমেশ্বর তুমি আছ আমাদেরই মাঝে!
আমরা তোমারই প্রজা, আমাদের তুমি করো না পরিত্যাগ।
10এই জাতির সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেন, এরা আমার পথ থেকে দূরে সরে যেতেই ভালবাসে, কখনও এরা নিজেদের সংযত করে না। সেইজন্য আমি তাদের উপর বিরক্ত। যত সব অন্যায় করেছে তারা, সব আমার মনে আছে। আমি তাদের পাপের জন্য শাস্তি দেব।
11প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি এদের সাহায্য করার জন্য আমার কাছে আবেদন জানাবে না। 12ওরা যদি উপবাস করে, তবু আমি ওদের আবেদনে সাড়া দেব না। এমন কি, ওরা যদি আমার কাছে হোমবলি ও শস্য উৎসর্গও করে, তবু আমি ওদের নৈবেদ্য গ্রাহ্য করব না। তার পরিবর্তে যুদ্ধ, অনাহার ও মহামারীতে আমি নিধন করব ওদের। 13তখন আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, প্রবক্তা নবীরা বলছে যে, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেশে শান্তি বজায় থাকবে, যুদ্ধ বা দুর্ভিক্ষ কিছুই ঘটবে না।
14কিন্তু প্রভু পরমেশ্বর বললেন, নবীরা আমার নামে মিথ্যা কথা বলেছে। আমি এই সব নবীদের পাঠাইনি বা কোনও কথা বলার আদেশও দিইনি। এমন কি কোন কথাও বলিনি তাদের সঙ্গে। যে দর্শনের কথা তারা বলে, সেই দর্শন তারা আমার কাছ থেকে পায়নি। তাদের ঐসব ভবিষ্যদ্বাণী তাদেরই কল্পনা, মনগড়া অর্থহীন কথা। 15আমি প্রভু পরমেশ্বর তোমাকে বলছি যে, এই সব নবী, যাদের আমি পাঠাই নি, যারা আমার নাম করে বলছে যে যুদ্ধ ও দুর্ভিক্ষ দেশের বিপর্যয় আনবে না, তাদের আমি যুদ্ধে ও দুর্ভিক্ষেই নিধন করব। 16যে সমস্ত লোকের কাছে তারা এসব কথা বলছে তারাও একইভাবে নিহত হবে। তাদের মৃতদেহ জেরুশালেমের পথে পথে ছুঁড়ে ফেলা হবে, তাদের কবর দেবার কেউ থাকবে না। এদের স্ত্রী-পুত্র-কন্যাদেরও একই দশা হবে। এইভাবে আমি তাদের দুষ্কর্মের প্রতিফল দেব।
17প্রভু পরমেশ্বর লোকদের কাছে আমার দুঃখের কথা বলার আদেশ দিয়ে আমাকে এই কথা বলতে বললেন, দিবসরজনী আমার দুচোখে বয়ে যাক অশ্রুধারা, কান্না আমার যেন কখনও না থামে, কারণ আমার প্রজাদের ক্ষত কত গভীর, মারাত্মকভাবে আহত হয়েছে তারা।
18আমি যখন প্রান্তরে যাই দেখি, যুদ্ধে নিহত মানুষের দেহ,
যখন যাই নগরে ও জনপদে দেখি মানুষ অনাহারে মরছে।
নবী ও পুরোহিতেরা তাদের কাজ করে চলেছে,
কিন্তু তারা জানে না কি কাজ করছে তারা।#14:18 নবী ও পুরোহিতেরা … করছে তারা। অথবা নবী ও পুরোহিতেরা এমন একটি দেশে চলেছে, যারর সম্বন্ধে তারা কিছু জানে না।
প্রভু পরমেশ্বরের কাছে আবেদন
19হে প্রভু পরমেশ্বর, যিহুদীয়াকে কি তুমি ত্যাগ করলে একেবারে?
সিয়োনের মানুষকে কি ঘৃণা কর তুমি?
এমন মারাত্মকভাবে কেন তুমি আমাদের আঘাত করলে
যা কোনদিন নিরাময় হবে না?
আমরা চেয়েছিলাম শান্তি, কিন্তু কোন মঙ্গলই ঘটল না,
আরোগ্য আশা করেছিলাম, পরিবর্তে এল আতঙ্ক।
20আমরা পাপ করেছি হে প্রভু পরমেশ্বর,
নিজেদের পাপ আমরা স্বীকার করছি,
স্বীকার করছি পূর্বপুরুষদের পাপও।
21স্মরণ কর তোমার প্রতিশ্রুতি, আমাদের করো না ঘৃণা,
জেরুশালেমের উপর এনো না লজ্জার গ্লানি,
তোমার গৌরবময় সিংহাসনের পীঠস্থান জেরুশালেম!
আমাদের সাথে যে চুক্তি করেছিলে
ভেঙ্গে দিও না সেই চুক্তি তোমার।
22জাতিবর্গের পূজিত কোনও অসার প্রতিমা বর্ষা পাঠাতে পারে না,
নিজে থেকে আকাশ পারে না ঝরাতে বৃষ্টি।
আমরা তোমারই উপর বিশ্বাস করেছি স্থাপন হে প্রভু পরমেশ্বর,
কারণ এইসব কাজ যিনি পারেন করতে, প্রভু তুমিই সেই জন।
Currently Selected:
যিরমিয় 14: BENGALCL-BSI
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.