YouVersion Logo
Search Icon

১ রাজাবলি 5

5
মন্দির নির্মাণের প্রস্তুতি
1টায়ারের রাজা হীরাম ছিলেন দাউদের চিরদিনের বন্ধু। তিনি যখন শুনলেন শলোমন তাঁর পিতার সিংহাসনে অভিষিক্ত হয়েছেন তখন তিনি তাঁর কাছে রাজদূত পাঠালেন। 2শলোমন হীরামের কাছে বলে পাঠালেন, 3আপনি জানেন যে আমার পিতা দাউদ তাঁর চারিদিকের শত্রুদের সঙ্গে সর্বদা যুদ্ধবিগ্রহে ব্যস্ত থাকায় তাঁর প্রভু পরমেশ্বরের জন্য কোন মন্দির নির্মাণ করতে পারেন নি। তবে শেষকালে প্রভু পরমেশ্বর তাদের সকলকেই তাঁর পদানত করেছিলেন। 4এখন আমার প্রভু পরমেশ্বর সব দিক থেকেই আমাকে শান্তিতে রেখেছেন। আমার কোন শত্রু নেই, আর কোন দিক থেকে আক্রমণেরও সম্ভাবনা নেই। 5তাই আমি আমার প্রভু পরমেশ্বরের জন্য একটি মন্দির নির্মাণের সঙ্কল্প করেছি। কারণ প্রভু পরমেশ্বর আমার পিতা দাউদকে এই কথাই বলেছিলেন, তোমার স্থলে তোমার যে পুত্রকে আমি সিংহাসনে প্রতিষ্ঠিত করব, সেই আমার উদ্দেশে মন্দির নির্মাণ করবে।#২ শমু 7:12-13; ১ বংশা 17:11-12 6কাজেই, আমার জন্য লেবানন পাহাড়ে সীডার বৃক্ষ কাটতে আপনার লোকদের আদেশ দিন। আমার লোকেরা আপনার লোকদের সঙ্গে কাজ করবে। আপনার লোকদের জন্য আপনি যে মজুরী ঠিক করে দেবেন, আমি তা-ই দেব। কারণ আপনি ভাল করেই জানেন, কাঠ কাটার ব্যাপারে আপনার সীদোনী লোকদের মত আমাদের লোকেরা দক্ষ নয়।
7শলোমনের বার্তা শুনে হীরাম খুব আনন্দিত হয়ে বললেন, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ হোক যে তিনি এই মহান জাতির উপর রাজত্ব করার জন্য দাউদকে একটি জ্ঞানবান পুত্র দিয়েছেন। 8হীরাম তারপর শলোমনের কাছে সংবাদ পাঠিয়ে বললেন, আপনার প্রেরিত বার্তা আমি পেয়েছি। সীডার ও দেবদারু কাঠের ব্যাপারে আমি আপনার সমস্ত চাহিদা পূরণ করব। 9আমার লোকেরা সেগুলি লেবানন পাহাড় থেকে নামিয়ে সমুদ্র পর্যন্ত নিয়ে যাবে। তারপর সেখান থেকে কাঠগুলি ভেলা বেঁধে সমুদ্রপথে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবার ব্যবস্থা করব। সেখানে সেগুলি খুলে দেওয়া হবে। তারপর আপনার লোকেরা কাঠগুলি সংগ্রহ করে নিয়ে যাবে। এর বিনিময়ে আপনাকে আমার রাজবাড়ীর লোকদের খাদ্য জোগানের ব্যবস্থা করে দিতে হবে।
10হীরাম এইভাবে শলোমনের চাহিদামত সমস্ত সীডার দেবদারু কাঠ সরবরাহ করতে লাগলেন 11এবং শলোমন প্রতি বছর হীরামের রাজবাড়ীর জন্য দুশো হাজার কোর গম#5:11 দুহাজার মেট্রিক টন এবং দুশো হাজার কোর#5:11 চারশো হাজার লিটার খাঁটি জলপাই তেল জোগানের ব্যবস্থা করে দিলেন।
12প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী শলোমনকে প্রজ্ঞা দান করেছিলেন। হীরাম ও শলোমনের মধ্যে প্রীতির সম্পর্ক অটুট ছিল। তাঁরা দুজনে একটা সন্ধিচুক্তি করেছিলেন।
13রাজা শলোমন বেগার খাটার জন্য সমগ্র ইসরায়েল জাতির মধ্যে থেকে ত্রিশ হাজার লোক সংগ্রহ করেছিলেন। 14অদোনিরামকে তিনি এদের অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন। এই মজুরদের তিনি দশ হাজার করে তিনটি ভাগে ভাগ করেছিলেন এবং প্রতেক দল একমাস করে লেবাননে এবং দুমাস করে বাড়িতে থাকত।#১ রাজা 12:18 15এ ছাড়াও শলোমন পাহাড়ী অঞ্চলে পাথর কাটার জন্য আশি হাজার মজুর এবং সেগুলি বয়ে আনবার জন্য সত্তর হাজার মজুর নিযুক্ত করেছিলেন। 16কুলি-মজুরদের কাজকর্ম তদারক করার জন্য শলোমন তিন হাজার তিনশো কর্মচারী নিযুক্ত করেছিলেন। 17রাজার আদেশে তারা মন্দিরের ভিত্তি স্থাপন করার জন্য বিরাট বিরাট মূল্যবান পাথর কেটে তুলেছিল। 18শলোমন ও হীরামের রাজমিস্ত্রীরা এবং বিবলস#5:18 প্রাচীন নাম গেবাল শহরের লোকেরা মন্দির নির্মাণের জন্য কাঠ এবং পাথর কেটে সমস্ত সাজ-সরঞ্জাম তৈরী করেছিল।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in