২ করিন্থীয় ভূমিকা
ভূমিকা
করিন্থীয় মণ্ডলীর খ্রীষ্টভক্তদের কাছে প্রেরিত শিষ্য পৌল এই দ্বিতীয় পত্রটি লিখেছিলেন এমন এক দুঃসময়ে, যখন সেখানকার খ্রীষ্টভক্তদের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে তাঁর ব্যক্তিগত দিক সম্পর্কে সমস্যা দেখা দিয়েছিল। মণ্ডলীর কিছু সদস্য সাক্ষ্য প্রমাণসহ পৌলের বিরোধিতা করেছিল। কিন্তু পৌল গভীর আগ্রহে তাদের সঙ্গে পুনর্মিলিত হতে চেয়েছিলেন এবং তাঁর পুনর্মিলনের ইচ্ছা পূর্ণ হওয়ায় তিনি অসীম আনন্দ লাভ করেছিলেন।
পত্রের প্রথম অংশে পৌল করিন্থ মণ্ডলীর সঙ্গে তাঁর সম্পর্ক সম্বন্ধে আলোচনা করেছেন এবং ব্যাখ্যা করে বলেছেন, কেন তিনি এত তীব্রভাবে মণ্ডলীতে বিরোধ ও অপমানজনক পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং এই তীব্রতার ফলে অনুতাপ ও পুনর্মিলন সম্ভব হয়েছে বলে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তারপর তিনি মণ্ডলীর কাছে যিহুদীয়ার দরিদ্র খ্রীষ্টানদের উদার হস্তে অর্থ সাহায্য করার আবেদন জানিয়েছেন। শেষের অধ্যায়গুলিতে পৌল তাঁর প্রেরিত শিষ্যত্ব সম্বন্ধে করিন্থের কয়েকজন লোকের অপপ্রচারের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করেছেন। এই লোকগুলি নিজেদের প্রকৃত প্রেরিত শিষ্যরূপে প্রচার করত এবং পৌলকে ভণ্ড শিষ্যরূপে অভিযুক্ত করত।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1-11
পৌল এবং করিন্থ মণ্ডলী 1:12—7:16
যিহুদীয়ার খ্রীষ্টানদের জন্য অর্থ সংগ্রহ 8:1—9:15
প্রেরিত শিষ্যত্বের অধিকার সম্পর্কে পৌলের প্রতিবাদ 10:1—13:10
উপসংহার 13:11-14
Currently Selected:
২ করিন্থীয় ভূমিকা: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.