YouVersion Logo
Search Icon

১ রাজাবলি 12

12
উত্তরাঞ্চলের ইসরায়েলী গোষ্ঠীদের বিদ্রোহ
(২ বংশা 10:1-9)
1উত্তরাঞ্চলের ইসরায়েলী রহবিয়ামকে রাজপদে অভিষিক্ত করার জন্য শেখেমে একত্রিত হয়েছিল,তাই রহবিয়াম শেখেমে গেলেন। 2নবাটের পুত্র যারবিয়াম (যিনি শলোমনের ভয়ে মিশরে পালিয়ে গিয়েছিলেন) এই সংবাদ পেয়ে ফিরে এলেন মিশর থেকে। 3লোকেরা দূত পাঠিয়ে তাঁকে ডেকে আনল এবং তাঁকে নিয়ে সকলে রহবিয়ামের কাছে গিয়ে বলল, 4আপনার পিতা শলোমন আমাদের সঙ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করতেন এবং আমাদের উপরে দুরূহ কাজের বোঝা চাপিয়ে দিয়েছেন। যদি আপনি এই বোঝা হালকা করে দেন এবং আমাদের স্বচ্ছন্দে জীবনযাপন করার সুযোগ দেন, তাহলে আমরা আপনার অনুগত প্রজা হয়ে থাকব।
5রহবিয়াম বললেন, তিনদিন পরে এস, এর উত্তর পাবে। তারা চলে গেল।
6রাজা রহবিয়াম তাঁর পিতা শলোমনের আমলের প্রবীণ অমাত্যদের কাছে পরামর্শ চাইলেন,এদের আমি কি উত্তর দেব? আপনাদের মতামত কি? 7তাঁরা বললেন, আপনি যদি এই প্রজাদের সুখে স্বাচ্ছন্দে পালন করতে চান তাহলে তাদের অনুরোধ রাখুন। তারা চিরকাল আপনার অনুগত থাকবে। 8কিন্তু রহবিয়াম প্রবীণ অমাত্যদের পরামর্শ অগ্রাহ্য করে তাঁর সমবয়সী সঙ্গী তরুণ অমাত্যদের পরামর্শ চাইল। 9বলল, প্রজারা তাদের উপর চাপানো কাজের বোঝা আমাকে হালকা করে দিতে বলছে, তাদের আমি কি উত্তর দেব? তোমরা কি বল?
10তারা বলল, ওদের আপনি বলবেন, আমার কড়ে আঙ্গুলটা আমার বাবার কোমরের চেয়েও মোটা। 11আমার বাবা তোমাদের উপর ভারী বোঝা চাপিয়েছিলেন। আমি সেই বোঝা আরও ভারী করে দেব। তোমাদের তিনি সাধারণ চাবুক দিয়ে মারতেন। আমি তোমাদের কশা দিয়ে প্রহার করব।
12রাজার কথা মত তিনদিন পরে যারবিয়াম লোকদের সঙ্গে নিয়ে রাজা রহবিয়ামের কাছে এলেন। 13রাজা প্রবীণ অমাত্যদের কথা অগ্রাহ্য করে 14তরুণ অমাত্যদের পরামর্শ মত রূঢ়স্বরে বললেন, আমার পিতা তোমাদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, আমি তা আরও ভারী করে দেব। তিনি তোমাদের সাধারণ চাবুক দিয়ে মারতেন, আমি তোমাদের কশা দিয়ে প্রহার করব।
15শীলো নিবাসী নবী অহিয়র মাধ্যমে পরমেশ্বর নবাটের পুত্র যারবিয়ামকে যে কথা বলেছিলেন তা সফল করার জন্যই ঈশ্বরের ইচ্ছাতেই প্রজাদের আবেদনে রাজা কান দিলেন না।
16প্রজারা যখন দেখল, রাজা তাদের কথায় কান দিলেন না তখন তারা চীৎকার করে বলতে লাগল, দাউদ ও তাঁর বংশ নিপাত যাক্‌। তারা আমাদের জন্য কী করেছে? এস ইসরায়েলী ভাইসব, আমরা ঘরে ফিরে যাই। দাউদের বংশধর নিজের ব্যাপার নিজে সামলাক।#২ শমু 20:1
17রহবিয়াম যিহুদা গোষ্ঠীর এলাকাভুক্ত ইসরায়েলীদের রাজা হয়ে রইলেন, বাকী ইসরায়েলীরা বিদ্রোহ ঘোষণা করল।
18তখন রাজা রহবিয়াম তাঁর বেগার মজুরদের সর্দার আদোনিরামকে ইসরায়েলীদের কাছে পাঠালেন কিন্তু তারা তাকে পাথর মেরে হত্যা করল। এই দেখে রাজা রহবিয়াম তাড়াতাড়ি রথে উঠে কোন ক্রমে জেরুশালেমে পালিয়ে গেলেন। 19সেইদিন থেকে ইসরায়েলীরা আজও দাউদ বংশের বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে।
20ইসরায়েলীরা যখন শুনল যে যারবিয়াম মিশর দেশ থেকে ফিরে এসেছেন তখন তারা তাঁকে এক জনসভায় আমন্ত্রণ করে আনল এবং তাঁকে ইসরায়েলের রাজপদে প্রতিষ্ঠিত করল। একমাত্র যিহুদা গোষ্ঠীর লোকেরাই দাউদ বংশের অনুগত হয়ে রইল।
শময়িয়র মাধ্যমে পরমেশ্বরের নির্দেশ
(২ বংশা 11:1-4)
21রহবিয়াম জেরুশালেমে ফিরে এসে উত্তরাঞ্চলের ইসরায়েলী গোষ্ঠীদের হাত থেকে রাজ্য পুনরুদ্ধার করার জন্য যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর সবচেয়ে সেরা এক লক্ষ আশি হাজার নিপুণ যোদ্ধা সংগ্রহ করলেন। 22কিন্তু ঈশ্বর শময়িয়কে বললেন, 23রহবিয়াম এবং যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর সমস্ত লোককে বল: 24প্রভু পরমেশ্বর বলেছেন, তোমরা নিজেদের ইসরায়েলী ভাইদের সাথে যুদ্ধ করো না। সকলে বাড়ি ফিরে যাও। এ ঘটনা আমার ইচ্ছাতেই ঘটেছে। তখন তারা পরমেশ্বরের আদেশ অনুযায়ী বাড়িতে ফিরে গেল।
যারবিয়ামের অধঃপতন
25রাজা যারবিয়াম ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের শহর শেখেমে দুর্গ নির্মাণ করে সেখানে কিছুদিন বাস করলেন। তারপর সেখান থেকে পনুয়েলে গিয়ে সেখানেও দুর্গ-শহর নির্মাণ করলেন।
26-27যারবিয়াম ভাবলেন, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দাউদকুলের হাতেই আবার রাজ্য চলে যাবে। কারণ আমার প্রজারা জেরুশালেমে প্রভুর মন্দিরে যদি বলি উৎসর্গ করতে যায়, তাহলে তাদের মনও তাদের রাজা যিহুদীয়ারাজ রহবিয়ামের দিকেই আকৃষ্ট হবে। তখন তারা আমাকে হত্যা করে যিহুদীয়ারাজ রহবিয়ামের পক্ষে চলে যাবে।
28এইসব কথা ভেবে যারবিয়াম সোনার দুটি বাছুর তৈরী করালেন এবং তাঁর প্রজাদের বললেন, জেরুশালেমে উপাসনা করতে যাওয়া তোমাদের পক্ষে কষ্টসাধ্য। তাই হে ইসরায়েল, এই দেখ তোমাদের দেবতাদ্বয়। এঁরাই তোমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছিলেন।#যাত্রা 32:4
29এই মূর্তি দুটির একটিকে তিনি বেথেলে এবং অন্যটিকে দান-এ প্রতিষ্ঠিত করলেন।
30লোকেরা বেথেল এবং দান-এ গিয়ে পূজা করতে লাগল। ফলে পাপাচার ঘটল। 31যারবিয়াম পাহাড়ের চূড়াগুলিতেও মন্দির নির্মাণ করলেন এবং লেবী গোষ্ঠী ছাড়া অন্যান্য গোষ্ঠীর লোকদেরও পুরোহিত নিযুক্ত করলেন।
32যিহুদীয়ার উৎসবের অনুকরণে অষ্টম মাসের পঞ্চদশ দিনে যারবিয়ামও একটি ধর্মীয় উৎসবের প্রচলন করলেন। বেথেলের বেদীতে প্রতিষ্ঠিত তাঁর গড়া সোনার বাছুরের সামনে বলি উৎসর্গ করলেন এবং অন্যান্য মন্দিরগুলিতে তাঁর নিযুক্ত পুরোহিতদের সেইদিন বেথেলের ক্রিয়া-কর্মে নিযুক্ত করলেন।#লেবীয় 23:33-34
33প্রতি বছর তাঁর নির্ধারিত অষ্টম মাসের পঞ্চদশ দিনে তিনি বেথেলে যেতেন এবং বেদীতে বলি#12:33 হিব্রু শব্দ: ইসরায়েলীদের নির্বাসনের আগে উল্লিখিত হিব্রু শব্দটি ‘বলি উৎসর্গ’ হিসাবে ব্যবহৃত হত কিন্তু নির্বাসনের পরে এর অর্থ পরিবর্তিত হয়ে ‘ধূপ জ্বালানো’ রূপে ব্যবহৃত হতে থাকে। উৎসর্গ করে তাঁর প্রচলিত উৎসব পালন করতেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ১ রাজাবলি 12