YouVersion Logo
Search Icon

২ শমুয়েলে 1

1
দাউদের কাছে শৌল ও যোনাথনের মৃত্যুসংবাদ
1শৌলের মৃত্যুর পর অমালেকীদের পরাজিত করে দাউদ ফিরে এলেন এবং সিকলগে দুদিন থাকলেন। 2তাঁর ফেরার পরের দিন শৌলের শিবির থেকে একটি যুবক দাউদের কাছে এল। তার পরণে ছেঁড়া কাপড়, মাথায় মাটি মাখা। সে সসম্ভ্রমে সাষ্টাঙ্গে দাউদকে প্রণাম করল। 3দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছ? সে বলল, আমি ইসরায়েলীদের শিবির থেকে পালিয়ে এসেছি। 4দাউদ বললেন, কি হয়েছে?ওখানকার কি খবর? সে বলল, আমাদের সৈন্যরা রণক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে। অনেক সৈন্য মারা গেছে এবং শৌল ও তাঁর পুত্র যোনাথনও মারা গেছেন।
5দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে শৌল আর যোনাথন মারা গেছেন? 6সেই সংবাদদাতা যুবক তাঁকে বলল, ঘটনাক্রমে আমি গিলবোয়া পর্বতে ছিলাম। দেখলাম, শৌল বর্শার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং শত্রুপক্ষের রথ ও অশ্বারোহী সৈন্যরা তাঁকে প্রায় ধরে ফেলেছে।#১ শমু 31:1-6; ১ বংশা 10:1-6 7এমনি সময় তিনি পিছন দিকে মুখ ফিরাতেই আমাকে দেখে ডাকলেন। আমি বললাম, বলুন মহারাজ! 8তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমি বললাম, আমি একজন অমালেকী। 9তিনি আমাকে বললেন, এস, আমাকে হত্যা কর। আমি মারাত্মকভাবে আহত, আমি মরণাপন্ন। 10আমি নিশ্চিতভাবে বুঝেছিলাম যে তিনি পড়ে গেলেই মারা যাবেন তাই আমি এগিয়ে গিয়ে তাঁকে হত্যা করলাম। তারপর তাঁর মুকুট ও হাতের বালা নিয়ে আমি এখানে আপনার কাছে এসেছি প্রভু। 11রাগে দুঃখে দাউদ তখন নিজের পরণের কাপড় টেনে ছিঁড়ে ফেললেন। দেখাদেখি তাঁর সঙ্গীরাও তাই করলেন। 12শৌল ও তাঁর পুত্র যোনাথন এবং পরমেশ্বর প্রভুর প্রজা ইসরায়েলীরা এভাবে যুদ্ধে মারা যাওয়ায় তাঁরা সন্ধ্যা পর্যন্ত শোক পালন করলেন। কিছুই মুখে তুললেন না। 13দাউদ সেই সংবাদদাতা যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কোন দেশের লোক? সে বলল, আমি একজন অমালেকী, আপনারই দেশে থাকি। 14দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সাহসে পরমেশ্বর প্রভুর অভিষিক্ত ব্যক্তিকে হত্যা করলে? 15তারপরই দাউদ একজন রক্ষীকে ডেকে বললেন, একে হত্যা কর। সঙ্গে সঙ্গে সে তাকে আঘাত করল। 16এই অবস্থায়, দাউদ সেই অমালেকীকে বললেন, এই শাস্তির জন্য তুমি নিজেই দায়ী। কারণ, তুমি নিজের মুখেই স্বীকার করেছ যে পরমেশ্বর প্রভুর অভিষিক্ত বক্তিকে হত্যা করেছ এবং নিজের দণ্ড ডেকে এনেছ।
শৌল ও যোনাথনের জন্য দাউদের বিলাপ গাথা
17দাউদ শৌল ও যোনাথনের জন্য এই বিলাপগাথা রচনা করলেন এবং 18যিহুদীয়ার সমস্ত লোককে শিখাবার আদেশ দিলেন। গাথাটি যাশারের গ্রন্থে লেখা আছে।#যিহো 10:13
19হে ইসরায়েল, তোমারই পর্বতে
তোমার গৌরব নিহত হল
কি করুণভাবে পতন হল সেই
মহাবীরদের!
20গাতে একথা বলো না,
ঘোষণা করো না আস্কিলোনের পথে পথে
নইলে ফিলিস্তিনীদের মেয়েরা আনন্দ করবে,
আনন্দ করবে বিজাতীয়দের কন্যারা।
21হে গিলবোয়ার পর্বতমালা
তোমাদের উপরে শিশির অথবা বৃষ্টি
বর্ষিত না হোক,
মরুভূমির উষরতা নামুক চিরতরে
মহাবীরদের ঢাল সেখানে অমর্যাদায় ভূলুন্ঠিত
অনাদরে মলিন হয়ে গেল শৌলের ঢাল।
22বিপক্ষের রক্তধারা, বীরকুলের মেদ
আস্বাদন না করে যোনাথনের ধনুঃশর
ফিরতো না কখনও,
শৌলের নির্দয় তরবারি
ফেরে নি কখনও শূন্য হাতে।
23শৌল ও যোনাথন ছিলেন
দুজনে দুজনের প্রিয়তম,
পরমসুন্দর।জীবনে-মরণে তাঁরা বিছিন্ন হন নি কখনও।
তাঁরা ছিলেন ঈগলের চেয়েও গতিমান
শক্তিমান সিংহের চেয়েও।
24ওগো ইসরায়েলের মেয়েরা
শৌলের জন্য কাঁদ
যিনি তোমাদের ঘোর রক্তবর্ণের
রমণীয় পোষাকে সাজাতেন,
সোনার অলঙ্কারে যিনি ভূষিত করতেন
তোমাদের।
25হায়! বীর সোনানীদের পতন হল,
যুদ্ধে নিহত হল তারা!
যোনাথন নিহত হয়ে পড়ে আছেন
পাহাড়ের কোলে।
26যোনাথন, আমি তোমার জন্য বেদনার্ত,
তুমি আমার কত প্রিয় ছিলে!
আমার কাছে তোমার ভালবাসা
ছিল অতি সুমধুর
রমণীর প্রেমও হার মানে তার কাছে।
27হায়! বীরেরা সবাই নিপাতিত,
অস্ত্রগুলি আর ব্যবহার করবে না তারা
সেগুলি আজ পরিত্যক্ত
ব্যবহার করার কেউ নেই।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ২ শমুয়েলে 1