দ্বিতীয় বিবরণ 14
14
শোক প্রকাশ ও শুচি-অশুচি খাদ্য সম্পর্কে বিধি-নিষেধ
(লেবীয় 11:1-47)
1তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সন্তান। তোমরা মৃতের উদ্দেশে শোক প্রকাশের জন্য নিজেদের দেহে কোন ক্ষত সৃষ্টি করবে না কিম্বা মস্তকের সম্মুখভাগের কেশ মুণ্ডন করবে না,#লেবীয় 19:28; 21:5 2কেননা তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত প্রজামণ্ডলী। পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে প্রভু পরমেশ্বর নিজস্ব প্রজারূপে তোমাদেরই মনোনীত করেছেন।#যাত্রা 19:5-6; দ্বি.বি. 4:20; 7:6; 26:18; তীত 2:14; ১ পিতর 2:9
3তোমরা কোন ঘৃণ্য বস্তু ভোজন করবে না। গরু, ভেড়া, ছাগল, 4-5হরিণ, কৃষ্ণসার, বন্য গরু, বন্য ছাগল, সাদা লেজ বিশিষ্ট হরিণ, সম্বর হরিণ ও পাহাড়ী ছাগল-এই পশুগুলি হবে তোমাদের ভক্ষ্য। 6পশুদের মধ্যে যেগুলির খুর সম্পূর্ণ বিভক্ত এবং যেগুলি জাবর কাটে সেই সব পশু তোমাদের ভক্ষ্য হবে। 7কিন্তু যেগুলি জাবর কাটে, কিম্বা যেগুলির খুর দ্বিখণ্ডিত সেগুলির মধ্যে উট, খরগোস ও খটাশ তোমাদের ভক্ষ্য হবে না কারণ এরা জাবর কাটে বটে, কিন্তু এদের খুর দ্বিখণ্ডিত নয়। সেইজন্য এগুলি তোমরা অশুচি বলে গণ্য করবে। 8শূকরের খুর দ্বিখণ্ডিত কিন্তু তারা জাবর কাটে না তাই শূকরকে তোমরা অশুচি বলে গণ্য করবে। তোমরা তার মাংস খাবে না কিম্বা তার মৃতদেহ স্পর্শ করবে না।
9জলচর প্রাণীদের মধ্যে যেগুলির পাখ্না ও আঁশ আছে সেগুলি তোমরা খেতে পার। 10কিন্তু যেগুলির পাখ্না ও আঁশ নেই সেগুলি তোমরা খাবে না, সেগুলি হবে তোমাদের কাছে অশুচি।
11তোমরা সব রকমের শুচি পাখির মাংস খেতে পার। 12কিন্তু ঈগল, হাড়গিলা, কুরল, 13গৃধ্র,চিল, সবজাতের শঙ্খচিল, 14সব জাতের কাক, 15উটপাখি, নিশাচর বাজ, গাংচিল, সব জাতের বাজপাখি, 16ছোট পেঁচা ও বড় পেঁচা, জলকুক্কুট পেলিক্যান, 17শকুন, মাছরাঙা, 18সারস, সবজাতের বক, তিতির ও বাদুড়—এইগুলির মাংস তোমরা খাবে না। 19পাখা আছে এমন সব জাতের কীট পতঙ্গ তোমাদের কাছে হবে অশুচি, এগুলি অখাদ্য। 20সব জাতের শুচি পাখির মাংস তোমাদের ভক্ষ্য হবে। 21তোমরা মৃত কোন প্রাণীর মাংস খাবে না। তোমাদের নগরবাসী কোন বিদেশীকে সেটি দিতে পার, কিম্বা বিজাতীয় কোন লোকের কাছে বিক্রি করতে পার। তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশ নিবেদিত প্রজামণ্ডলী। তোমরা ছাগশিশুর মাংস তার মায়ের দুধে সিদ্ধ করবে না।#যাত্রা 23:19; 34:26
দশমাংশ দানের বিধি
22তোমাদের বীজ-শস্য থেকে উৎপন্ন ফসল, তোমাদের ক্ষেতে উৎপন্ন যাবতীয় ফসলের দশ ভাগের এক ভাগ প্রতি বছর পৃথক করে রাখবে।#লেবীয় 27:30-33; গণনা 18:21 23তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেখানে গিয়ে তোমরা তোমাদের ফসল, দ্রাক্ষারস ও তেলের দশমাংশ এবং তোমাদের গো-মেষাদির পালের প্রথম জাত শাবকের মাংস প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ভোজন করবে, এইভাবে তোমরা চিরকাল তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করতে শিখবে।
24তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদে তোমরা সমৃদ্ধি লাভ করার পর যদি দেখ তাঁর মনোনীত পীঠস্থান তোমাদের কাছে থেকে অনেক দূরবর্তী, তোমাদের দেয় দশমাংশের দ্রব্যসামগ্রী নিয়ে সেখানে যাওয়া দুরূহ, 25তাহলে সেই দ্রব্যসামগ্রীর বিনিময়ে অর্থ সংগ্রহ করবে এবং সেই অর্থ সঙ্গে নিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত পীঠস্থানে যাবে। 26সেখানে সেই অর্থের বিনিময়ে তোমরা তোমাদের ইচ্ছামত গো-মেষাদি দ্রাক্ষারস, সুরা কিম্বা অন্য কোন জিনিস কিনে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সপরিবারে খাওয়াদাওয়া করে আনন্দোৎসব করবে। 27তোমাদের নগরে বসবাসকারী লেবীয়দের তোমরা অবহেলা করবে না, কারণ তোমাদের মত তাদের পৈতৃক বা নিজস্ব কোন সম্পত্তি নেই।
28প্রত্যেক তৃতীয় বছরের শেষে তোমরা সেই বছরের উৎপন্ন ফসলের দশমাংশ পৃথক করে নগরে সঞ্চয় করে রাখবে। 29তার দ্বারা তোমাদের নগরে বসবাসকারী লেবীয়, যাদের তোমাদের মত পৈতৃক বা নিজস্ব কোন সম্পত্তি নেই, তাদের এবং বিদেশী অনাথ ও বিধবাদের ভরণপোষণের ব্যবস্থা হবে। তোমরা যদি এইভাবে চল তাহলে তোমরা সকল কাজকর্মে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবে।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 14: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.