YouVersion Logo
Search Icon

১ পিতর 4

4
শুচিতা, সংযম ও সেবা
1খ্রীষ্ট যেমন দৈহিক দুঃখকষ্ট সহ্য করেছেন, তোমরাও তেমন মানসিক প্রস্তুতি গড়ে তোল কারণ যে ব্যক্তি দৈহিক কষ্ট সহ্য করেছে সে পাপে লিপ্ত হয় না।#রোমীয় 6:7 2সে তখন বাকী জীবন জাগতিক কামনা-বাসনা পূরণের জন্য নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য জীবন যাপন করবে।#গীত 2:12; ১ যোহন 2:16-17 3তোমরা অতীতে বিজাতীয় আচার-আচরণ করে যথেষ্ট কালই তো কাটিয়েছ। তখন তোমরা ভ্রষ্টাচার, ব্যভিচার, মদের আসর, উচ্ছৃঙ্খলতা, মত্ততা এবং অলীক প্রতিমা পূজা করতে।#ইফি 2:2-3; 4:17; ১ থিষ 4:5; তীত 3:3 4তোমরা এখন আর তাদের মত উদ্দাম উচ্ছৃঙ্খল আচরণ কেন কর না, তা তারা বুঝতে পারে না বলেই তোমাদের সম্বন্ধে কটূক্তি করে। 5যিনি অচিরে জীবিত ও মৃত সকলেরই বিচার করবেন তাঁর কাছে এর জন্য তাদের জবাবদিহি করতে হবে।#প্রেরিত 10:42; রোমীয় 14:10-12; ২ তিম 4:1 6এই জন্যই মৃতদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল যেন দৈহিকভাবে সাধারণ মানুষের মত দণ্ডিত হলেও, আত্মিকভাবে তারা ঐশ্বরিক জীবন লাভ করতে পারে।#১ পিতর 3:19; ১ করি 5:5
7সব কিছুরই শেষ ঘনিয়ে আসছে, সুতরাং সুস্থির ও সংযত জীবন যাপন কর যাতে প্রার্থনায় মনোনিবেশ করতে পার।#১ করি 10:11; 7:29-31; ১ যোহন 2:18 8সর্বোপরি তোমরা পরস্পরকে গভীরভাবে ভালবেস কারণ প্রেম বহু পাপরাশি নিবারিত করে।#হিতো 10:12; ১ পিতর 1:22; যাকোব 5:19 9উদার চিত্তে অতিথি সেবা কর। তোমরা প্রত্যেকে যে যেমন বর লাভ করেছ তা-ই দিয়ে পরস্পরের সেবা কর।#হিব্রু 13:2 10এই হল ঈশ্বরের বহুবিধ অনুগ্রহপ্রাপ্ত সুযোগ্য দেওয়ানের কাজ।#লুক 12:42; ১ করি 4:1 11কেউ যদি প্রচার করতে চায় তবে সে ঈশ্বরের বাণীই প্রচার করুক। যে সেবা করতে চায়, সে ঈশ্বরের দেওয়া শক্তিতেই সেবা করুক। সর্ববিষয়ে যেন যীশু খ্রীষ্টের মাধ্যমেই ঈশ্বরের গৌরব হয়। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।#রোমীয় 3:2; 12:7; ১ করি 10:31
খ্রীষ্টের জন্য দুঃখ বরণ
12প্রিয় বন্ধুগণ, তোমাদের যাচাই করার জন্য যে অগ্নিপরীক্ষা হচ্ছে তা অস্বাভাবিক মনে করে বিচলিত হয়ো না,#১ পিতর 1:6-7 13বরং যে পরিমাণে তোমরা খ্রীষ্টের দুঃখ ক্লেশের শরিক হচ্ছ, সেই পরিমাণে আনন্দ কর যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরাও আনন্দিত ও উল্লাসিত পার।#প্রেরিত 5:41; রোমীয় 8:17; ফিলি 3:10; যাকোব 1:2 14খ্রীষ্টের নামের জন্য তোমরা যদি অপমানিত হও তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের গৌরবোজ্জ্বল আত্মা তোমাদের উপরে অধিষ্ঠিত।#১ পিতর 2:20; যিশা 11:2; গীত 89:50-51; মথি 5:11; হিব্রু 13:13 15কিন্তু তোমাদের মধ্যে কেউ যেন হত্যা, চুরি, রাহাজানি কিম্বা অন্য কোন অপরাধেরর জন দণ্ডিত না হয়। 16কেউ যদি খ্রীষ্টান বলে নির্যাতিত হয় তবে সে যেন লজ্জা বোধ না করে বরং সেই পরিচয়েই সে ঈশ্বরের জয়গান করুক।#প্রেরিত 11:26; ফিলি 1:20
17বিচারের কাল সমাগত, ঈশ্বরের আপনজনদের দিয়েই তা হবে সুরু। যদি তা প্রথমে আমাদের উপরেই আরম্ভ হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচার গ্রহণ করেনি তাদের পরিণাম কি হবে?#যিহি 9:6; যির 25:29; ২ থিষ 1:8 18ধার্মিকের পরিত্রাণ যদি এত কষ্টসাধ্য হয় তাহলে নাস্তিক ও পাপীদের গতি কি হবে?#হিতো 11:31; লুক 23:31
19সুতরাং যারা ঈশ্বরের সঙ্কল্প অনুযায়ী নির্যাতন ভোগ করে তারা সৎকর্ম করে চলুক এবং সৃষ্টিকর্তারর হাতেই জীবন সমর্পণ করুক, তিনি পরম নির্ভরযোগ্য।#গীত 31:5

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in