দ্বিতীয় বিবরণ 1
1
মোশির প্রথম বক্তৃতা
প্রান্তরে ভ্রাম্যমাণ ইসরায়েলীদের ইতিহাস
1জর্ডনের পূর্বতীরবর্তী প্রান্তরে, সূফের সম্মুখে আরাবা উপত্যকায়, পারাণ তোফল, লাবণ, হাৎসেরোৎ ও দিষাহবের মাঝামাঝি অঞ্চলে অবস্থানকালে মোশি ইসরায়েলীদের কাছে এই সব বৃত্তান্ত জানালেন। 2হোরেব পর্বত থেকে সেরীয়ের পার্বত্য অঞ্চল পেরিয়ে কাদেশ-বার্ণিয়া পর্যন্ত যেতে এগারো দিন লাগে। 3ইসরায়েলীদের যে সব কথা বলার জন্য প্রভু পরমেশ্বর মোশিকে নির্দেশ দিয়েছিলেন, চল্লিশতম বছরের এগারো মাসের প্রথম দিনে মোশি সেইসব কথা ইসরায়েলীদের কাছে ব্যক্ত করলেন। 4ইমােরীদের রাজা হিষ্বোণ নিবাসী সিহোন এবং ইদ্রেয়ীতে অষ্টারোৎ নিবাসী বাশানের রাজা ওগ্কে পরাজিত করার পর,#গণনা 2:21-34 5জর্ডনের পূর্বতীরে মোয়াব দেশে মোশি এই বিধানের ব্যাখ্যা করে বললেন, 6আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর হোরেব পর্বতে আমাদের বলেছিলেন, তোমরা এই পর্বতে অনেক দিন বাস করেছ। 7এবার তোমরা ইমোরীদের পার্বত্য অঞ্চল ও তার নিকটবর্তী সকল স্থান, আরাবা উপত্যকা, পার্বত্য অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণে নেগেব অঞ্চল, সমুদ্রের উপকূল ভাগে কনান ও লেবানন দেশ হয়ে মহানদী ইউফ্রেটিস অভিমুখে যাত্রা কর। 8দেখ, এই দেশ আমি তোমাদের সম্মুখে রেখেছি, তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে এবং তাদের পরে তাদের বংশধরদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি, প্রভু পরমেশ্বর দিয়েছিলাম, তোমরা সেই দেশে প্রবেশ করে অধিকার কর।
মোশির বিচারপতি নিয়োগ
(যাত্রা 18:13-27)
9সেই সময়ে আমি তোমাদের বলেছিলাম, একা আমার পক্ষে তোমাদের ভার বহন করা সম্ভব নয়। 10তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সমৃদ্ধি দান করেছেন। আকাশের নক্ষত্ররাজির মত তোমরা আজ অসংখ্য। 11তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের আরও সহস্রগুণ সমৃদ্ধি দান করুন, আর তোমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের আশীর্বাদ করুন। 12কিন্তু একা আমার পক্ষে কেমন করে তোমাদের সমস্ত দায় দায়িত্ব বহন করা এবং তোমাদের ঝগড়া বিবাদের মীমাংসা করা সম্ভব । 13তোমরা নিজ নিজ গোষ্ঠী থেকে বিচক্ষণ বুদ্ধিমান ও খ্যাতিমান লোকদের মনোনীত কর, তোমাদের নেতৃত্ব দান করার জন্য আমি তাদের নিয়োগ করব। 14তোমরা তখন আমাকে বলেছিলে, আপনি যা বলছেন তাই করাই ভাল। 15আমি সেইজন্য তোমাদের বিভিন্ন গোষ্ঠীর নেতৃস্থানীয়, জ্ঞানবান, খ্যাতিমান লোকদের নিয়ে তোমাদের বিভিন্ন গোষ্ঠীর নায়করূপে নিয়োগ করলাম। তাদের কাউকে সহস্র জনের, কাউকে একশো জনের, কাউকে পঞ্চাশ জনের, কাউকে দশজনের নায়ক এবং অন্যান্যদের কর্মচারীরূপে নিযুক্ত করলাম। 16তখন আমি তোমাদের বিচারক মণ্ডলীকে এই আদেশ দিয়েছিলাম: তোমরা তোমাদের জ্ঞাতিভাইদের অভিযোগ শুনবে এবং অভিযোগকারী ও তার জ্ঞাতিভাই কিম্বা তার প্রতিবেশী বিদেশীর ন্যায়বিচার করবে। 17তোমরা বিচারে পক্ষপাতিত্ব করবে না, ছোট বড় সকলের বক্তব্য একইভাবে গ্রহণ করবে। কোন মানুষকে ভয় করবে না, কারণ বিচারকার্য ঈশ্বরনির্দিষ্ট। যে সব বিষয় তোমাদের নিয়ে আসবে, আমিই তার নিষ্পত্তি করব নিয়ে আসবে, আমিই তার নিষ্পত্তি করবো 18সেই সময় আমি তোমাদের কর্তব্য সম্পর্কের নির্দেশ দিয়েছিলাম।
কাদেশ-বার্ণিয়া থেকে চর প্রেরণ
(গণনা 13:1-33)
19পরে আমরা আমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশে হোরেব পর্বত ত্যাগ করে রওনা হলাম এবং ইমোরীদের পার্বত্য অঞ্চল দিয়ে যাওয়ার সময় তোমরা যে বিশাল ভয়াবহ প্রান্তর দেখেছ, তার মধ্য দিয়ে কাদেশ-বার্ণিয়াতে গিয়ে পৌঁছালাম। 20আমি তখন তোমাদের বলেছিলাম, ইমোরীদের পার্বত্য অঞ্চলে তোমরা এসেছ, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশ আমাদের দিয়েছেন। 21দেখ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশ তোমাদের সামনে রেখেছেন, তোমরা তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বরের নির্দেশ অনুযায়ী এগিয়ে গিয়ে এই দেশ অধিকার কর। ভয় করো না বা নিরাশ হয়ো না।
22কিন্তু তোমরা তখন আমার কাছে এসে বললে, আগে সেই দেশের খোঁজখবর আনার জন্য লোক পাঠানো হোক, তারা ফিরে এসে আমাদের বলুক কোন পথে আমাদের যেতে হবে এবং কোন কোন নগর আমাদের যাওয়ার পথে পড়বে এবং সেগুলি কেমন?
23সে কথা ভাল বিবেচনা করে আমি তোমাদের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট বারো জনকে বেছে নিলাম এবং 24তারা সেই পার্বত্য অঞ্চল পেরিয়ে ইষ্কোল উপত্যকা পর্যন্ত গেল এবং সেখানকার খোঁজখবর নিল। 25তারা সেই দেশের কিছু ফল সঙ্গে নিয়ে ফিরে এসে আমাদের জানাল যে, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের যে দেশ দিয়েছেন তা উৎকৃষ্ট।
ইসরায়েলীদের বিদ্রোহ
26কিন্তু তোমরা সেই দেশে গেলে না, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করে বিরুদ্ধাচরণ করলে,#দ্বি.বি. 9:23; হিব্রু 3:16 27আর নিজেদের শিবিরে বিক্ষোভের গুঞ্জন তুললে। তোমরা বললে, প্রভু পরমেশ্বর আমাদের ঘৃণা করেন বলেই আমাদের ধ্বংস করার জন্য ইমোরীদের হাতে আমাদের তুলে দিচ্ছেন। এই জন্যই তিনি মিশর থেকে আমাদের বার করে এনেছেন। 28আমরা কোথায় যাব? আমাদের ভাইয়েরা এসে বলেছে, সেই দেশের লোকেরা আমাদের চেয়ে সংখ্যায় বেশী এবং আকারেও বৃহৎ। তাদের নগরগুলি অনেক বড় এবং আকাশছোঁয়া প্রাচীরে ঘেরা। সেখানে তারা দৈত্যদের বংশধরদের দেখেছে। তাদের কথা শুনে আমাদের মন ভেঙ্গে গেছে।
29তখন আমি তোমাদের বললাম, বিচলিত হয়ো না, ওদের ভয় করো না, 30তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের অগ্রবর্তী, তিনিই তোমাদের হয়ে যুদ্ধ করবেন। মিশরে তিনি তোমাদের জন্য যা করেছেন তা সবই তোমরা স্বচক্ষে দেখেছ, 31এই প্রান্তরেও তোমরা দেখেছ পিতা যেমন সন্তানকে বহন করে তেমনি এখানে পৌঁছানো পর্যন্ত সারা পথ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের বহন করে এনেছেন।#প্রেরিত 13:18 32কিন্তু এ কথা বলা সত্ত্বেও তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে বিশ্বাস করলে না,#হিব্রু 3:19 33যিনি তোমাদের যাত্রাপথে শিবির স্থাপনের উপযুক্ত স্থান খুঁজে বার করার জন্য তোমাদের অগ্রগামী হয়ে রাত্রে অগ্নিস্তম্ভ ও দিনে মেঘপুঞ্জের দ্বারা তোমাদের পথ প্রদর্শন করতেন।
34তোমাদের কথাবার্তা শুনে প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে শপথ করলেনঃ#হিব্রু 3:18 35তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, এই দুষ্ট প্রজন্মের কোন লোক সেই উৎকৃষ্ট দেশ দেখতে পারে না। 36কেবলমাত্র যিফুন্নির পুত্র কালেব সেই দেশ দেখতে পাবে। সে যে ভূমিতে পদার্পণ করেছে তা আমি তাকে এবং তার বংশধরদের দেব, কারণ সে প্রভু পরমেশ্বরের একনিষ্ঠ অনুগামী। 37আর তোমাদের জন্য প্রভু পরমেশ্বর আমার উপরেও ক্রুদ্ধ হলেন। আমাকে তিনি বললেন, 38তুমিও সেখানে যেতে পারবে না। নুনের পুত্র যিহোশূয়, তোমার সেবক সেই দেশে যাবে। তাকে উৎসাহ দাও, কারণ সে-ই দেশে ইসরায়েলীদের স্বত্বাধিকার প্রতিষ্ঠিত করবে। 39তোমাদের শিশু সন্তানেরা, যাদের সম্পর্কে তোমরা ভেবেছিলে যে তাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে, যাদের ভাল-মন্দ জ্ঞান আজও হয়নি, তারাই সেই দেশে যাবে এবং তাদেরই আমি সেই দেশ দেব, তারাই সে দেশ অধিকার করবে। 40অতএব তোমরা লোহিত সাগরের পথ ধরে প্রান্তরে ফিরে যাও।
41তখন তোমরা আমাকে বললে, আমরা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। আমরা এখন আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অনুযায়ী গিয়ে যুদ্ধ করব। তোমরা প্রত্যেকে যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে তৈরী হলে, মনে করেল পার্বত্য অঞ্চল আক্রমণ করা সহজ ব্যাপার। 42কিন্তু প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি ওদের বল, তোমরা যুদ্ধ করতে যেও না, কেননা আমি তোমাদের মাঝে নেই। সেই জন্য শত্রুদের কাছে তোমরা পরাজিত হবে। 43আমি তোমাদের সে কথা বললাম, কিন্তু তোমরা শুনলে না। প্রভু পরমেশ্বরের আদেশের বিরোধিতা করে তোমরা ঔদ্ধত্য করে পার্বত্য অঞ্চলে অভিযান করলে। 44পর্বতনিবাসী ইমোরীরা তখন মৌমাছির ঝাঁকের মত বেরিয়ে এসে তোমাদের আক্রমণ করল এবং সেয়ীর অঞ্চলের হর্মা পর্যন্ত তোমাদের তাড়িয়ে নিয়ে গিয়ে প্রচণ্ড ভাবে আঘাত করল। 45তোমরা তখন ফিরে এসে প্রভু পরমেশ্বরের কাছে কান্নাকাটি করতে লাগলে, কিন্তু প্রভু তোমাদের ক্রন্দনে কর্ণপাত করলেন না, তোমাদের বিনতিও গ্রাহ্য করলেন না। 46তাই দীর্ঘদিন কাদেশ-বার্ণিয়াতে তোমাদের থাকতে হল।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.