YouVersion Logo
Search Icon

১ করিন্থীয় 16

16
অর্থ সাহায্যের আবেদন
1খ্রীষ্ট ভক্তদের জন্য অর্থসাহায্য সম্পর্কে আমার বক্তব্য, আমি গালাতিয়া প্রদেশের মণ্ডলীগুলিকে যে নির্দেশ দিয়েছি তোমরা সেই নির্দেশ পালন কর।#প্রেরিত 11:29; 24:17; গালা 2:10; ২ করি 8:19 2সপ্তাহের প্রথম দিনে তোমরা নিজেদের উপার্জন থেকে কিছু অর্থ পৃথক করে সঞ্চয় করে রাখ। তাহলে আমি যখন যাব তখন তোমাদের আর অর্থ সংগ্র করতে হবে না।#প্রেরিত 20:7 3আমি যখন যাব তোমরা যাদের উপযুক্ত মনে করবে তাদের হাতে চিঠি দিয়ে আমি তোমাদের দান জেরুশালেমে পাঠিয়ে দেব। 4যদি আমারও যাওয়া প্রয়োজন মনে হয় তাহলে আমার সঙ্গেই তারা যাবে।
পরিকল্পনা ও অভিনন্দন
5ম্যাসিডোনিযা পরিক্রমা শেষ করে আমি তোমাদের কাছে যাব। কারণ আমি ম্যাসিডোনিয়া পরিভ্রমণ করতে চাই।#প্রেরিত 19:21; ২ করি 1:16 6আমি হয়তো তোমাদের কাছে কিছুদিন থাকব, হয়তো শীতকালটাও কাটাব, তারপরে আমি যেখানে যেতে চাইব সেখানে যাওয়ার ব্যাপারে তোমরা আমাকে সাহায্য করতে পারবে।#রোমীয় 15:24; তীত 3:12 7আমি এবার যাওয়ার পথে তোমাদের সঙ্গে মাত্র কিছুক্ষণের জন্য দেখাসাক্ষাৎ করতে চাই না। আমি আশা করছি, প্রভু যদি সুযোগ দেন তাহলে এবার আমি তোমাদের সঙ্গে বেশ কিছুদিন থাকব।#প্রেরিত 20:2; 18:21
8তবে পঞ্চাশত্তমীর পর্ব পর্যন্ত আমি ইফিসাসেই থাকব।#প্রেরিত 19:1-10 9কারণ এখানে অনেকের বিরোধিতা সত্ত্বেও আমার সামনে খুলে গেছে একটি বিরাট কাজের মহৎ সুযোগ। কাজটি হবে অত্যন্ত ফলপ্রসূ।#প্রেরিত 14:27; ২ করি 2:12; কল 4:3; প্রকা 3:8
10তিমথি যদি তোমাদের ওখানে যায় তাহলে দেখ যেন সে নিশ্চিন্তে তোমাদের সঙ্গে থাকতে পারে, কারণ আমার মত সেও প্রভুর কাজ করছে।#১ করি 4:17; ফিলি 2:20 11কেউ যেন তাকে তুচ্ছ মনে না করে। আমার কাছে আসার পথে তাকে শান্তিতে বিদায় দিও কারণ বিশ্বাসী ভ্রাতাদের সঙ্গে আমিও তার জন্য অপেক্ষা করছি।#১ তিম 4:12; তীত 2:15
12ভ্রাতা আপল্লো সম্পর্কে জানতে চাই যে আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম যেন তিনি আমাদের অড়্যান্য ভাইদের সঙ্গে তোমাদের কাছে যান, কিন্তু তিনি এখন যেতে কিছুতেই রাজি হলেন না। পরে সুযোগ হলে যাবেন।#১ করি 1:12; 3:6
13তোমরা সজাগ থাক, বিশ্বাসে অটল থাক, সাহসী ও শক্তিমান হও।#গীত 31:24; ফিলি 1:27; ২ থিষ 2:15; ২ শমু 10:12; ইফি 6:10 14তোমরা য কিছু কর, সবই প্রীতিপূর্ণভাবে কর।
15বন্ধুগণ, তোমরা জান যে, স্তেফানার পরিবারবর্গ আখায়া প্রদেশের প্রথম খ্রীষ্টান। তারা খ্রীষ্টভক্তদের সেবায় আত্মনিয়োগ করেছে।#রোমীয় 16:5; ১ করি 1:16 16আমার একান্ত অনুরোধ তোমরা এই ধরণের লোকদের এবং যাঁরা তাঁদের সহকারী ও কঠোর পরিশ্রম করেছেন তাঁদের বাধ্য থেক।#১ থিষ 5:12
17স্তেফানা, ফর্তুনাত এবং আখায়িক এখানে আসায় আমি খুবই আনন্দিত হয়েছি। তোমাদের অবর্তমানে তাঁরা তোমাদের অভাব পূরণ করেছেন।#২ করি 11:9 18তাঁরা নিঃসন্দেহে আমার এবং তোমাদের সকলকেই অনুপ্রাণিত করেছেন। এই ধরণের লোকদের যথাযোগ্য স্বীকৃতি দেওয়া উচিত।#ফিলি 2:29
19এশিয়া প্রদেশের মণ্ডলীগুলি তোমাদের অভিনন্দন জানাচ্ছে। আকিলা, প্রিস্কা এবং তাদের গৃহে যারা মিলিত হয় তারা সকলে প্রভুর নামে তোমাদের বিশেষ অভনন্দন জানাচ্ছেন।#প্রেরিত 18:2,18-26; রোমীয় 16:3-5 20বিশ্বাসী ভাই-বোনেরা সকলে তোমাদের অভিনন্দন জানাচ্ছেন। তোমরা পবিত্র চুম্বন দ্বারা পরস্পরকে অভিনন্দিত কর।#রোমীয় 16:16; ২ করি 13:12; ১ পিতর 5:14
21আমি স্বহস্তে তোমাদের এই পত্র লিখছি। তোমরা আমার অভিনন্দন গ্রহণ কর।#কল 4:18; ২ থিষ 3:17; গালা 6:11; ফিলীমন 19
22কেউ যদি প্রভুকে ভাল না বাসে, সে হোক অভিশপ্ত। প্রভু সত্বর এস*।#গালা 1:8-9; ফিলি 4:5; যাকোব 5:8; হিব্রু 10:37
23প্রভু যীশুর অনুগ্রহ ঘিরে রাখুক তোমাদের।#রোমীয় 16:20
24খ্রীষ্ট যীশুর নামে তোমরা সকলে আমার স্নেহাশিস নিও। —পৌল।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in