YouVersion Logo
Search Icon

হিব্রু 13

13
ভ্রাতৃপ্রেম ও বিশ্বাস
1তোমাদের ভ্রাতৃপ্রেম অক্ষুণ্ণ থাকুক। অতিথি সেবার কথা ভুলে যেও না।#হিব্রু 10:24; যোহন 13:34; রোমীয় 12:10; ১ তিম 5:10; ২ পিতর 1:7 2কারণ অতিথিসেবা করে কেউ কেউ অজ্ঞাতসারে স্বর্গদূতদের আপ্যায়িত করেছেন।#রোমীয় 12:13; ১ পিতর 4:9; আদি 18:3; 19:2-3 3যারা কারাগারে রয়েছে তাদের কথা মনে রেখ। মনে করো তোমরাও তাদের সঙ্গে বন্দী। যারা কষ্ট পাচ্ছে তাদের কথাও স্মরণ করো কারণ তাদের মত তোমরাও দেহধারী জীবন।#মথি 25:36
4বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।#গালা 5:19-21; ইফি 5:5
5তোমরা অর্থের জন্য লালায়িত হয়ো না। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেক। কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনও তোমাকে পরিত্যাগ করব না বা তোমাকে অসহায় অবস্থায় ফেলব না।#দ্বি.বি. 31:6-8; যিহো 1:5; ২ করি 4:9; ১ তিম 3:3; 6:6-8 6সুতরাং আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না, লোকে আমার কি করবে? #গীত 118:6; 27:1
7তোমাদের কাছে যাঁরা ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন সেই নেতাদের কতা স্মরণ কর। তাঁদের জীবনচর্যা ও পরিণতি লক্ষ্য কর এবং তাঁদের মত বিশ্বাসী হও।#হিব্রু 6:12; 13:17-24 8যীশু খ্রীষ্ট কাল যেমন ছিলেন, আজও তেমনি আছেন এবং চিরকাল একই থাকবেন।#হিব্রু 1:12; প্রকা 1:4-8 9নানা ধরণের বিচিত্র মতবাদের দ্বারা বিভ্রান্ত হয়ো না। ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমাদের মনের পুষ্টি হয়, কোন খাদ্যবস্তুর দ্বারা নয়। প্রকৃতপক্ষে খাদ্য-অখাদ্যের বিচার করে কেউ কোনদিন উপকৃত হয়নি।#হিব্রু 9:10; ইফি 4:14
10বলি উৎসর্গের জন্য আমাদের এক বেদী আছে, সেই বেদীতে নিবেদিত নৈবেদ্য ভোজন করার অধিকার মন্দিরের পুরোহিতদের নেই।#১ করি 9:13; 10:18 11কারণ পাপস্খালক বলিরূপে সে সব পশুর রক্ত প্রধান পুরোহিত পবিত্র স্থানে নিয়ে যান, তাদের দেহ ছাউনির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়।#লেবীয় 16:27 12এই কারণেই যীশু নিজের রক্তে তাঁর প্রজাদের শুচিশুদ্ধ করার জন্য নগরের বাইরে গিয়ে মৃত্যুবরণ করলেন।#মথি 21:39 13সুতরাং এস, আমরাও তাঁর অপমানের বোঝা বহন করে ছাউনির বাইরে তাঁর কাছে যাই।#হিব্রু 11:26; 12:2; ১ পিতর 4:14 14কারণ এখানে আমাদের স্থায়ী বসতির জন্য কোন নগর নেই। আমরা তাই আগামী দিনের নগরের সন্ধান করি।#হিব্রু 11:16; 12:22-28 15তাই এস, আমরা যীশুর মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে নিরন্তর প্রশস্তির নৈবেদ্য উৎসর্গ করি, আর্থাৎ আমাদের ওষ্ঠাধরে সর্বদা তাঁর প্রতি আস্থা প্রকাশ করি।#লেবীয় 7:12; গীত 50:14-23; যিশা 57:19; হোশেয় 14:2 16পরোপকার এবং পরস্পরকে সাহায্য করতে ভুলো না। কারণ এই ধরণের নৈবেদ্যই ঈশ্বর সন্তুষ্ট হন।#মীখা 6:7-8; রোমীয় 12:13; ফিলি 4:18
17তোমরা তোমাদের নেতাদের বাধ্য হও। তাঁদের কথা মেনে চল। তোমাদের জীবন রক্ষার জন্য তাঁরা সতর্ক প্রহরী। এই কাজেরর হিসাব তাঁদের দিতে হবে। তাঁরা যেন তাঁদের কাজ আনন্দ সহকারে করতে পারেন, অপ্রসন্নভাবে নয়, তাহলে সে কাজে তোমাদের কোন লাভ হবে না।#হিব্রু 13:7-24; যিহি 3:17; 34:10; ১ থিষ 5:12
18আমাদের জন্য প্রার্থনা কর। আমরা নিশ্চিত যে আমাদের বিবেক বিশুদ্ধ এবং সর্ববিষয়ে আমরা ন্যায়সঙ্গত আচরণ করতে চাই।#২ করি 1:12; প্রেরিত 24:16 19আমি যেন সত্বর তোমাদের কাছে ফিরে যেতে পারি সেইজন্য আরও একাগ্র ভাবে প্রার্থনা কর এই আমার অনুরোধ।
উপসংহার
20-21মেষপালের মহান পালক আমাদের প্রভু যীশুকে ঈশ্বর মৃতলোক থেকে ফিরিয়ে এনেছেন। তাঁর সিঞ্চিত রক্তের গুণে চিরস্থায়ী সন্ধি স্থাপিত হয়েছে। শান্তিদাতা ঈশ্বর তাঁর ইচ্ছা সাধনের উদ্দেশ্যে সর্বপ্রকার সদ্‌গুণে তোমাদের বিভূষিত করুন। যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের তিনি তাঁর মনোমত করে গড়ে নিন। যুগে যুগে তাঁরই মহিমা হোক। আমেন।#যিশা 33:11; 5:10; 55:3; সখ 9:11; যির 32:40; যিহি 37:26; যোহন 10:11; রোমীয় 15:33; ১ করি 11:25; ১ পিতর 2:25; 5:4; ফিলি 2:12-13
22বন্ধুগণ, আমার অনুরোধ, এই আশ্বাসবাণী তোমরা ধৈর্য ধরে শুনবে, কারণ আমি সংক্ষেপে এই চিঠি লিখলাম।#১ পিতর 5:12 23তোমরা জেনো যে আমাদের ভ্রাতা তিমথি কারামুক্ত হয়েছেন। তিনি যদি অবিলম্বে আসেন তাহলে আমি তাঁর সঙ্গে তোমাদের দেখতে যাব।
24তোমাদের নেতৃবৃন্দ ও খ্রীষ্টান বাইদের আমার অভিনন্দন জানিও। আমাদের ইতালীয় বন্ধুরা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন।#হিব্রু 13:7-17

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in