YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 15

15
সপ্তম বর্ষ মুক্তির বর্ষ
(লেবীয় 25:1-7)
1প্রত্যেক সপ্তম বছরের শেষে তোমরা ঋণ মকুব করবে। 2ঋণ মকুবের পদ্ধতি হবে এই: কোন মহাজন তার প্রতিবেশীকে ঋণ দিয়ে থাকলে সে সেই ঋণ মকুব করে দেবে। তার প্রতিবেশী কিম্বা ভাইয়ের কাছ থেকে ঐ ঋণ সে আর আদায় করবে না, কারণ প্রভু পরমেশ্বরের নির্দেশিত ঋণ মুক্তি ঘোষণা করা হয়েছে। 3বিদেশীদের কাছ থেকে তোমরা ঋণ আদায় করতে পার, কিন্তু তোমাদের স্বজাতীয়দের সমস্ত দেনা তোমরা মকুব করে দেবে। 4তোমাদের মধ্যে কেউ দরিদ্র থাকবে না , কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দিয়েছেন সেই দেশে তিনি তোমাদের নিশ্চয়ই আশীর্বাদ করবেন, 5যদি তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ মেনে চল এবং আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম সেগুলি সযত্নে পালন কর। 6তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ীই তিনি তোমাদের আশীর্বাদ করবেন। তোমরা অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু নিজেরা ঋণ করবে না। অনেক জাতির উপরে তোমরা কর্তৃত্ব করবে, কিন্তু তারা তোমাদের উপর কর্তৃত্ব করতে পারবে না।
7তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন, সেখানকার কোন জনপদে তোমাদের স্বজাতীয় কোন ভাই যদি অভাবগ্রস্ত হয় তাহলে তার সম্পর্কে তোমরা অকরুণ হয়ো না কিম্বা তাকে সাহায্য দানে কার্পণ্য করো না,#লেবীয় 25:35 8বরং মুক্তহস্তে তোমরা তাকে দান করবে এবং তার অভাব মোচনের জন্য প্রয়োজনীয় ঋণ অবশ্যই দেবে। 9সাবধান, সপ্তম বর্ষ অর্থাৎ মুক্তির বর্ষ আসন্ন বলে তোমাদের মনে যেন কোন কুচিন্তার উদয় না হয়। তুমি যদি তোমার দরিদ্র ভাইয়ের প্রতি উদাসীন হয় তাকে কিছু না দাও আর সে যদি প্রভু পরমেশ্বরের কাছে তোমার বিরুদ্ধে ক্ষোভ জানায় তাহলে তা তোমার পাপস্বরূপ গণ্য হবে। 10তুমি তাকে অবশ্যই দেবে এবং অকুন্ঠ হৃদয়ে দান করবে, কারণ এর জন্যই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমার সমস্ত কর্মে ও প্রচেষ্টায় আশীর্বাদ করবেন। 11গরীব মানুষ তোমাদের দেশে সব সময়ই থাকবে, সেই জন্যই আমি তোমাদের আদেশ দিচ্ছি যে নিজের দেশে তোমরা তোমাদের স্বজাতীয় দীন-দরিদ্র ভাইদের প্রতি সর্বদাই মুক্ত হস্ত থাকবে।
ক্রীতদাসদের মুক্তিদানের রীতি
(যাত্রা 21:1-11)
12তোমার স্বজাতীয় কোন ইব্রীয় পুরুষ বা নারীকে যদি তোমার কাছে বিক্রী করা হয় তবে সে ছয় বছর তোমার দাসত্ব করবে কিন্তু সপ্তম বৎসরে তুমি তাকে মুক্তি দেবে।#লেবীয় 25:39-46 13মুক্ত হয়ে তোমার কাছ থেকে চলে যাওয়ার সময় তুমি তাকে শূন্য হাতে বিদায় দেবে না, 14নিজের পশুপাল, শস্য ও দ্রাক্ষারসের ভাণ্ডার থেকে প্রভু পরমেশ্বর তোমাকে যেমন আশীর্বাদ করেছেন সেই অনুপাতে তাকে উদারহস্তে দান করবে। 15মনে রাখবে যে তুমিও এককালে মিশরে দাস ছিলে আর তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরই তোমাকে মুক্ত করেছেন। সেই জন্যই আজ আমি তোমাকে এই আদেশ দিলাম।
16কিন্তু সেই দাস যদি তোমার কাছে সুখে থাকে এবং তোমাকে ও তোমার পরিবারের লোকজনকে ভালবেসে তোমাকে ছেড়ে যেতে না চায়, 17তাহলে তুমি তাকে দরজার কাছে নিয়ে গিয়ে একটি সূচ দিয়ে তার কান বিদ্ধ করে দেবে তাহলে সে আজীবন তোমার দাস হয়ে থাকবে। ক্রীতদাসী সম্পর্কেও এই একই রীতি পালন করবে।
18ক্রীতদাসীদের মুক্ত করে বিদায় দেওয়ার সময় তুমি আদৌ কুন্ঠিত হবে না কারণ ছয় বৎসর কাল সে বেতনভোগী মজুরের অর্ধেক বেতনে তোমার দাসত্ব করেছে। তাহলে তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সকল কাজে তোমাকে আশীর্বাদ করবেন।
প্রথমজাত পশুশাবক সম্পর্কে বিধি-নিয়ম
19তোমাদের পশুপালের প্রথমজাত সমস্ত পুংশাবক তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে। প্রথমজাত গোবৎসকে তোমরা কোন কাজে ব্যবহার করবে না এবং প্রথমজাত মেষশাবকের লোম ছাঁটাই করবে না।#যাত্রা 13:12
20তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে তাঁর সাক্ষাতে তোমরা প্রতি বৎসর সপরিবারে সমবেত হয়ে সেই প্রথমজাত পশুগুলির মাংস ভোজন করবে। 21সেগুলির মধ্যে কোন একটির যদি খুঁত থাকে, অর্থাৎ খঞ্জ, অন্ধ বা অন্য কোন প্রকার গুরুতর দোষযুক্ত হয় তাহলে সেটিকে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করবে না।#মথি 26:11; মার্ক 14:7; যোহন 12:8 22নিজেদের বাসস্থানেই তোমরা তার মাংস ভোজন করতে পারবে। শুচি বা অশৌচগ্রস্ত সকলেই কৃষ্ণসার বা হরিণের মাংসের মতই তা খেতে পারবে। 23তোমরা শুধু তার রক্ত খাবে না, সেই রক্ত জলের মত মাটিতে ঢেলে দেবে।#আদি 9:4; লেবীয় 7:26-27; 17:10-14; 19:26; দ্বি.বি. 12:16-23

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in