হিব্রু 12
12
বিশ্বাসের অগ্রনায়ক যীশু
1সুতরাং যেহেতু বিশ্বাস সংক্রান্ত এই সমস্ত সাক্ষ্য সুবিশাল মেঘের মতই আমাদের চারিদিকে পরিব্যাপ্ত, সেইহেতু এস, আমরাও সমস্ত বোঝা এবং যেসব পাপ আমাদের আঁকড়ে ধরে রেখেছে সেগুলি পরিহার করে ধৈর্য সহকারে আমাদের সম্মুখের নির্দিষ্ট পথে দৌড়াতে থাকি এবং#হিব্রু 10:36; রোমীয় 7:21; ১ করি 9:24 2আমাদের বিশ্বাসের অগ্রনায়ক ও সিদ্ধিদাতা যীশুর দিকে দৃষ্টি নিবদ্ধ রাখি। তিনি বাবী আনন্দ লাভের জন্য ক্রুশে মৃত্যুর চরম অপমান উপেক্ষা করেছেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।#হিব্রু 2:10; গীত 110:1; প্রেরিত 3:15; ফিলি 2:8
3যিনি পাপিষ্ঠদের এত বিরোধিতা সহ্য করেছিলেন, তাঁর কথা বিবেচনা কর, তাহলে তোমরা হতাশ বা অবসন্ন হবে না।#মথি 10:24; লুক 2:34; প্রকা 2:3 4পাপের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যাতে তোমাদের রক্তপাত হতে পারে। 5তোমরা কি ভুলে গেছ সেই আশ্বাসবাণী যাতে তোমাদের পুত্র সম্বোধন করে বলা হয়েছে, বৎস, প্রভুর শাসন তুচ্ছ করো না, তিনি অনুযোগ করলে হতাশ হয়ো না।#হিতো 3:11-12; ১ করি 11:32
6কারণ প্রভু যাকে ভালবাসেন তাকে শাসন করেন। যাকে পুত্ররূপে গ্রহণ করেন তাকে প্রহার করেন।#প্রকা 3:19; হিতো 13:24; গীত 94:12
7সংশোধনের জন্যই তোমরা কষ্ট সহ্য করছ। ঈশ্বর তাঁর সন্তানদের মতই তোমাদের সঙ্গে ব্যবহার করছেন। এমন পুত্র কে আছে যাকে তার পিতা শাসন করেন না?#দ্বি.বি. 8:5; ২ শমু 7:14 8সকলকে যেভাবে সংশোধন করা হয়েছে তোমাদের যদি সেভাবে সংশোধন করা না হয় তাহলে তোমরা পুত্র নও, জারজ সন্তান।#গীত 73:14-15 9তাছাড়াও আমাদের পার্থিব পিতা, যাঁরা মাদের শাসন করেন, তাঁদের যদি আমরা সম্মান করি, তাহলে যিনি আধ্যাত্মিক পিতা, আমরা কি আরও বেশী মর্যাদায় তাঁকে মান্য করে জীবন লাভ করব না?#গণনা 16:22 10ঐহিক পিতারা অল্প কিছুকাল তাঁদের বিচারবুদ্ধি অনুযায়ী শাসন করেন, কিন্তু ঈশ্বর আমাদের প্রকৃত মঙ্গলের জন্য শাসন করেন যেন আমরা তাঁর পবিত্রতার অংশীদার হতে পারি। 11যে কোন প্রকার শাসন আপাতদৃষ্টিতে সুখকর নয় বরং বেদনাদায়ক বলেই মনে হয় কিন্তু যারা তার দ্বারা প্রশিক্ষিত হয়েছে তাদের পক্ষে তা পরবর্তীকালে শান্তিপূর্ণ ও ধর্মময় জীবন যাপন করতে সাহায্য করে।#২ করি 4:17; যাকোব 3:17-18
12সুতরাং তেআমরা তোমাদের শিথিল বাহু তুলে ধর, অবসন্ন চরণ দুখানি সবল কর, দৃঢ় পদে উঠে দাঁড়াও।#যিশা 35:2 13সরল কর তোমাদের চলার পথ যেন খঞ্জ লোকেরা চরণে আঘাত না পায় বরং সুস্থ হয়।#হিতো 4:26-27; যাকোব 5:16
শান্তি ও শুচিতার প্রয়োজনীয়তা
14সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা কর এবং পবিত্রতা লাভের চেষ্টা কর অন্যথায় কেউ প্রভুর দর্শন পাবে না।#গীত 34:14; মথি 5:8; রোমীয় 12:18; 14:19; ২ তিম 2:22 15সতর্ক দৃষ্টি রেখ যেন তোমাদের মধ্যে কেউ ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। দেখ, যেন তোমাদের মধ্যে ‘তিক্ত ও বিষাক্ত’ কোন ‘আগাছা’ উৎপন্ন হয়ে বিঘ্ন সৃষ্টি করে অনেককে কলুষিত না করে।#গালা 5:4; দ্বি.বি. 29:17; প্রেরিত 8:23 16তোমাদের মধ্যে কেউ যেন এষৌর মত জাগতিক মনোভাবাপন্ন ঈশ্বরবিহীন না হয়। কারণ তিনি মাত্র একবেলার খাওয়ার বিনিময়ে নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রয় করে দিয়েছিলেন।#আদি 25:33-34 17তোমরা জান যে পরে তিনি অনেক অশ্রুপাত করে আশীর্বাদের দাবীদার হতে চাইলেও তাঁর আবেদন গ্রাহ্য হয়নি, কারণ তিনি হৃদয় পরিবর্তনের সুযোগ আর পাননি।#আদি 27:30-40
সিনাই পর্বত ও স্বর্গীয় সিয়োনের তুলনা
18তোমরা সিনাই পর্বতে দৃশ্যমান কোন প্রজ্বলিত অগ্নি, ঘোর অন্ধকার, প্রবল ঘূর্ণিঝড়,#যাত্রা 19:12,16-18; দ্বি.বি. 4:11; ২ করি 3:9 19তূর্যনিনাদ অথবা কোন বজ্রকণ্ঠের সম্মুখীন হওনি। সেই কণ্ঠস্বর যারা শুনেছিল তারা অনুরোধ করেছিল যেন তাদের কাছে আর কিছু বলা না হয়,#যাত্রা 19:19; 20:19; দ্বি.বি. 5:23 20কারণ ‘এমন কি কোন পশু যদি পর্ব স্পর্শ করে তবে তাকে প্রস্তরাঘাতে হত্যা করতে হবে’ —এই আদেশের তীব্রতা তারা সহ্য করতে পারেনি।#যাত্রা 19:13 21বস্তুতঃ সেই দৃশ্য এমনই ভয়ঙ্কর ছিল যে মোশিও বলেছিলেন, ‘আমি আতঙ্কে কাঁপছি।’#দ্বি.বি. 9:19
22তোমরা এখন সিয়োন পর্বতে জাগ্রত ঈশ্বরের নগরী স্বর্গীয় জেরুশালেমে এসেছ। অসংখ্য দূতবাহিনীর উৎসব-সমাবেশে,#প্রকা 14:1; 21:2; 5:11; গালা 4:26; ২ করি 3:9; ফিলি 3:20; ইফি 2:19 23স্বর্গীয় তালিকাভুক্ত অগ্রজদের মণ্ডলী, সকলের বিচারক ঈশ্বর ও ধার্মিক ব্যক্তিদের সিদ্ধিপ্রাপ্ত আত্মাসমূহের সম্মুখীন হয়েছ।#লুক 10:20 24ঈশ্বরের সঙ্গে নতুন সন্ধিচুক্তি স্থাপনের মধ্যস্থরূপে যীশুর সিঞ্চিত রক্তের সম্মুখীন হয়েছে যা হেবলের রক্তের চেয়ে উৎকৃষ্ট এবং কল্যাণকর বাণী ঘোষণায় সরব।#হিব্রু 7:22; 9:15; আদি 4:10; ১ পিতর 1:2
25সুতরাং সতর্ক হও, তাঁর ঘোষিত এই বাণী অগ্রাহ্য করো না। কারণ পৃথিবীতে যখন তিনি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন সেই সময় তাঁর কথা যারা অমান্য করেছিল তারা রক্ষা পায়নি। তাহলে স্বর্গ থেকে যিনি কথা বলেন তাঁকে অগ্রাহ্য করলে আমাদের রক্ষা পাওয়ার সম্ভাবনা আরও কম।#হিব্রু 2:3; 10:28-29 26তাঁর কণ্ঠস্বর তখন শুধু পৃথিবীকে প্রকম্পিত করেছেন যে, আমি আর একবার শুধু পৃথিবী নয়, আকাশমণ্ডলও প্রকম্পিত করব।#হগয় 2:6 27‘আর একবার’ কথাটিতে বোঝা যায় যে, যে সমস্ত বস্তু কম্পিত হবে সেগুলি অপসারিত হবে এবং যেগুলি প্রকম্পিত হবে না শুধু সেইগুলিই স্থায়ী হবে।
28আমাদের জন্য যে রাজ্য দেওয়া হয়েছে, তা অটল। তাই এস, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে তাঁর আরাধনা করি যাতে তিনি তুষ্ট হন। 29কারণ আমাদের ঈশ্বর বিধ্বংসী অগ্নিস্বরূপ।#যিশা 33:14; দ্বি.বি. 4:24; 9:3; ২ থিষ 1:8
Currently Selected:
হিব্রু 12: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.