YouVersion Logo
Search Icon

২ রাজাবলি 17

17
ইসরায়েলরাজ হোশেয়
1যিহুদীয়ারাজ আহসের রাজত্বের দ্বাদশ বছরে এলার পুত্র হোশেয় ইসরায়েলের রাজা হন এবং নয় বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল শমরিয়ায়। 2তিনিও প্রভু পরমেশ্বরের অপ্রীতিজনক কাজ করেছিলেন কিন্তু তাঁর আগে যারা ইসরায়েলের রাজা ছিলেন, তাঁদের মত অত পাপ তিনি করেন নি। 3আসিরিয়ার সম্রাট শালমানেসের হোশেয়র রাজ্য আক্রমণ করায় হোশেয় তাঁর বশ্যতা স্বীকার করেন এবং প্রতি বছর তাঁকে কর দিতে থাকেন। 4কিন্তু একবার তিনি মিশর রাজ সো-এর কাছে সাহায্য চেয়ে দূত পাঠান এবং আসিরিয়া সম্রাটকে দেয় বার্ষিক কর দেওয়া বন্ধ করে দেন। সম্রাট শালমানেসের তাঁর এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে হোশেয়কে বন্দী করে কারারুদ্ধ করেন।
শমরিয়ার পতন
5সম্রাট শালমানেসের ইসরায়েল আক্রমণ করে তিন বছর অবরোধ করে রাখলেন। 6তারপর হোশেয়র রাজত্বের নবম বছরে আসিরিয়া সম্রাট#17:6 সম্ভবতঃ শালমানেসের উত্তরাধিকারি 2য় সারগন শমরিয়া দখল করেন এবং ইসরায়েলীদের বন্দী করে আসিরিয়ায় নিয়ে যান। তাদের মধ্যে কিছু লোককে হালাহ্ নগরে কিছু লোককে গোশন প্রদেশের হাবোর নদীতীরে এবং কিছু লোককে মিদিয়া প্রদেশের নানা জনপদে বসতি করানো হল।
7শমরিয়ার পতনের কারণ: ইসরায়েলীরা তাদের আরাধ্য প্রভু পরমেশ্বর, যিনি তাদের মিশররাজের হাত থেকে উদ্ধার করে মিশর থেকে বার করে এনেছিলেন, তাঁর বিরুদ্ধে পাপ করেছিল। তারা অন্যান্য দেবতার পূজা করত, 8এদেশে আসার আগে এখানকার যে সমস্ত অধিবাসীকে পরমেশ্বর প্রভু বিতাড়িত করেছিলেন, ইসরায়েলীরা তাদের আচার-অনুষ্ঠান পালন করত আবার ইসরায়েলী রাজাদের প্রচলিত নিয়ম প্রথাও পালন করত। 9এবং তাদের আরাধ্য প্রভু পরমেশ্বর যে সমস্ত আচরণ নিষিদ্ধ করেছিলেন, তারা গোপনে সেইসব অন্যায় আচরণ করত। তারা তাদের ছোট্ট ছোট্ট গ্রাম থেকে শুরু করে বৃহত্তম নগর পর্যন্ত সমস্ত জায়গায় দেবস্থান প্রতিষ্ঠা করেছিল। 10প্রত্যেকটি পাহাড়ের চূড়ায় এবং প্রত্যেকটি বৃক্ষের তলায় তারা প্রস্তর স্তম্ভ ও আশেরা দেবীর মূর্তি স্থাপন করেছিল।#১ রাজা 14:23 11ইসরায়েলীদের এদেশ দেবার জন্য পরমেশ্বর যে সমস্ত জাতিকে এদেশ থেকে বিতাড়িত করেছিলেন, ইসরায়েলীরা তাদের রীতি অনুসরণ করে সমস্ত দেবস্থানে ধূপ-ধুনো দিত। এই সমস্ত পাপাচরণ করে তারা প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিল। 12‘প্রতিমাপূজা করো না’#17:12 যাত্রা 20:4–5—পরমেশ্বরের এই নিষেধাজ্ঞা তারা অমান্য করেছিল।
13প্রভু পরমেশ্বর তাঁর বার্তাবহ ও তাঁর মুখপাত্রস্বরূপ নবীদের পাঠিয়েছিলেন ইসরায়েল ও যিহুদীয়ার লোকদের সতর্ক করে দেবার জন্য। তাঁদের মাধ্যমে বলে পাঠিয়েছিলেনঃ মন্দপথ পরিত্যাগ কর। তোমাদের পূর্বপুরুষদের আমি যে বিধান ও অনুশাসন দিয়েছি এবং আমার সেবক নবীদের মারফৎ যে নির্দেশ পাঠিয়েছি, সেগুলি পালন কর। 14কিন্তু তারা সেকথা গ্রাহ্য করল না। তাদের আরাধ্য পরমেশ্বরে আস্থাহীন পূর্বপুরুষদের মত তারাও ছিল অবাধ্য একগুঁয়ে। 15তারা তাঁর অনুশাসন উপেক্ষা করল। তাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে পবিত্র চুক্তি সম্পাদন করেছিলেন সেই চুক্তি তারা ভঙ্গ করল এবং তাঁর সাবধান বাণী অগ্রাহ্য করল। এবং অলীক প্রতিমার পূজা করে নিজেরাও অন্তঃসারশূন্য হয়ে পড়ল। পরমেশ্বর তাদের প্রতিবেশী জাতিগুলিকে অনুকরণ করতে নিষেধ করা সত্ত্বেও তারা তাদের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করত। 16তারা তাদের প্রভু পরমেশ্বরের সমস্ত বিধান ভঙ্গ করে পূজা করার জন্য ধাতু দিয়ে দুটি বৃষ মূর্তি তৈরী করল, সেইসাথে দেবী আশেরারও একটি প্রতীক করল। আকাশের গ্রহ নক্ষত্র ও বেলদেবেরও পূজা করত তারা।#১ রাজা 12:28 17এই সমস্ত বিজাতীয়দের উপাস্য দেবদেবীদের কাছে তারা তাদের পুত্র-কন্যাদের হোমের আগুনে আহুতি দিত।#দ্বি.বি. 18:10#17:17 পুত্রকন্যাদের আগুনের মধ্যে দিয়ে হাঁটাত।। তারা দৈবজ্ঞ ও গণৎকারদের পরামর্শ অনুযায়ী চলত এবং প্রভু পরমেশ্বরের কাছে যে সব কাজ একান্ত ঘৃণ্য, সেইসব অন্যায় কাজে তারা সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে পড়েছিল। ফলে তিনি তাদের উপর ক্রুদ্ধ হলেন। 18ক্রোধে তিনি ইসরায়েলীদের তাঁর সান্নিধ্য থেকে দূর করে দিলেন। শুধুমাত্র যিহুদীয়া রাজ্য নিষ্কৃতি পেল। 19কিন্তু যিহুদীয়ার লোকেরাও তাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের বিধান মেনে চলত না। তারাও ইসরায়েলীদের মত অন্য জাতির কাছ থেকে নেওয়া আচার-অনুষ্ঠান অনুকরণ করত। 20প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের পরিত্যাগ করেছিলেন, তাদের দণ্ড দিয়েছিলেন, নির্দয় শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন এবং শেষপর্যন্ত তিনি তাঁর সান্নিধ্য থেকে তাদের নির্বাসন দিয়েছিলেন।
21প্রভু পরমেশ্বর যিহুদীয়া থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার পর ইসরায়েলীরা নবাটের পুত্র যারবিয়ামকে তাদের রাজা করল। যারবিয়ামের প্ররোচনায় তারা পরমেশ্বরকে পরিত্যাগ করে মহাপাপে লিপ্ত হল। 22তারা যারবিয়ামের অনুসরণে সব রকম পাপাচরণ করতে থাকল। 23শেষ পর্যন্ত নবীদের মাধ্যমে পরমেশ্বর তাদের সতর্ক করে যে কথা বলেছিলেন, তাই-ই করলেন। তাদের তিনি নিজের সান্নিধ্য থেকে দূর করে দিলেন। তাই, ইসরায়েলীরা আসিরিয়ায় নির্বাসিত হল, আজও তারা সেখানেই আছে।
ইসরায়েল রাজ্যে আসিরীয়দের বসতি স্থাপন
24আসিরিয়ার সম্রাট ব্যাবিলন, কুথ, ইব্‌হা, হামাথ, সফারভায়িম প্রভৃতি শহর থেকে লোক এনে নির্বাসিত ইসরায়েলীদের দেশ, শমরিয়ার বিভিন্ন স্থানে বসতি করালেন। এই সমস্ত জনপদ দখল করে তারা বসবাস করতে লাগল। 25এখানে আসার পর প্রথম দিকে তারা প্রভু পরমেশ্বরকে মানত না। তাই প্রভু তাদের মধ্যে এক পাল সিংহ পাঠিয়ে দিলেন। সিংহের আক্রমণে তাদের মধ্যে কিছু লোক মারা পড়ল। 26আসিরিয়ার সম্রাটের কাছে সংবাদ গেল যে তিনি যে সমস্ত লোককে শমরিয়ার বসতি করিয়েছেন, তারা সেই দেশের অধীশ্বর দেবতার বিধি-বিধান জানে না। তাই সেই দেবতা তাদের বসতিতে সিংহ পাঠিয়েছেন। সিংহেরা তাদের মেরে ফেলছে। 27তখন সম্রাট আদেশ দিলেনঃ বন্দী করে আনা পুরোহিতদের মধ্যে থেকে একজনকে সেখানে ফেরৎ পাঠাও। সে সেখানে গিয়ে বাস করুক এবং লোকদের সেই দেশের অধীশ্বর দেবতার বিধি-বিধান শিক্ষা দিক। 28কাজেই, শমরিয়া থেকে নির্বাসিত একজন পুরোহিত ফিরে এসে বেথেলে বাস করতে লাগলেন এবং সেখানে লোকদের প্রভু পরমেশ্বরের উপাসনা পদ্ধতি শিখাতে লাগলেন। 29তবে যে সব লোক শমরিয়ায় গিয়ে বসতি স্থাপন করেছিল তারা নিজেদের উপাস্য দেবতার বিগ্রহ তৈরী করে ইসরায়েলীদের প্রতিষ্ঠিত মন্দিরগুলিতে স্থাপন করে পূজা-অর্চনা করতে লাগল। 30ব্যাবিলনের লোকেরা গড়ল সুক্কোত-বেনোৎ-এর মূর্তি। কুথের লোকেরা গড়ল নেরগাল দেবতার মূর্তি। হামাথ-এর লোকেরা আশিমার মূর্তি গড়ল। 31ইবহার লোকেরা নিভাস ও টারটাকের মূর্তি গড়ল। সফারভায়িমের লোকেরা তাদের দেবতা আদ্রাম্মেলেক ও অনাম্মেলেকের কাছে তাদের শিশু সন্তানদের হোমবিলরূপে উৎসর্গ করত। 32তারা আবার প্রভু পরমেশ্বরের উপাসনাও করত বিভিন্ন দেবদেবীর পূজা-অর্চনা ও বলি উৎসর্গ করার জন্য এরা নিজেদের মধ্যে থেকে কিছু লোককে নির্বাচন করে পুরোহিতরূপে নিযুক্ত করল। 33এরা প্রভু পরমেশ্বরের উপাসনাও করত আবার নিজেদের দেশাচার,ও প্রথা অনুযায়ী নিজেদের দেব দেবীরও পূজা করত। 34তারা আজও তাদের পুরানো সংস্কার ও প্রথা অনুসরণ করে চলেছে। তারা প্রভু পরমেশ্বরকে মানে না বা উপাসনা করে না। যাঁকে প্রভু ‘ইসরায়েল’ নাম দিয়েছিলেন, সেই যাকোবের বংশধরদের পরমেশ্বর যে বিধিব্যবস্থা ও অনুশাসন দিয়েছিলেন, তাও তারা মানে না।#আদি 32:28; 35:10 35প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের সঙ্গে এক চুক্তি করেছিলেন এবং তাদের আদেশ দিয়েছিলেন, তোমরা অন্য কোন দেবতার পূজা করবে না বা তাদের উদ্দেশে বলিদান করবে না।#যাত্রা 20:5; দ্বি.বি. 5:9 36আমি প্রভু পরমেশ্বর! আমি মহা পরাক্রমে, বাহুবিস্তার করে মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি! তোমরা শুধু আমাকেই প্রণাম করবে, আমারই উদ্দেশে বলিদান করবে।#দ্বি.বি. 6:13 37আমি তোমাদের যেসব নিখিত বিধান ও অনুশাসন দিয়েছি সর্বদা তাই মেনে চলবে। কখনও অন্য দেবতাদের পূজা করবে না। 38তোমাদের সঙ্গে আমার যে চুক্তি হয়েছে তার কথা কখনও ভুলবে না। 39আমি তোমাদের প্রভু পরমেশ্বর, তোমরা শুধু আমারই বাধ্য থাকবে এবং আমিই তোমাদের শত্রুর হাত থেকে উদ্ধার করব। 40কিন্তু তারা তাঁর কথা শুনল না। তাদের পুরানো প্রথামতই চলতে লাগল।
41তারা পরমেশ্বর প্রভুর পূজা করত, আবার তাদের প্রতিমাপূজাও করত। তাদের বংশধরেরা আজও সেই প্রথাই অনুসরণ করছে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in