ইফিসীয় 5
5
আলোকিত জীবনাচরণ
1তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান, কাজেই তোমরা তাঁর অনুকরণ কর।#মথি 5:48 2খ্রীষ্ট যেমন তোমাদের ভালবেসেছেন তেমনি তোমাদের জীবনও ভালবাসায় ভরে উঠুক। তিনি আমাদের হয়ে ঈশ্বরের উদ্দেশ্য সুরভি নৈবেদ্য ও বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন।#গালা 2:20; কল 3:12-13; হিব্রু 10:16; গীত 40:6; যাত্রা 29:18; লেবীয় 1:9; যিহি 20:41
3তাই ঈশ্বরভক্তদের উপযুক্ত আচরণ তোমরা করবে। লাম্পট্য, কোনপ্রকার অশুচিতা কিম্বা দুষ্কর্ম তোমাদের মধ্যে না থাকুক, এমনকি সে সব কথা উচ্চারণও তোমরা করবে না।#ইফি 4:19; কল 3:5 4কোন রকম কুৎসিত আচরণ, বাচালতা বা স্থূল রসিকতা নয়, কারণ এ সবই অসঙ্গত, বরং তোমরা ঈশ্বরের বন্দনায় মুখর হও।#ইফি 4:29; কল 3:8 5তোমরা নিশ্চিত জেনো যে যারা লম্পট, অনাচারী ও লোভী —লোভ পৌত্তলিকতার নামান্তর —খ্রীষ্ট ও ঈশ্বরের রাজ্যে তাদের প্রবেশের কোন অধিকার নেই।#১ করি 6:9-10; গালা 5:19-21; কল 3:5; প্রেরিত 8:21
6অতিরঞ্জিত অসার কথায় কেউ যেন তোমাদের প্রভাবিত না করে, কারণ এইসব অনাচারের জন্যই ঈশ্বরের অবাধ্য সন্তানদের উপর তাঁর ক্রোধের দণ্ড নেমে আসে।#রোমীয় 1:18; ২ করি 11:3; ইফি 2:2; কল 2:4-8; 3:6 7তাদের সঙ্গে তোমরা কোন সম্পর্ক রেখো না। 8কারণ তোমরা আগে অন্ধকালে ছিলে, কিন্তু এখন প্রভুর জ্যোতিতে জ্যোতিষ্মান হয়েছ,#ইফি 2:13; রোমীয় 13:13; ১ পিতর 2:9; লুক 16:8; যোহন 12:36; যিশা 2:5 9তাই জ্যোতির সন্তানের মত আচরণ কর। কারণ যা কিছু শুভঙ্কর, ন্যায় ও সত্য, তা জ্যোতি থেকেই উদ্ভূত।#গালা 5:22 10কোন কাজে প্রভু সন্তুষ্ট হন তা জানার চেষ্টা কর।#রোমীয় 12:2 11তামসিক কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ো না বরং সেগুলির স্বরূপ প্রকাশ কর।#যোহন 16:8; ১ তিম 5:20; লেবীয় 19:7 12কারণ ওরা গোপনে যেসব কাজ করে, সেসব উচ্চারণ করতেও লজ্জা বোধ হয়। 13আলোকে সব কিছুর স্বরূপ প্রকাশিত হয় এবং#যোহন 3:20-21 14যা কিছু স্বপ্রকাশ তাই আলোকিত। এইজন্যই বলা হয়েছে,
“জাগো হে নিদ্রামগ্ন,
উঠে এস মৃতদের মধ্য থেকে
খ্রীষ্ট তোমাকে করবেন জ্যোতিষ্মান।”#যিশা 26:19; 60:1; রোমীয় 13:11; 6:13; ১ করি 11:30; ১ থিষ 5:6
15সুতরাং তোমাদের আচরণ সম্পর্কে বিশেষভাবে সাবধান হও। নির্বোধের মত নয়, তোমাদের জীবনাচরণ হোক জ্ঞানবানের মত।#মথি 10:16; 15:16; কল 4:5 16তোমরা সময় সুযোগের সদ্ব্যবহার কর, কারণ এই যুগ মন্দ। 17তাই মূর্খের মত কাজ করো না, বরং প্রভুর ইচ্ছা জানার চেষ্টা কর।#রোমীয় 12:2
18সুরা পানে মত্ত হয়ো না, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, বরং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও।#হিতো 23:31; লুক 21:34; রোমীয় 13:13 19গীত , স্তোত্র ও সংকীর্তনে নিজেদের মধ্যে ভাব বিনিময় কর। মনে মনে প্রভুর উদ্দেশে গাও স্তুতিগান।#কল 3:16-17; গীত 33:2-3 20সর্বদা সর্ববিষয়ে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরকে জানাও ধন্যবাদ।#গীত 34:1; কল 3:17; ১ থিষ 5:18
খ্রীষ্টীয় পরিবার
21খ্রীষ্টের প্রতি সম্ভ্রমে একে অন্যের অনুগত হও।#১ পিতর 5:5
22গৃহিণীরা, তোমরা যেমন প্রভুর বাধ্য তেমনি নিজেদের স্বামীর বাধ্য হও।#আদি 3:16; ১ করি 14:34; কল 3:18; ১ পিতর 3:1; তীত 2:5 23কারণ স্বামী স্ত্রীর মস্তকস্বরূপ, যেমন খ্রীষ্ট মণ্ডলীর মস্তক এবং তিনিই তাঁর দেহরূপ মণ্ডলীর পরিত্রাতা।#১ করি 11:3; ইফি 1:22; 4:15; কল 1:18 24মণ্ডলী যেমন খ্রীষ্টের অনুগত তেমনি পত্নীরাও সর্ববিষয়ে নিজ নিজ স্বামীর অনুগত হোক।
25খ্রীষ্ট যেমন মণ্ডলীকে ভালবেসেছেন এবং তার জন্য আত্মদান করেছেন, স্বামীরা, তোমরাও সেইভাবে স্ত্রীকে ভালবাস।#কল 3:19 26-27তিনি মণ্ডলীকে পবিত্র ও নিষ্কলঙ্ক করার রজন্য বাণী উচ্চারণ করে অবগাহন দ্বারা তাকে শুচিশুদ্ধ করে পবিত্র করেছেন, যাতে সর্বপ্রকার কলঙ্ক, বিকৃতি ও কলুষমুক্ত মণ্ডলীকে গৌরবান্বিত করে আপন করে নিতে পারেন।#তীত 3:5; গীত 45:13; পরম 4:7; ২ করি 11:2; কল 1:22 28স্বামীরও উচিত এইভাবে নিজের দেহজ্ঞানে স্ত্রীকে ভালবাসা। বস্তুতঃ স্ত্রীকে যে ভালবাসে সে নিজেকেই ভালবাসে। 29কেউ কখনে নিজের দেহকে ঘৃণা করে না, বরং তার পরিপোষণ ও যত্ন করে। খ্রীষ্টও মণ্ডলীকে তা-ই করেছেন। 30কারণ আমরা তাঁর দেহের অঙ্গপ্রত্যঙ্গ।#১ করি 6:15; 10:17; 12:27; ইফি 1:23; আদি 2:23 31“এই কারণে মানুষ পিতামাতাকে পরিত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হবে এবং তারা দুজনে হবে একাঙ্গ”, –#আদি 2:24; মথি 19:5 32এই শাস্ত্রবচনে নিহিত আছে অতি গভীর নিগূঢ়তত্ত্ব, আমি এই তত্ত্ব খ্রীষ্ট ও তাঁর মণ্ডলী সম্পর্কে প্রয়োগ করছি।#প্রকা 19:7 33একথা তোমাদের সকলের প্রতি প্রযোজ্য। প্রত্যেক স্বামীর উচিত নিজের স্ত্রীকে নিজের মত ভালবাসা এবং প্রত্যেক স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা কর।
Currently Selected:
ইফিসীয় 5: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.