YouVersion Logo
Search Icon

২ রাজাবলি 15

15
যিহুদীয়ারাজ উৎসিয়
(২ বংশা 26:1-23)
1ইসরায়েলরাজ দ্বিতীয় যারবিয়ামের রাজত্বকালের সাতাশ বৎসরের সময় অমৎসিয়ের পুত্র উৎসিয় যিহুদীয়ার রাজা হন। 2তখন তাঁর বয়স ষোল বছর। তিনি জেরুশালেমে বাহান্ন বছর রাজত্ব করেন। তাঁর জননী, যিকলিয় ছিলেন জেরুশালেমের মেয়ে। 3উৎসিয় পিতা অমৎসিয়ের দৃষ্টান্ত অনুসরণে পরমেশ্বরের প্রীতিজনক আচরণই করতেন। 4কিন্তু দেবস্থানগুলি উচ্ছেদ করা হয়নি, প্রজারা তখনও সেইসব স্থানে বলিদান ও পূজা-অর্চনা করত। 5পরমেশ্বর উৎসিয়কে ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত করেছিলেন। আজীবন তিনি এই রোগে ভুগেছিলেন। তিনি রাজ্যশাসনের সমস্ত দায়দায়িত্ব পরিত্যাগ করে আলাদা একটি বাড়িতে থাকতেন। তাঁর পুত্র যোথম তাঁর হয়ে রাজ্য পরিচালনা করতেন।
6উৎসিয়ের অন্যান্য কার্যবিবরণ ‘যিহুদীয়া রাজপরিবারের ইতিহাসে’ লেখা আছে। 7মৃত্যুর পর উৎসিয়কে দাউদ নগরে রাজপরিবারের সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয়। তাঁর পুত্র যোথম তাঁর সিংহাসনে বসেন।#যিশা 6:1
ইসরায়েলরাজ সখরিয়
8যিহুদীয়ারাজ উৎসিয়ের রাজত্বকালে আটত্রিশ বছরে রাজা দ্বিতীয় যারবিয়ামের পুত্র সখরিয় ইসরায়েলের রাজা হন এবং রাজধানী শমরিয়ায় ছয় মাস রাজত্ব করেন। 9তিনি তাঁর পূর্বপুরুষদের মতই পরমেশ্বরের অপ্রীতিজনক পাপাচার করতেন। নবাটের পুত্র যারবিয়াম, যিনি ইসরায়েল জাতিকে পাপের পথে পরিচালিত করেছিলেন, সখরিয় তাঁরই দৃষ্টান্ত অনুসরণ করেন। 10যাবেশের পুত্র শাল্লুম রাজা সখরিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সর্বসমক্ষে#15:10 সেপ্টুয়াজিন্ট: ইবলিয়ামে। ২ রাজা 10; 30 দ্রষ্টব্য তাঁকে হত্যা করেন এবং তাঁর সিংহাসন অধিকার করেন।
11‘ইসরায়েল রাজকাহিনী’তে সখরিয়ের অন্যান্য কার্যবিবরণ লেখা আছে।
12রাজা যেহুকে পরমেশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেনঃ তোমার বংশধরেরা চার পুরুষ পর্যন্ত ইসরায়েলের উপর রাজত্ব করবে। এইভাবে সেই প্রতিশ্রুতি সফল হল।#২ রাজা 10:30
ইসরায়েলরাজ শাল্লুম
13যিহুদীয়ারাজ উজ্জিয়র শাসনকালের ঊনচল্লিশ বৎসরে যাবেশের পুত্র শাল্লুম ইসরায়েলের রাজা হন এবং শমরিয়ায় একমাস রাজত্ব করেন।
14গাদির পুত্র মনহেম তির্সা থেকে শমরিয়ায় গিয়ে শাল্লুমকে হত্যা করে সিংহাসন অধিকার করলেন। 15শাল্লুমের সমস্ত কার্যবিবরণ এমনকি তাঁর ষড়যন্ত্রের কথাও ‘ইসরায়েলের রাজবংশের ইতিহাসে’ লেখা আছে। 16তির্সা থেকে মনহেমের অভিযানের পথে তাপ্পুয়ার লোকেরা তাঁর কাছে আত্মসমপর্ণ না করায় তিনি সমস্ত অধিবাসীসহ তাপ্পুয়া নগর ও তার চারিদিকের সমস্ত এলাকা ধ্বংস করেন, এমনকি সেখানকার সমস্ত গর্ভবতী নারীর উদর চিরে ফেলেন।
ইসরায়েলরাজ মনহেম
17যিহুদীয়ার রাজা উজ্জিয়ন শাসন কালের ঊনচল্লিশ বৎসরে গাদির পুত্র মনহেম ইসরায়েলের রাজা হন এবং শমরিয়ায় দশ বছর রাজত্ব করেন। 18তিনিও প্রভু পরমেশ্বরের কাছে পাপ করেছিলেন। নবাটের পুত্র যারবিয়াম যেমন নিজেও আজীবন পাপ করেছিলেন এবং প্রজাদেরও পাপের পথে নিয়ে গিয়েছিলেন, সেইভাবে মনহেমও তার দৃষ্টান্ত অনুসরণ করেছিলেন। 19এই সময় আসিরিয়ার সম্রাট তিগলাৎ পিলেশর ইসরায়েল দেশ আক্রমণ করেন। মনহেম তখন তিগলাৎকে এক হাজার তালন্ত রূপো#15:19 চৌত্রিশ হাজার কিলোগ্রাম রূপো দিলেন যাতে তিনি মনহেমকে রাজ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেন। 20এই অর্থ মনহেম সংগ্রহ করেছিলেন দেশের সমস্ত ধনী লোকদের কাছ থেকে। এদের প্রত্যেককে তিনি পঞ্চাশ শেকেল রূপো দিতে বাধ্য করেছিলেন। তিগলাৎ তখন দেশে ফিরে গেলেন।
21মনহেমের সমস্ত কার্যবিবরণ ‘ইসরায়েলের রাজকাহিনী’তে লেখা আছে। 22তাঁর মৃত্যু ও সমাধির পর তাঁর পুত্র পেকাহিয়াহ্‌ রাজা হন।
ইসরায়েলরাজ পেকাহিয়াহ্‌
23যিহুদীয়ারাজ উজ্জিয়র রাজত্বকালের পঞ্চাশ বছরের সময় মনহেমের পুত্র পেকাহিয়াহ্‌ ইসরায়েলের রাজা হন। তাঁর রাজধানী ছিল শমরিয়ায়। তিনি দুই বছর রাজত্ব করেন। 24নবাটের পুত্র যারবিয়াম যেভাবে ইসরায়েল জাতিকে পাপের পথে নিয়ে গিয়েছিলেন, পেকাহিয়াহ্‌ও সেইভাবে প্রজাদের পাপের পথে নিয়ে গিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন। 25পেকাহিয়াহ্‌র সৈন্যবাহিনীর একজন সেনাপতি, রেমাহিয়ার পুত্র পেকাহ্‌ গিলিয়দের পঞ্চাশজন লোকের সঙ্গে ষড়যন্ত্র করে শমরিয়ার রাজপ্রাসাদের ভেতরের দুর্গে তাঁকে হত্যা করে তাঁর সিংহাসন অধিকার করেন।
26পেকাহিয়াহ্‌র সমস্ত কার্যবিবরণ ‘ইসরায়েলের রাজবংশের ইতিহাসে’ লেখা আছে।
ইসরায়েলরাজ পেকাহ্‌
27যিহুদীয়ারাজ উজ্জিয়ের রাজত্বের বাহান্ন বছর চলাকালে রেমালিয়াহ্-র পুত্র পেকাহ্‌ ইসরায়েলের রাজা হন। তিনি কুড়ি বছর শমরিয়ায় শাসনকার্য পরিচালনা করেন। 28তিনিও নবাটের পুত্র রাজা যারবিয়ামের মত ঈশ্বরের বিরুদ্ধে পাপাচরণ করেছিলেন, তাঁর মত তিনিও ইসরায়েলকে পাপে লিপ্ত করেন।
29ইসরায়েলরাজ পেকাহ্-র আমলে আসিরিয়ার সম্রাট তিগলাৎ পিলেশর ইয়োন, আবেল-বেথ-মাখা, জানোহ্, কেদেশ, হাৎসোর এবং গিলিয়দ, গালীল ও নপ্তালি অঞ্চল অধিকার করেন এবং সেখানকার লোকদের বন্দী করে আসিরিয়ায় নিয়ে যান।
30যিহুদীয়ারাজ উজ্জিয়ের পুত্র রাজা যোথমের রাজত্বের কুড়ি বৎসরের সময় এলার পুত্র হোশেয় রাজা পেকাহ্-র বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করে সিংহাসন অধিকার করেন। 31পেকাহ্-র সমস্ত কার্যবিবরণ ‘ইসরায়েলের রাজকাহিনীতে’ লেখা আছে।
যিহুদীয়ারাজ যোথাম
(২ বংশা 27:1-9)
32রেমালিয়ার পুত্র ইসরায়েলেরাজ পেকাহ্-র রাজত্বের দ্বিতীয় বছরে রাজা উজ্জিয়ের পুত্র যোথাম যিহুদীয়ার রাজা হন। 33তখন তাঁর বয়স পঁচিশ বছর। তিনি ষোল বৎসর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল জেরুশালেম। সাদোকের কন্যা জেরুশা ছিলেন তাঁর জননী। 34পিতা উজ্জিয়র আদর্শ অনুসরণ করে তিনি পরমেশ্বরের প্রীতিজনক আচরণ করতেন। 35কিন্তু দেবস্থানগুলির উচ্ছেদ না হওয়ায় প্রজারা সেখানে নিয়মিত বলিদান ও ধূপ-দীপ জ্বেলে পূজা-অর্চনা করতে থাকে। রাজা যোথামই মন্দিরের উত্তর দিকের তোরণদ্বার নির্মাণ করেন। 36রাজা যোথামের সমস্ত কার্যবিবরণ ‘যিহুদীয়া রাজবংশের ইতিহাসে’ লেখা আছে। 37তাঁর রাজত্বকালেই প্রভু পরমেশ্বর সর্বপ্রথম সিরিয়ার রাজা রেৎসিন ও ইসরায়েলরাজ পেকাহ্‌কে যিহুদীয়ার বিরুদ্ধে অভিযানে পাঠান। 38যোথামের মৃত্যুর পর তাঁকে দাউদ নগরে রাজবংশের সমাধিক্ষেত্রে সমাধি দেওয়া হয়। তাঁর পুত্র আহস তাঁর সিংহাসনে বসেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ২ রাজাবলি 15