YouVersion Logo
Search Icon

২ শমুয়েলে 2

2
দাউদের রাজ্যভিষেক
1দাউদ প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি যিহুদীয়ার কোনও শহরে গিয়ে তার পরিচালনার ভার নেব? প্রভু পরমেশ্বর তাঁকে সম্মতি জানালেন, দাউদ বললেন, কোন শহরে যাব? তিনি জানালেন, হিব্রোণ। 2কাজেই দাউদ তাঁর দুই স্ত্রী যিষরিয়েল দেশের মেয়ে অহিনোয়াম এবং কার্মেল নিবাসী নাবলের বিধবা অবিগলকে নিয়ে সেখানে চলে গেলেন।#১ শমু 25:42-43 3তাছাড়াও সঙ্গে নিলেন তাঁর সঙ্গী অনুচরদের সকলকে তাদের পরিবার সমেত। তারা সকলে হিব্রোণের শহরগুলিতে ঘর বাঁধল। 4তারপর যিহুদীয়ার লোকেরা দাউদের কাছে এসে তাঁকে যিহুদাকুলের রাজারূপে বরণ করে অভিষেক দান করল।
দাউদ যখন শুনলেন, যাবেশ গিলিয়দের লোকেরা শৌলের কবর দিয়েছে#১ শমু 31:11-13 5তখন তিনি তাদের লোক মারফৎ বলে পাঠালেন, তোমাদের রাজার সমাধি দান করে তাঁর প্রতি তোমরা যে আনুগত্য দেখিয়েছ সেজন্য প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন। 6তিনি কোনদিন তোমাদের প্রতি বিরূপ না হন, তোমরা তাঁর অনন্ত করুণা লাভ কর। এইজন্য আমিও তোমাদের প্রতি সদয় থাকব। 7শক্তিমান হও, সাহস কর। তোমাদের রাজা শৌলের মৃত্যু হয়েছে এবং যিহদীয়ার লোকেরা আমাকে তাদের রাজারূপে অভিষিক্ত করেছে।
ইসবোশেথের রাজ্যভিষেক
8ওদিকে শৌলের সেনাপতি নেবের পুত্র অবনের শৌলের পুত্র ইসবোশেথকে নিয়ে জর্ডনের ওপারে মহনায়িমে পালিয়ে গেলেন। 9সেখানে অবনের ইসবোশেথকে গিলিয়দ, আশের, যিষরিয়েল ও ইসরায়েল রাজ্যের রাজা করলেন। 10রাজপদে অধিষ্ঠিত হবার সময় তাঁর বয়স চল্লিশ বছর। দুই বছর তিনি রাজত্ব করেন।
কিন্তু যিহুদা গোষ্ঠী দাউদের অনুগত ছিল। 11তিনি হিব্রোণে থেকে যিহুদীয়ার উপরে সাড়ে সাত বছর রাজত্ব করেন।
ইসরায়েল ও যিহুদার যুদ্ধ
12একদিন অবনের এবং ইসবোশেথের রাজকর্মচারীরা মহনায়িম থেকে গিবিয়োনে গিয়েছিল। 13সরুয়ার ছেলে যোয়াব দাউদের কর্মচারীদের নিয়ে এগিয়েএল। দুই দলের দেখা হল একটা পুকুরের পাড়ে। পুকুরের দুই পাড়ে দুই দল বসল। 14অবনের যোয়াবকে বলল, আমাদের দুই দলের কিছু যুবক যুদ্ধ প্রতিযোগিতা করুক। যোয়াব বলল, ঠিক আছে। 15তখন ইসবোশেথ ও বিন্যামীন গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে বারোজন যুবক এবং দাউদের বারোজন দাস যুদ্ধ প্রতিযোগিতায় নেমে পড়ল। 16তারা নিজেদের প্রতিদ্বন্দীর মাথা চেপে ধরে পাঁজরে ছোরা চালিয়ে দিল। ফলে চল্লিশজনই মারা গেল। এই জন্য গিবিয়োনের এই জায়গার নাম হল হিলকাথ্-হাৎসুরিম অর্থাৎ ছুরিকাভূমি। 17তারপর বেধে গেল ভীষণ যুদ্ধ। অবনের ও ইসরায়েলীরা দাউদের সৈন্যদলের কাছে হেরে গেল। 18সেখানে সরুয়ার তিন পুত্র ছিলেনঃ যোয়াব, অবিশয়, আর অসাহেল। অসাহেল বুনো হরিণের মত দারুণ জোরে দৌড়াতে পারতেন। 19তিনি সোজা অবনেরের পিছনে ধাওয়া করেলন। 20অবনের পিছন ফিরে তাঁকে দেখে জিজ্ঞাসা করলন, তুমি কি অসাহেল? তিনি বললেন, হ্যাঁ। 21অবনের তাঁকে বললেন, তোমার আশেপাশের কোন সৈন্যের রণসাজ কেড়ে নিয়ে ধারণ কর। কিন্তু অসাহেল কোন দিকে না ফিরে তাঁর পিছনে দৌড়াতে লাগলেন। 22অবনের আবার অসাহেলকে বললেন, আমার পিছনে ধাওয়া করো না। তোমাকে মারতে বাধ্য করো না। তখন কি করে আমি তোমার ভাই যোয়াবের কাছে মুখ দেখাব? 23তবু তিনি তাঁর পিছু ছাড়লেন না। তখন অবনের এত জোরে তাঁর পেটে বর্শা গেঁথে দিলেন যে সেটা পিঠ ফুঁড়ে বেরিয়ে এল। অসাহেল মাটিতে পড়ে গেলেন, তাঁর মৃত্যু হল। সেখানে যত লোক ছিল সবাই মৃত অসাহেলের কাছে জড়ো হল, সবাই দাঁড়িয়ে রইল অনড় হয়ে। 24কিন্তু যোয়াব আর অবিশয় অবনেরকে তাড়া করতে শুরু করলেন। তখন সূর্য ডুবে গেছে, গিবিয়োন মরুপ্রান্তরের পথে গিআহ্-র পূর্ব দিকে আম্মাহ্ পাহাড়ের কাছে তাঁরা এসে পৌঁছালেন। 25বিন্যামীন গোষ্ঠীর লোকেরা আবার অবনেরের পিছনে দল বেঁধে একটা পাহাড়ের মাথায় গিয়ে দাঁড়াল। 26অবনের যোয়াবকে ডেকে বললেন, আমরা কি চিরদিন এভাবে যুদ্ধই করব? তুমি কি বুঝতে পারছ না, এর পরিণতি তিক্ততায় গিয়ে দাঁড়াবে? আমরা তোমাদের জাতভাই। কতদিন তোমরা আমাদের এভাবে তাড়িয়ে বেড়াবে? থামবার আদেশ দেবে না?
27যোয়াব বললেন, আমি চিরজাগ্রত ঈশ্বরের নামে শপথ করে বলছি, তুমি যদি এখন একথা না বলতে, তাহলে আমার লোকেরা আগামীকাল সকাল পর্যন্ত তোমাদের তাড়া করে নিয়ে যেত। 28তারপর যোয়াব তূরী বাজালেন। যোয়াবের লোকেরা থেমে দাঁড়াল। যুদ্ধ থেমে গেল।
29অবনের ও তাঁর লোকেরা জর্ডনের উপত্যকা আরাবার মধ্যে দিয়ে সারারাত ধরে হেঁটে জর্ডন নদী পার হলেন। পরের দিন সারা সকাল হেঁটে ফিরে গেলেন মহনায়িমে। 30যোয়াব অবনেরের পিছু ধাওয়া ছেড়ে নিজের লোকদের এক জায়গায় জড়ো করলেন। তখন দেখা গেল, দাউদের দাসদের মধ্যে ঊনিশজন এবং অসাহেল নেই। 31অপরপক্ষে দাউদের লোকেরা অবনেরের বিন্যামীন গোষ্ঠীর লোকদের মধ্যে তিনশো ষাট জনকে হত্যা করেছিল। 32তাঁরা অসাহেলের মৃতদেহ নিয়ে গিয়ে বেথলেহেমে তাঁর পিতার কবরে কবর দিলেন, তারপর তাঁরা রওনা হলেন। সারারাত হেঁটে সকালবেলায় হিব্রোণে পৌঁছালেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in