১ বংশাবলি 5
5
রূবেণের বংশতালিকা
1যাকোবের জ্যেষ্ঠপুত্র রূবেণের বংশতালিকা: (রূবেণ তার পিতার শয্যা কলুষিত করেছিল বলে তার জ্যেষ্ঠাধিকার হারিয়েছিল। এই জ্যেষ্ঠাধিকার পেয়েছিল যাকোবের অপর পুত্র যোষেফের সন্তানেরা। তাই জন্ম অনুসারে বংশতালিকায় তার নাম লেখা হয় নি।#আদি 35:22; 49:3-4 2যিহুদা গোষ্ঠীর লোকেরা যদিও অন্যান্য গোষ্ঠীর চয়ে শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই গোষ্ঠী থেকেই রাজাদের অভ্যুত্থান হয়েছিল, তবুও উত্তরাধিকার ছিল যোষেফ গোষ্ঠীর)।#আদি 49:8-10 3যাকোবের জ্যেষ্ঠপুত্র রূবেণের চারটি পুত্র: হনোক, পাল্লু, হিষ্রোণ ও কর্মি।
4-6যোয়েলের বংশ: শিমাইয়, গোগ শিমিয়ি, মীখা, রায়া, বেল এবং বেরাহ। আসিরিয়ার সম্রাট তিগ্লাৎ-পিলেশর রূবেণ গোষ্ঠীর নায়ক বেরাহ্কে বন্দী করে নির্বাসিত করেছিলেন।#২ রাজা 15:29
7রূবেণ গোষ্ঠীর বংশতালিকায় নিম্নলিখিত গোষ্ঠীপতিদের নাম পাওয়া যায়। যিইয়েল, সখরিয় 8এবং যোয়েল গোষ্ঠীর শেমার পৌত্র ও আসসের পুত্র বেলা। এই গোষ্ঠীর লোকেরা অরোয়ের-এ এবং নেবো ও বেলমেয়োনের উত্তরাঞ্চলে বাস করত। 9গিলিয়দ প্রদেশে তাদের বিরাট পশুপাল ছিল। তাই তারা ইউফ্রেটিস নদীর দিকে মরু অঞ্চলের পূর্বপ্রান্ত পর্যন্ত অধিকার করেছিল।
10রাজা শৌলের রাজত্বকালে রূবেণ গোষ্ঠীর লোকেরা হগরাতী উপজাতির লোকদের আক্রমণ করে এবং যুদ্ধে বধ করে গিলিয়দ প্রদেশের পূর্বাঞ্চলে তাদের বাসভূমি দখল করে নেয়।
গাদের বংশতালিকা
11গাদ গোষ্ঠীর লোকেরা রূবেণ গোষ্ঠীর এলাকার উত্তরে বাশান প্রদেশে বাস করত। তাদের এলাকা পূর্বে সলখা পর্যন্ত বিস্তৃত ছিল। 12যোয়েল ছিলেন এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং শাফম ছিলেন এই গোষ্ঠীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। যানায় এবং শাফট ছিলেন বাশানের অন্যান্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। 13এই গোষ্ঠীর অন্যান্য লোকেরা ছিল নিম্নলিখিত সাতটি গোত্রের মানুষ: মিখায়েল, মসুল্লম, শেবা, যোরাই, যাকন, সিয় এবং এবর। 14এরা ছিল হুরির পুত্র অবিহাইলের বংশধর। এদের পূর্বপুরুষদের বংশতালিকা দেওয়া হলঃ অবিহাইল, যারোয়া, গিলিয়দ, মিখায়েল, যিশিশয়, যহ্দো, বুষ। 15গুণির পৌত্র অব্দিয়েলের পুত্র অহি ছিল এইসব গোত্রের নেতা। 16এরা বাশান ও গিলিয়দ প্রদেশের নগরগুলিতে ও শারোণের তৃণভূমিতে বাস করত। 17(যিহুদীয়ারাজ যোথাম ও ইসরায়েল রাজ দ্বিতীয় যারবিয়ামের আমলে এই বংশতালিকা সঙ্কলিত হয়েছিল।)
পূর্বাঞ্চলের গোষ্ঠীসমূহের সৈন্যবাহিনী
18রূবেণ,গাদ ও পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর সৈন্যসংখ্যা ছিল চুয়াল্লিশ হাজার সাতশো ষাট। এরা ঢাল তরোয়াল ও তীর-ধনুক চালনায় নিপুণ ছিল। 19এরা হগরাতী, যিটুর, নাফিশ এবং নোদবের বিরুদ্ধে অভিযান করেছিল। 20এরা ঈশ্বরে নির্ভরশীল ছিল এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করেছিল। ঈশ্বর তাদের প্রার্থনা পূর্ণ করেছিলেন এবং হগরাতী উপজাতি ও তাদের মিত্রদের বিরুদ্ধে তাদের জয়যুক্ত করেছিলেন। 21এরা শত্রুদের পঞ্চাশ হাজার উট, দুলক্ষ পঞ্চাশ হাজার মেষ এবং দুহাজার গাধা লুট করে নিয়েছিল এবং এক লক্ষ লোককে বন্দী করেছিল। 22শত্রুপক্ষের বহু লোককে তারা হত্যা করেছিল কারণ এই যুদ্ধ ছিল ঈশ্বরের অভিপ্রেত নির্বাসনের#5:22 নির্বাসনঃ প্রায় খ্রীষ্টপূর্ব 733 সালে আসিরীয়রা উত্তর ইসরায়েল এবং জর্ডন নদীর পূর্বপারে ইসরায়েলী অঞ্চল অধিকার করে নেয় এবং ইসরায়েলীদের দেশ থেকে নির্বাসন দেয়। দ্রষ্টব্য: ২ রাজা 15:29 আগে পর্যন্ত তারা এই অঞ্চলে বাস করেছিল।
পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠী
23পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর লোকেরা বাশান প্রদেশের উত্তরে বেল-হারমোন, সনির এবং হারমোন পর্বত পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বসতি স্থাপন করে। তাদের জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। 24নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন এই গোষ্ঠীর প্রধানঃ এফর, যিশি, ইলিয়েল, অস্রিয়েল, যিরমিয়, হোদভিয় এবং যাহ্দিয়েল। এঁরা ছিলেন গোষ্ঠীর বিখ্যাত যোদ্ধা ও নেতা।
পূর্বাঞ্চলের গোষ্ঠীসমূহের নির্বাসন
25এই অঞ্চলের লোকেরা তাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। তারা তাঁকে পরিত্যাগ করে সেইসব জাতির দেব-দেবীর আরাধনা করত যেসব জাতিকে ঈশ্বর দেশ থেকে বিতাড়িত করেছিলেন। 26তাই ঈশ্বর আসিরিয়ার সম্রাট পুলকে (ইনি তিগ্লাৎ পিলেশর নামেও খ্যাত) দিয়ে তাদের দেশ আক্রমণ করালেন। তিনি রূবেণ, গাদ ও পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর লোকদের নির্বাসিত করলেন এবং তাদের গোশন নদীর তীরে হেলহ্, হাবোর ও হারা অঞ্চলে স্থায়ীভাবে বসতি করালেন।#২ রাজা 15:19,29; 17:6
Currently Selected:
১ বংশাবলি 5: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.