YouVersion Logo
Search Icon

২ করিন্থীয় 2

2
1আমি স্থির করেছিলাম যে তোমাদের দুঃখ দেবার জন্য আমি আর ওখানে যচাব না।#২ করি 7:16; 12:21; 13:২-10; ১ করি 4:21 2কারণ আমি যদি তোমাদের দুঃখ দিয়ে থাকি এবং তোমরা যদি দুঃখ পেয়ে থাক, তাহলে যাকে দুঃখ দিয়েছি সে ছাড়া আর আমাকে আনন্দ দেবার কে রইল? 3সেইজন্যই তোমাদের আমি চিঠিতে লিখেছিলাম, যাদের কাছে আমার আনন্দ পাবার কথা, ওখানে গিয়ে তাদের হাতে যেন দুঃখ না পাই। কারণ আমি জানি আমার আনন্দে তোমরাও সকলে আনন্দ পাবে। 4ভারাক্রান্ত হৃদয়ে, গভীর দুঃখে চোখের জলে তোমাদের চিঠি লিখতে বাধ্য হয়েছিলাম কিন্তু তোমাদের আমি আঘাত দিতে চাইনি, তোমাদের জন্য আমার ভালবাসা কত গভীর সেকথা জানাবার জন্যই আমি লিখেছিলাম।#প্রেরিত 20:19-31; ২ করি 7:8
অপরাধীকে ক্ষমার নির্দেশ
5তোমাদের মধ্যে কেউ যদি কাউকে দুঃখ দিয়ে থাকে তাহলে সে শুধু মাকে নয়, তোমাদেরও দুঃখ দিয়েছে। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না।#১ করি 5:1-2 6তোমাদের অধিকাংশের সম্মতিক্রমে সেই ব্যক্তিকে যে সমুচিত শাস্তি দেওয়া হয়েছে তাই তার পক্ষে যথেষ্ট। 7তোমাদের এখন উচিত তাকে ক্ষমা করা ও উৎসাহিত করা যেন সে আরও বেশি দুঃখে ভারাক্রান্ত হয়ে না পড়ে। 8আমার অনুরোধ, তাকে যে তোমরা সত্যিই ভালবাস সে কথা তাকে বুঝতে সাহায্য কর। 9তোমরা আমার সমস্ত নির্দেশ পালনে ইচ্ছুক কিনা, একথা পরীক্ষা করে জানার জন্য আমি এই চিঠি লিখেছিলাম।#২ করি 7:15; 10:6 10তোমরা যদি কাউকে ক্ষমা কর তবে আমিও তাকে ক্ষমা করব। আমি যদি কোন বিষয়ে ক্ষমা করে থাকি তাহলে খ্রীষ্টের পক্ষে তোমাদের জন্যই করেছি, 11যেন শয়তান আমাদের বিরুদ্ধে কোন সুযোগ গ্রহণ করতে না পারে। তার ছলচাতুরী আমরা ভাল করেই জানি।#লুক 22:31; ইফি 4:27; 6:11
পৌলের উদ্বেগ ও সান্ত্বনা
12খ্রীষ্টের সুসমাচার প্রচার করার জন্য আমি যখন ত্রোয়া বন্দরে গিয়েছিলাম তখন প্রভু সেখানে আমার সামনে প্রচারের একটি সুযোগ এনে দিয়েছিলাম,#প্রেরিত 14:27; ১ করি 16:9 13কিন্তু সহকারী তীতকে সেখানে দেখতে না পেয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তাই সেখানে সকলের কাছ থেকে বিদায় নিয়ে ম্যাসিডোনিয়ায় চলে এলাম।#২ করি 7:5; প্রেরিত 20:1
14ঈশ্বরকে ধন্যবাদ, আমরা খ্রীষ্টের বন্দী। বিজয় মিছিলে ঈশ্বর আমাদের পরিচালিত করেন এবং আমাদের মধ্য দিয়েই সর্বত্র খ্রীষ্টের সম্পর্কিত তত্ত্বজ্ঞানের সৌরভ বিতরণ করেন। 15কারণ যারা পরিত্রাণ লাভ করছে এবং যারা ধ্বংসের পথে এগিয়ে চলেছে, তাদের উভয়ের কাছেই আমরা হচ্ছি ঈশ্বরের উদ্দেশে নিবেদিত খ্রীষ্টের সৌরভ।#১ করি 1:18 16যারা মৃত্যুপথের পথিক তাদের কাছে সৌরভ মৃত্যুর বার্তাবহ কিন্তু যারা অমৃতপথের যাত্রী তাদের কাছে এ সৌরভ জীবনদায়ী। কিন্তু এই দায়িত্ব পালনের যোগ্যতা কার আছে?#২ করি 3:5,6 17ঈশ্বরের বাক্যকে মূলধন করে ব্যবসা অনেকেই করছে, আমরা তাদের মত নই। আমরা একনিষ্ঠভাবে ঈশ্বরের নির্দেশে ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টের প্রেরণায় প্রচার করি।#২ করি 1:12; 4:2; 11:13; ১ থিষ 2:3-5

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in