২ রাজাবলি 16
16
যিহুদীয়ারাজ আহস
(২ বংশা 28:1-27)
1রেমালিয়ার পুত্র ইসরায়েলরাজ পেকাহ্-র রাজত্বের সপ্তদশ বছরে যিহুদীয়ারাজ যোথামের পুত্র 2আহস কুড়ি বছর বয়সে যিহুদীয়ার রাজা হন। তিনি ষোল বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল জেরুশালেম। তিনি তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের আদর্শ অনুসরণ না করে অন্যান্য 3ইসরায়েল রাজাদের পথ অনুসরণ করে পরমেশ্বরের বিরুদ্ধে পাপাচরণ করতেন। ইসরায়েলীদের এই দেশ দেবার জন্য প্রভু পরমেশ্বর সেখানকার যে সমস্ত জাতির লোকদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন, রাজা আহস সেই সমস্ত জাতির আচার-অনুষ্ঠান অনুকরণ করতেন। এমন কি তিনি দেব প্রতিমার কাছে নিজের পুত্রকে পর্যন্ত হোমবলি রূপে উৎসর্গ করেছিলেন।#দ্বি.বি. 12:31 4পাহাড়ের উপরে ও সমস্ত গাছের তলায় রাজা আহস বলি উৎসর্গ করতেন এবং ধূপ জ্বেলে পূজা-অর্চনা করতেন।
5সিরিয়ার রাজা রেৎসিন ও ইসরায়েলরাজ পেকাহ্ জেরুশালেম আক্রমণ করে অবরোধ করেন। কিন্তু তাঁরা আহসকে পরাজিত করতে পারেন নি।#যিশা 7:1 6এই সময় ইদোমের রাজা এলাৎ নগরটি আবার দখল করে নেন এবং সেখান থেকে যিহুদীয়ার লোকদের তাড়িয়ে দেন। ইদোমীরা এলাৎ-এ এসে বসবাস করতে থাকে। আজও তারা সেখানেই আছে। 7আহস সিরিয়ার রাজা তিগলাৎ পিলেশরের কাছে দূতমুখে আবেদন জানালেনঃ আমি আপনার অনুগত দাস। আপনি এসে আমাকে সিরিয়ার রাজা ও ইসরায়েলরাজের হাত থেকে উদ্ধার করুন। তারা আমাকে আক্রমণ করেছে। 8আহস মন্দির ও রাজকোষ থেকে ধনরত্ন নিয়ে আসিরিয়ার সম্রাটের কাছে প্রণামী পাঠিয়ে দিলেন। 9তিগলাৎ পিলেশর আহসের আবেদনে সাড়া দিলেন। তিনি সৈন্য সামন্ত নিয়ে দামাসকাস আক্রমণ ও অধিকার করলেন এবং রেৎসিনকে হত্যা করে সেখানকার লোকদের বন্দী করে কীর-এ নিয়ে গেলেন।
10রাজা আহস সম্রাট তিগলাৎ পিলেশরের সঙ্গে দেখা করতে গেলেন দামাসকাসে। সেখানকার বেদীটি দেখে তিনি পুরোহিত উরিয়ের কাছে তারই ছোট্ট একটি অবিকল নক্সা পাঠিয়ে দিলেন। 11আহস দামাসকাস থেকে ফিরে আসার আগেই উরিয় সেই নক্সা অনুযায়ী একটি বেদী তৈরী করলেন। 12দামাসকাস থেকে ফিরে এসে আহস দেখলেন বেদী তৈরী। 13তখন তিনি সেই বেদীতে হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করার পর সুরা উৎসর্গ করলেন। তারপর স্বস্ত্যয়ন বলির মেষের রক্ত বেদীর উপরে ছিটিয়ে দিলেন। 14আগে প্রভুর সামনে পিতলের যে বেদীটি ছিল সেটি তাঁর স্থাপিত নতুন বেদী ও মন্দিরের মাঝখানে থাকায় পুরাতন বেদীটিকে সরিয়ে নতুন বেদীর উত্তর দিকে রাখলেন।#যাত্রা 27:1-2; ২ বংশা 4:1 15তারপর পুরোহিত উরিয়কে আদেশ দিলেন, আমার বড় নতুন বেদীতে সকালে নিয়মিত হোমবলি উৎসর্গ করবে, সন্ধ্যায় শষ্য নৈবেদ্য নিবেদন করবে। রাজা ও প্রজাদের হোমবলি ও শষ্য নৈবেদ্য, প্রজাদের পানীয় নৈবেদ্য এবং বলির রক্ত সেইখানে উৎসর্গ করা হবে। দৈব নির্দেশ লাভের জন্য পিতলের বেদীটি আমার ব্যবহারের জন্য আলাদা রেখে দেবে। 16পুরোহিত উরিয় রাজার আদেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করলেন।
17মন্দিরে ব্রোঞ্জের যে ঠেলা গাড়িগুলি ব্যবহার করা হত, রাজা আহস সেগুলি ভেঙ্গে ফেললেন এবং তার উপরে হাত ধোবার যে পাত্র লাগানো ছিল সেটি তুলে নিলেন। বারোটা ব্রোঞ্জের ষাঁড়ের পিঠের উপর ব্রোঞ্জের তৈরী যে চৌব্বাচা বসানো ছিল, সেটিও তুলে এনে একটি পাথরের থামের উপর বসালেন।#১ রাজা 7:23-39; ২ বংশা 4:2-6 18আসিরিয়ার রাজাকে খুশী করার জন্য রাজার আসনের জন্য যে উঁচু বেদী ছিল সেটিকে সরিয়ে দিলেন এবং মন্দিরে প্রবেশের জন্য রাজার ব্যক্তিগত যে তোরণটি ছিল সেটিও রাজা আহস বন্ধ করে দিলেন।
19‘যিহুদীয়ার রাজবংশের ইতিহাসে’ রাজা আহসের সমস্ত কীর্তি কাহিনীর বিবরণ লেখা আছে। 20মৃত্যুর পর রাজা আহসকে দাউদ নগরে রাজপরিবারের সমাধিভূমিতে সমাধি দেওয়া হয়। তাঁর পুত্র হিষ্কিয় তাঁর মৃত্যুর পর রাজা হন।#যিশা 14:28
Currently Selected:
২ রাজাবলি 16: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.