YouVersion Logo
Search Icon

২ করিন্থীয় 3

3
1আমরা কি আবার নিজেদের তদ্বির শুরু করেছি? কিম্বা অন্য কারও কারও মত আমাদেরও কি তোমাদের কাছে পরিচয়পত্র পেশ করতে হবে বা তোমাদের কাছ থেকে নিতে হবে?#২ করি 5:12; 10:1-2; রোমীয় 16:1; প্রেরিত 18:27 2তোমরাই তো আমাদের পরিচয়পত্র, হৃদয়ফলকে লিখিত লিপি যা সকলেই জানে ও পড়তে পারে।#১ করি 9:2 3তোমাদের পরিচয় তো স্পষ্ট —তোমরা খ্রীষ্টের পত্র, তাঁরই নির্দেশে তোমরা আমাদের রচনা, কালি দিয়ে লেখা নয়, জাগ্রত ঈশ্বরের আত্মা দ্বারা উৎকীর্ণ, পাষাণফলকে নয় মানুষের হৃদয়পটে।#যাত্রা 24:12; 31:18; 34:1; হিতো 3:3; 7:3; যিহি 11:19; 36:26; যির 31:33; হিব্রু 8:10
ঈশ্বর কর্তৃক স্থাপিত নতুন সম্বন্ধ
4খ্রীষ্টের জন্যই আমরা ঈশ্বরের প্রতি এই আস্থা স্থাপন করতে পেরেছি। 5এতে আমাদের নিজেদের কোন কৃতিত্ব নেই, কোন কৃতিত্ব দাবী করার যোগ্যতাও নেই, আমাদের যোগ্যতা ঈশ্বর থেকে উদ্ভূত।#২ করি 2:16 6তিনি তাঁর নতুন নিয়মের কথা প্রচারের জন্য আমাদের যোগ্য করে তুলেছেন। এই নিয়ম লিখিত বিধান নয় কিন্তু আত্মিক সম্বন্ধ। কারণ লিখন আনে মৃত্যু কিন্তু আত্মায় আছে জীবন।#যির 31:31; ১ করি 11:25; রোমীয় 7:6; 8:2; যোহন 6:63
7পাষাণ ফলকে উৎকীর্ণ বিধান মৃত্যুর বাহন হলেও তার প্রতিষ্ঠা হয়েছিল। সগৌরবে। তাই ইসরায়েলীরা মোশির উদ্ভাসিত মুখের দিকে তাকাতে পারেনি যদিও সেই গৌরবদীপ্তি ছিল বিলীয়মান।#যাত্রা 34:29-35; রোমীয় 4:15 8তাহলে আত্মিক বিধানের প্রতিষ্ঠা কি আরও বেশি গৌরবের মাঝে হবে না? 9যে বিধান দোষী সাব্যস্ত করে, তার প্রতিষ্ঠা যদি এত গৌরবময় হয় তাহলে যে বিধান নির্দোষ প্রতিপন্ন করে তার প্রতিষ্ঠা আরও কত না বেশি গৌরবমণ্ডিত হবে।#দ্বি.বি. 27:26; হিব্রু 12:18-21; রোমীয় 1:17; 3:21; হিব্রু 12:22-24 10বস্তুতঃ এক কালে যা গৌরবদীপ্ত ছিল তা এখন গৌরববিহীন হয়েছে কারণ উজ্জ্বলতর এক মহিমা তাকে করেছে ম্লান। 11যা লুপ্তপ্রায় তা যদি গৌরবদীপ্ত হয়ে থাকে তাহলে যা স্থায়ী তার গৌরবদীপ্তি হবে আরও বেশি ভাস্বর।
12এই প্রত্যাশা আছে বলেই আমরা অনেক সাহসভরে প্রচার করি। 13মোশির মত নয়, যিনি নিজের মুখ আবৃত করেছিলেন যাতে ইসরায়েলীরা সেই বিলীয়মান দীপ্তির অবসান দেখতে না পায়।#যাত্রা 34:33-35 14কিন্তু তাদের বোধশক্তি লুপ্ত হয়েছিল, আজও পুরাতন সন্ধিচুক্তি পাঠের সময় তাদের মন সেই আবরণে আবৃত থাকে। একমাত্র খ্রীষ্টকে গ্রহণ করলেই সেই আবরণ আপসারিত হয়।#রোমীয় 11:25-27 15তাই আজও যখন মোশির বিধান পাঠ করা হয় তখন তাদের মনের উপর বস্তৃত থাকে এক আবরণ। 16কিন্তু যখন কেউ প্রভুর দিকে মন ফেরায় তখন সেই আবরণ হয় অপসৃত।#রোমীয় 11:23-26; যাত্রা 34:34; যিশা 25:7 17প্রভুই সেই আত্মা। যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা#যোহন 7:39; 8:36; রোমীয় 8:2; ১ করি 15:45; ২ করি 3:6 18আমাদের সকলের অনাবৃত মুখদর্পণে প্রভুর দীপ্তি প্রতিফলিত হচ্ছে, ফলে আমরা ক্রমশঃ মহিমামণ্ডিত হয়ে তাঁরই সাদৃশ্যে রূপান্তরিত হয়ে চলেছি। স্বয়ং প্রভু, যিনি আত্মাস্বরূপ, এই রূপান্তর তাঁরই কাজ।#যাত্রা 16:7; 24:16-17; লেবীয় 9:23; রোমীয় 8:29; ১ করি 13:12; 15:49; ২ করি 4:6

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in