YouVersion Logo
Search Icon

১ বংশাবলি 6

6
প্রধান পুরোহিতদের বংশতালিকা
1লেবীর তিন পুত্র: গের্শোন, কহাৎ ও মরারি।
2কোহাৎ-এর চার পুত্র: অম্রম, যিষিহর, হিব্রোণ ও উষিয়েল।
3অম্রমের দুই পুত্র: হারোণ ও মোশি এবং এক কন্যা মিরিয়াম।
হারোণের চার পুত্র: নাদব, অবিহু,ইলিয়াসর এবং ইথামর।
4পুরুষানুক্রমে ইলিয়াসরের বংশতালিকা: পিনহস, অবিশুয়া, 5বুক্কি, উষি, 6সরহিয়া, মরায়োৎ, 7অমরিয়, অহিটুব, 8সাদোক, অহিমাস, 9অসরিয়, যোহানন, 10অসরিয় (ইনি জেরুশালেমে রাজা শলোমনের নির্মিত মন্দিরে পৌরোহিত্য করতেন) 11অমরিয়, অহিটুব, 12সাদোক, শল্লুম, 13হিল্কিয়, অসরিয় 14সরায়, যিহোসাদোক। 15যিহুদীয়া ও জেরুশালেমের যে সমস্ত অধিবাসীকে প্রভু নির্বাসিত করেছিলেন, রাজা নেবুকাডনেজার যিহোসাদোককে তাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন।
লেবীর অন্যান্য বংশধর
16লেবীর তিন পুত্র: গের্শোম হাৎ ও মরারি। 17এদের প্রত্যেকেরই পুত্র সন্তান ছিল। গের্শোনের দুই পুত্র: লিবনি ও শিমিয়ি, 18কোহৎ-এর চার পুত্র: অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েল। 19মরারির দুই পুত্র: মাহ্‌লি ও মুশি।#যাত্রা 6:16-19
20গের্শোনের পুরুষ পরম্পরায় বংশতালিকা: লিবনি, যহৎ, সিম্মহ্, 21যোয়াহ্, ইদ্দো, সেরাহ্, যিয়থ্রয়।
22কোহাৎ-এর পুরুষ পরম্পরায় বংশতালিকা: অম্মিনাদব, কোরহ্, অসীর, 23এলাকানা, ইবিয়াসফ, অসীর, 24তহাৎ, উরিয়েল উষিয় ও শৌল।
25এলাকানার দুই পু্ত্র: অমাশয় ও অহিমোৎ। 26অহিমোৎ-এর পুরুষ পরম্পরায় বংশতালিকা: এল্‌কানা, সোফি, নহাৎ, 27ইলিয়াব, যেরোহাম, এলকানা।
28শমুয়েলের দুই পুত্র: জ্যেষ্ঠপুত্র যোয়েল#6:28 হিব্রুতে এই নাম নেই। কোন কোন প্রাচীন অনুবাদে পাওয়াযায়। (১ শমুয়েল 8:2 পদ দ্রষ্টব্য) ও কনিষ্ঠপুত্র অবিয়।
29পুরুষ পরম্পরায় মরারির বংশতালিকা: মহ্‌লি, লিবনি, শিমিয়ি,উষাহ্, 30শিমিয়, হগ্গিয়, অসায়।
মন্দিরের গায়কদল
31জেরুশালেমে চুক্তিসিন্দুক আনার পর রাজা দাউদ মন্দিরে ভজন গান করার জন্য নিম্নলিখিত লোকদের নিযুক্ত করেছিলেন। 32রাজা শলোমন মন্দির নির্মাণ করার আগে সম্মিলন শিবিরে তারা নিয়মিত পালা করে কাজ করত। 33এই কাজে যারা নিযুক্ত হয়েছিল তাদের বংশতালিকা: কহাৎ গোষ্ঠী: যোয়েলর পুত্র হেমন, ইনি প্রথম গায়কদলের পরিচালক। যাকোব পর্যন্ত তাঁর ঊর্ধ্বতন পূর্বপুরুষদের তালিকা: হেমন, যোয়েল, শমুয়েল, 34এল্‌কানা, যিরোহম, ইলিয়েল, তোয়া, 35সুফ, এল্‌কানা, মাহৎ, অমাশই, 36এলকানা, যোয়েল, অসরিয়, সফনিয়, 37তহৎ, অসির, ইবিয়াসফ,কোরহ্, 38যিসহর,কহাৎ লেবী,যাকোব।
39আসফ ছিলেন দ্বিতীয় গায়কদলের পরিচালক। লেবী পর্যন্ত তাঁর ঊর্ধ্বতন পূর্বপুরুষদের তালিকা: আসফ, বেরেখিয়, শিমিয়, 40মিখায়েল, বাসেয়া, মালাখি, 41এথনি, সেরহ্, অদায়া, 42এথন, সিম্ম, শিমিয়ি, 43যহৎ, গের্শোম, লেবী।
44মরারি গোষ্ঠীর এথান ছিলেন তৃতীয় গায়কদলের পরিচালক। লেবী পর্যন্ত তাঁর ঊর্ধ্বতন পূর্বপুরুষদের তালিকা: এথন, কিশি অব্দি, মল্লুখ, 45হসবিয়, অমৎসিয়, হিলকিয়, 46অম্‌সি, বানি, শেমর, 47মহ্‌লি, মুষি, মরারি, লেবী।
48এঁদের জ্ঞাতিবর্গ মন্দিরের আরও অন্যান্য কাজে নিযুক্ত হয়েছিলেন।
হারোণের বংশতালিকা
49হারোণ ও তাঁর বংশধরেরা উপাসনালয়ে ধূপ জ্বালাতেন ও বেদীর উপরে হোমবলি উৎসর্গ করতেন। মহাপবিত্র স্থানে উপাসনা ও ইসরায়েলীদের প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করার দায়িত্ব তাঁদের উপরে ছিল। ঈশ্বরের সেবক মোশির নির্দেশ অনুযায়ী তাঁরা সব কাজ করতেন। 50হারোণের বংশতালিকা: ইলিয়াসর, পিনেহস, অবিশুই, 51বুক্কি, উষি, সরাহিয়, 52মরায়োৎ, অমরিয়, অহিটুব, 53সাদোক,অহিমাস।
লেবীয়দের বাসস্থান
54হারোণের বংশধর কোহাৎ গোষ্ঠীর বসবাসের জন্য নিম্নলিখিত অঞ্চল নির্দিষ্ট হয়েছিল। লেবীয়দের জন্য নির্দিষ্ট অঞ্চলের প্রথম অংশ তারা পেয়েছিল। 55এর মধ্যে ছিল যিহুদীয়া প্রদেশের হিব্রোণ এবং তার চারপাশের চারণভূমি। 56নগরের এলাকাভুক্ত গ্রামাঞ্চল ও ক্ষেতখামার কালেবের পুত্র যিফুন্নির ভাগে পড়েছিল। 57-59নিম্নলিখিত জনপদগুলি হারোণের বংশধরদের দেওয়া হয়েছিল: অভয় নগর#6:57-59 যদি কেউ দৈবক্রমে কাউকে খুন করে ফেলত, তাহলে সে এই অভয়নগরগুলিতে যে কোন একটিতে গিয়ে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করতে পারে। (দ্রষ্টব্য: যিহোশূয় 20:1-9) হিব্রোণ, যত্তির, লিবনার সমস্ত জনপদ, ইষ্টিমোয়, হিলেন, দবির, আসন এবং বেথশেমেশ ও তার চারপাশের চারণভূমি। 60বিন্যামীন গোষ্ঠীর এলাকায় চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি তাদের দেওয়া হয়েছিল: গেবা, আলেমৎ, ও অনাথোৎ। তাদের পরিবারগুলির বসবাসের জন্য মোট তেরোটি জনপদ দেওয়া হয়েছিল। 61পশ্চিমের মনঃশি গোষ্ঠীর এলাকায় কোহাৎ গোষ্ঠীর অবশিষ্ট পরিবারগুলির জন্য দশটি নগর বন্টন করে দেওয়া হয়েছিল।
62গের্শোন গোষ্ঠীর পরিবারগুলির জন্য ইষাখর, আশের, নপ্তালি এবং পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর এলাকা বাশান থেকে তেরোটি জনপদ দেওয়া হয়েছিল। 63একই ভাবে রূবেণ, গাদ ও সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে মরারি গোষ্ঠীর পরিবারগুলির জন্য বারোটি জনপদ দেওয়া হয়েছিল। 64এইভাবে ইসরায়েলীরা লেবীয়দের বসবাসের জন্য চারণভূমিসহ বিভিন্ন জনপদ বন্টন করে দিয়েছিল। 65উল্লিখিত জনপদগুলি ছাড়াও তারা যিহুদা, শিমিয়োন ও বিম্যামীন গোষ্ঠীর এলাকার জনপদগুলি লটারির সাহায্যে তাদের ভাগ করে দেওয়া হয়েছিল।
66কোহাৎ গোষ্ঠীর কিছু পরিবারকে ইফ্রয়িম গোষ্ঠীর এলাকা থেকে নিম্নলিখিত জনপদ ও চারণভূমি দেওয়া হয়েছিল: 67অভয় নগর শেখেম, গেষর, 68যকমিয়াম, বেথহোরণ, 69অয়ালোন এবং গাৎ-রিম্মোন। 70পশ্চিমাঞ্চলে মনঃশি গোষ্ঠীর এলাকা থেকে তাদের চারপাশের চারণভূমিসহ আনের ও বিলয়ম জনপদ দুটি কোহাৎ গোষ্ঠীর লোকদের দেওয়াহয়েছিল।
71গের্শোন গোষ্ঠীর পরিবারগুলিকে চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি দেওয়া হয়েছিল:
পূর্বে মনঃশি গোষ্ঠীর এলাকাভুক্ত বাশান প্রদেশের গোলান এবং অষ্টারোথ।
72ইষাখরের এলাকাভুক্ত কেদশ, দবরৎ, 73রামোৎ এবং আনেম।
74আশেরের এলাকাভুক্ত মশাল, আবদোন, 75হুকক্ এবং রহোব।
76নপ্তালির এলাকাভুক্ত গালীল প্রদেশের কেদশ, হাম্মোন ও কিরিয়াথয়িম।
77মরারি গোষ্ঠীর অবশিষ্ট পরিবারগুলির জন্য চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি দেওয়া হয়েছিল: সবুলুন গোষ্ঠীর এলাকায় রিম্মনো ও তাবোর।
78রূবেণ গোষ্ঠীর এলাকায় যিরিহো ছাড়িয়ে জর্ডন নদীর পূর্বতীরে জাহ্‌সা মালভূমির বেৎসর, 79কদেমোৎ, মেফাৎ।
80গাদ গোষ্ঠীর এলাকায় রামোৎ-গিলিয়দ, মহনায়িম, 81হিষবোণ ও যাসের।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ১ বংশাবলি 6