১ পিতর 5
5
খ্রীষ্টীয় জীবনের মূলমন্ত্র
1তোমাদের মধ্যে যারা মণ্ডলীর প্রবীণ পদে রয়েছ তাদের বলছি। আমি তোমাদেরই একজন এবং খ্রীষ্টের দুঃখবরণের সাক্ষী ও ভবিষ্যতে তাঁর যে মহিমা প্রকাশিত হবে তারও অংশীদার। সেই হিসাবে আমি তোমাদের অনুরোধ করছি,#২ যোহন 1:3; যোহন 1; রোমীয় 8:17; প্রকা 1:9 2ঈশ্বরের যে মেষপাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালন কর। বাধ্য হয়ে নয়, কিন্তু স্বেচ্ছায়, ঈশ্বর যেভাবে চান সেইভাবে। কোন স্বার্থসিদ্ধির জন্য নয়, কিন্তু আগ্রহভরে এই কাজ কর।#যোহন 10:12; 21:16; ফিলীমন 14; তীত 1:7-11; প্রেরিত 20:28-29; ১ তিম 3:২-7 3যারা তোমাদের দায়িত্বে আছে তাদের উপর কর্তৃত্ব করার জন নয়, কিন্তু পালের সম্মুখে আদর্শস্বরূপ হয়ে তাদের পালন কর।#যোহন 13:15; ২ করি 1:24; ফিলি 3:17; ১ থিষ 1:7; তীত 2:7
4তাহলে প্রধান পালরক্ষক যখন আবির্ভূত হবেন তখন তোমরা গৌরবের অম্লান মুকুট লাভ করবে।#১ পিতর 2:25; ১ করি 9:25; ২ তিম 4:8; হিব্রু 13:20; যাকোব 1:12 5তরুণেরা, তোমরাও ঠিক সেইভাবে বয়োজ্যেষ্ঠদের বাধে হয়ে চল। পরস্পরের প্রতি তোমাদের আচরণ নম্রতামণ্ডিত হোক, কারণ ঈশ্বর দাম্ভিকদের প্রতি বিমুখ কিন্তু বিনম্রদের করেন অনুগ্রহ।#মথি 23:12; যোহন 13:4-14; ইফি 5:21; যাকোব 4:6; হিতো 3:34; গীত 138:6 6সুতরাং ঈশ্বরের মহাপরাক্রমের সম্মুখে নতি স্বীকার কর, যথাসময়ে তিনিই তোমাদের উন্নত করবেন।#ইয়োব 22:29; যাকোব 4:10 7তোমাদের সমস্ত ভাবনাচিন্তার ভার তাঁর উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।#গীত 55:22; মথি 6:25; ফিলি 4:6
8সংযমী হও, সচেতন থাক। তোমাদের শত্রু শয়তান কাকে গ্রাস করবে সেই চেষ্টায় সিংহের মত চারিদিকে গর্জন করে বেড়াচ্ছে।#১ থিষ 5:6; যাকোব 4:7; ইফি 6:11-13 9বিশ্বাসে অটল থেকে তাকে প্রতিরোধ কর। জেনে রাখ, এ জগতে তোমাদের খ্রীষ্টান ভাইদেরও একই প্রকার নির্যাতন ভোগ করতে হচ্ছে।#২ তিম 3:12 10যীশু খ্রীষ্টের মাধ্যমে সর্ব অনুগ্রহের আধার ঈশ্বর তাঁর শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। তিনিই এই ক্ষণস্থায়ী নির্যাতন ভোগের পর তোমাদের সক্ষম, সবল, সুস্থ এবং সুপ্রতিষ্ঠিত করবেন।#১ পিতর 1:6; ১ থিষ 2:12 11যুগে যুগে চিরকাল বিরাজিত হোক তাঁরই আধিপত্য। আমেন।
উপসংহার
12সীলকে আমি বিশ্বস্ত ভ্রাতা বলে মনে করি, তাকে দিয়ে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত পত্রটি আমি লিখলাম। আমি তোমাদের উৎসাহ দিতে চাই এবং এই সাক্ষ্য দিচ্ছি যে এই-ই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ লাভের প্রকৃত পন্থা। তোমরা এই পথেই স্থির থাক।#হিব্রু 13:22
13তোমাদের মতই ঈশ্বরের মনোনীত সেই ব্যাবিলনবাসী* এবং সেই সঙ্গে আমার পুত্রপ্রতিম মার্ক তোমাদের অভিনন্দন জানাচ্ছে।#প্রেরিত 12:12-25; ২ তিম 4:11 14প্রীতিচুম্বনে তোমরা পরস্পরকে অভিনন্দিত কর।
খ্রীষ্টাশ্রিত তোমাদের সকলের মাঝে বিরাজ করুক শান্তি। #রোমীয় 16:16; ১ করি 16:20; ১ থিষ 5:26
Currently Selected:
১ পিতর 5: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.