YouVersion Logo
Search Icon

১ রাজাবলি 4

4
শলোমনের কর্মচারীবৃন্দ
1শলোমন সমগ্র ইসরায়েল জাতির রাজা হলেন। 2নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন তাঁর উচ্চপদস্থ কর্মচারী:
3পুরোহিত সাদোকের পুত্র অসরিয় ছিলেন পঞ্জিকা নির্মাতা।
শিসার পুত্র ইলিহোরফ ও অহিয় ছিলেন তাঁর সচিব। অহিলুদের পুত্র যিহোশাফট ছিলেন নথিপত্রের রক্ষক। 4যিহোয়াদার পুত্র বনায় ছিলেন প্রধান সেনাপতি। সাদোক এবং অবিয়াথর ছিলেন পুরোহিত।
5নাথানের পুত্র অসরিয় ছিলেন স্বরাষ্ট্র সচিব। নাথানের পুত্র পুরোহিত সাবুদ ছিলেন রাজার পরামর্শদাতা।
6অহিসার ছিলেন রাজপ্রসাদের অধ্যক্ষ। অবদের পুত্র অদোনিরাম ছিলেন বাধ্যতামূলকভাবে শ্রমিকদের নিয়োগকর্তা।
7শলোমন ইসরায়েল বারোজন রাজ্যপাল নিযুক্ত করেছিলেন। রাজা এবং রাজপরিবারের জন্য এঁরা খাদ্য সরবরাহ করতেন। প্রত্যেককে বছরে একমাস খাদ্য সরবরাহ করতে হত। 8এই বারোজনের নাম ও তাঁদের অধীনস্থ প্রদেশগুলির নাম এই:
বেনহুর: ইফ্রয়িমের পার্বত্য অঞ্চল
9বেনদেকার: মাকাস অঞ্চল, শালবিম,বেথ-শেমেল, ও এলোন-বেথ-হানান।
10বেনহেসেদ: আরুব্বোথ। সোকোহ্‌ এবং সমস্ত হেফের এলাকা।
11বেন অবিনাদব: নাফাৎদোর অঞ্চল। ইনি শলোমনের কন্যা তাফাৎকে বিবাহ করেছিলেন।
12আলিহুদের পুত্র বানা: তানাক, মেগিদ্দো, যিষ্‌রিয়েল দক্ষিণে যারেথান শহরের পার্শ্ববর্তী সমগ্র বেথশেয়ান এলাকা এবং বেথশেয়ান থেকে আবেল মেহলাহ্‌ ও যকনিয়াম পর্যন্ত সমগ্র অঞ্চল।
13বেনগেবের: রামোৎ গিলিয়দ। এটি হল মনঃশির বংশধর যায়ীর গোষ্ঠীর এলাকা এবং বাশানের আর্গোব অঞ্চল। সর্বমোট ষাটটি প্রাচীর ঘেরা ও দরজায় পিতলের খিল লাগানো নগর
14ইদ্দোর পুত্র অহিনাদব: মহনায়িম অঞ্চল।
15অহিমাস: নপ্তালি অঞ্চল। ইনি শলোমনের আর একটি কন্যা বাসেমাৎকে বিবাহ করেছিলেন।
16হুশয়ের পুত্র বানা: আশের অঞ্চল এবং বিয়ালত নগর।
17পরুয়ার পুত্র যিহোশাফট: ইসাথর অঞ্চল।
18এলার পুত্র শিমিয়ি: বিন্যামীন অঞ্চল।
19উরির পুত্র গেবের: গিলিয়দ প্রদেশ, যা ছিল এককালে ইমোরীদের রাজা সীহোন এবং বাশানের রাজা ওগের এলাকা
এই বারোজন ছাড়াও সমগ্র রাজ্যের#4:19 যিহুদীয়া দেশ উপরে ছিলেন একজন প্রধান অধ্যক্ষ।
শলোমনের সমৃদ্ধি
20যিহুদীয়া এবং ইসরায়েল দেশের জনসংখ্যা সমুদ্রতীরের বালুকারাশির মত অগণিত হয়ে উঠল। খাওয়া-দাওয়া, আমোদ-আহ্লাদে সুখেই তাদের দিন কাটছিল। 21ইউফ্রেটিস নদীতীর থেকে ফিলিস্তিয়া এমন কি মিশরের সীমা পর্যন্ত শলোমনের রাজ্য বিস্তৃত হয়েছিল। শলোমনের জীবনের শেষদিন পর্যন্ত প্রজারা তাঁকে কর দিত এবং তাঁর বশ্যতা স্বীকার করেছিল#আদি 15:18; ২ বংশা 9:26
22শলোমনের প্রাসাদের জন্য দৈনিক খাদ্য সরবরাহের পরিমাণ ছিল ত্রিশ কোর#4:22 পাঁচ হাজার কিলোগ্রাম ময়দা, ষাট কোর#4:22 দশ হাজার কিলোগ্রাম আটা, 23দশটি হৃষ্টপুষ্ট বৃষ, সদ্য মাঠ থেকে আনা পালের কুড়িটা গরু, আর একশো মেষ। এছাড়াও ছিল হরিণ, কৃষ্ণসার হরিণ ও হাঁস-মুরগী।
24ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে তিপ্‌শা থেকে গাজা পর্যন্ত সমস্ত রাজ্যের উপর তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ইউফ্রেটিসের পশ্চিম পারের সমস্ত রাজা তাঁর অধীনতা স্বীকার করেছিলেন, রাজ্যের সর্বত্র শান্তি বিরাজিত ছিল। 25শলোমন যতদিন বেঁচেছিলেন ততদিন দান থেকে বেরশেবা পর্যন্ত যিহুদীয়া ও ইসরায়েলের সকলে নিরাপদে ছিল এবং প্রত্যেকে নিজেদের দ্রাক্ষা ও ডুমুর ক্ষেত ভোগদখল করত। 26শলোমনের অশ্বশালায় চল্লিশ হাজার#4:26 সেপ্টুয়াজিন্ট: চার হাজার রথের ঘোড়া ও অশ্বারোহী সৈন্য (২ বংশা 9:25) রথের ঘোড়া এবং বারোহাজার যুদ্ধের ঘোড়া ছিল।#১ রাজা 10:26; ২ বংশা 1:14; 9:25 27শলোমন ও তাঁর রাজপ্রাসাদের সকলের জন্য তাঁর নিযুক্ত রাজ্যপালেরা প্রত্যেকে তাঁদের নির্দিষ্ট মাসে যথেষ্ট পরিমাণে খাদ্য জোগান দিতেন। কোন কিছুর ঘাটতি পড়ত না। 28তাঁরা নিজেদের দায়িত্বে ঘোড়া ও অন্যান্য ভারবাহী পশুদের জন্য যব ও খড় সরবরাহ করতেন।
29ঈশ্বর শলোমনকে দিয়েছিলেন অপরিমেয় জ্ঞান ও বিচক্ষণতা। তাঁর হৃদয়ে দিয়েছিলেন আকাশের মত অসাধারণ উদারতা। 30জ্ঞান গরিমায় শলোমন মিশর তথা প্রাচ্যের সমস্ত প্রাজ্ঞ ব্যক্তিদেরও ছাড়িয়ে গিয়েছিলেন। 31তিনি ছিলেন সকলের চেয়ে জ্ঞানী, ইষ্‌রাহীয় এথান, মাহোলের পুত্র হেমান, কালকোল এবং দর্দা—এঁদের সকলের চেয়ে জ্ঞানী ছিলেন শলোমন। তাঁর সুখ্যাতি চারিদিকে সর্বজাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল।#গীত 89 (শিরোনাম) 32তিনি তিন সহস্র প্রবাদ বাক্য ও সহস্রাধিক গীত রচনা করেছিলেন।#হিতো 1:1; 10:1; 25:1; পরম 1:1 33লেবাননের সীডার বৃক্ষ থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব লতা পর্যন্ত যাবতীয় উদ্ভিদের বর্ণনা তিনি দিতে পারতেন। আবার পশু-পাখী সরীসৃপ ও মাছদের বিষয়ে তাঁর জ্ঞানের অভাব ছিল না। 34পৃথিবীর সর্বজাতির লোকেরা তাঁর কাছে জ্ঞানের কথা শুনতে আসত এবং সবদেশের রাজারা তাঁর জ্ঞানের সুখ্যাতি শুনে তাঁর কাছে উপঢৌকন পাঠাতেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ১ রাজাবলি 4