ইফিসীয় 6
6
1সন্তানেরা, তোমরা পিতামাতার বাধ্য হও, কারণ এ-ই তোমাদের পক্ষে সঙ্গত এবং খ্রীষ্টীয় কর্তব্য#6:1 খ্রীষ্টীয় কর্তব্য: কোন কোন পাণ্ডুলিপিতে এই অংশটি পাওয়া যায় না।।#কল 3:20 2“তুমি পিতা ও মাতাকে সম্মান কর –” এটিই প্রথম অনুশাসন যার সঙ্গে প্রতিশ্রুতি যুক্ত হয়েছে:#যাত্রা 20:12 3“তাহলে তোমার মঙ্গল হবে এবং পৃথিবীতে তুমি লাভ করবে দীর্ঘজীবন”।#দ্বি.বি. 5:16
4তোমরা যারা পিতা, তোমরা সন্তানদের মনে বিরাগ জন্মাতে দিও না। বরং প্রভুর শাসন ও শিক্ষা অনুযায়ী তোমরা তাদের প্রতিপালন কর।#আদি 18:19; গীত 78:4; হিতো 3:11-12; 19:18; কল 3:21
5ক্রীতদাসেরা, তোমরা ঐকান্তিক শ্রদ্ধায়, ভয়ে ও সরল মনে তোমাদেরর গৃহস্বামীদের অনুগত হও। মনে কর, তোমরা খ্রীষ্টেরই সেবা করছ।#কল 3:22-25; ১ তিম 6:1; তীত 2:9-10; ১ পিতর 2:18 6স্বার্থসিদ্ধির জন্য লোক দেখানো সেবায় যারা মানুষকে তুষ্ট করতে চায় তাদের মত নয় কিন্তু খ্রীষ্টের দাসরূপে সর্বান্তঃকরণে ঈশ্বরের ইচ্ছা পালন কর।#১ করি 7:22 7মানুষের নয়, যেন প্রভুরই সেবা করছ, এই মনে করে আন্তরিকভাবে খুশী মনে কাজ কর। 8জেনো, ক্রীতদাস হোক, বা না-ই হোক কেউ যদি সৎ কাজ করে তবে সে আমাদের প্রভুর কাছ থেকে নিশ্চয়ই প্রতিদান পাবে।#২ করি 5:10
9গৃহস্বামীরা, তোমরা তাদের প্রতি অনুরূপ আচরণ কর। ওদের সঙ্গে রূঢ় ব্যবহার ও ভীতিপ্রদর্শন করো না। জেনো, তোমাদের উভয়েরই যিনি প্রভু তিনি স্বর্গে আছেন, তাঁর কাছে কোন পক্ষপাতিত্ব নেই।#কল 4:1; দ্বি.বি. 10:17; ২ বংশা 19:7; প্রেরিত 10:34; যাকোব 2:1-9
খ্রীষ্টীয় রণসজ্জা
10শেষ কথা এই, তোমরা প্রভুর বলে বলীয়ান হও, তাঁরই পরাক্রমে হও পরাক্রান্ত।#১ করি 16:13; ১ যোহন 2:14; ইফি 3:16 11ঈশ্বর-দত্ত রণসজ্জায় সজ্জিত হও যেন শয়তানের সমস্ত ছল-চাতুরীর বিরুদ্ধে দাঁড়াতে পার।#২ করি 2:11; 6:7; 10:4; ১ পিতর 5:8-9 12কারণ আমাদের সংগ্রাম কোন মানুষের বিরুদ্ধে নয়, কিন্তু শাসন-নীতি ও কর্তৃত্বের বিরুদ্ধে, কিন্তু শাসন-নীতি ও কর্তৃত্বের বিরুদ্ধে, তামসালোকের অধিপতিদের বিরুদ্ধে অতিপ্রাকৃত জগতের অশুভ শক্তির বিরুদ্ধে।#যোহন 14:30; ইফি 2:2; 3:10; কল 1:13; লুক 22:53 13সেইজন্যই তোমরা ঈশ্বর-দত্ত বর্মে সজ্জিত হও, যেন সেই দুর্দিনে প্রতিরোধ করতে পার এবং তোমাদের কর্তব্য সমাপন করার পরেও স্থির থাকতে পার।
14প্রতিরোধের জন্য দৃঢ় হয়ে দাঁড়াও। সত্য হোক তোমার কটিবন্ধ, ধার্মিকতা ও বক্ষত্রাণ,#যিশা 11:5; 59:17; ১ পিতর 1:13; ১ থিষ 5:8; লুক 12:35 15শান্তির সুসমাচার প্রচারের উদ্যোগেই হোক তোমার পাদুকা।#যিশা 52:7; 40:3-9 16সর্বদা বিশ্বাসই হবে তোমার ঢাল, তার সাহায্যে অশুভ শক্তির অগ্নিবাণ প্রতিহত করতে পারবে।#১ পিতর 5:9; ১ যোহন 5:4 17ধারণ কর পরিত্রাণের শিরস্ত্রাণ, হাতে নাও পবিত্র আত্মার তরবারি —ঈশ্বরের বাক্য।#১ থিষ 5:8; হোশেয় 6:5; হিব্রু 4:12; যিশা 59:17; 11:4; 49:2 18ভক্তজনের জন্য পবিত্র আত্মার সহায়তায় সর্ব অবস্থায় বিনতি ও প্রার্থনা কর। এই বিষয়ে সজাগ থাক।#মথি 26:41; রোমীয় 8:26; কল 4:2-3; ১ তিম 2:1; ফিলি 4:6 19আমার জন্যও প্রার্থনা কর যেন সুসমাচারের নিগূঢ়তত্ত্ব দৃপ্তকণ্ঠে ঘোষণার জন্য যথোপযুক্ত বাণী আমি পাই।#কল 4:3; ২ থিষ 3:1; প্রেরিত 4:29 20আমি যেন যথাযথভাবে ও নির্ভয়ে সেই বাণী প্রচার করতে পারি, এই সুসমাচার প্রচারের জন্য আমি কারাবাসে থেকেও রাজদূতের করছি।#২ করি 5:20; কল 4:4
উপসংহার
21বর্তমানে আমি কেমন আছি এবং কি করছি তা সবই প্রিয় ভ্রাতা ও প্রভুর বিশ্বস্ত সেবক তুখিকাস্ তোমাদের জানাবেন।#প্রেরিত 20:4; কল 4:7; ২ তিম 4:12 22এই উদ্দেশ্যেই আমি তাঁকে তোমাদের কাছে পাঠালাম যেন তোমরা আমাদের বিষয় জানতে পার এবং তিনি তোমাদের অনুপ্রাণিত করতে পারেন।#কল 4:8
23ভ্রাতৃবৃন্দের মাঝে পিতা ঈশ্বর এংব প্রভু যীশু খ্রীষ্ট শান্তি, প্রীতি ও বিশ্বাস দান করুন। 24আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে যারা ভালবাসে তাদের সকলের জীবনে নেমে আসুক অমৃতলোকের করুণাধারা।
Currently Selected:
ইফিসীয় 6: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.