YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 56

56
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, যোনৎ এলম-রহোকীম। দায়ূদের। মিক্‌তাম। যৎকালে পলেষ্টীয়েরা গাতে তাঁহাকে ধরিল, তৎকালীন।
1হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা মর্ত্ত্য আমাকে গ্রাস করিতে চাহিতেছে;
সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে।
2আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে;
কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে।
3যে সময়ে আমার ভয় লাগে,
আমি তোমাতে নির্ভর করিব।
4ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব;
আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না;
মাংসপিণ্ড আমার কি করিতে পারে?
5তাহারা সমস্ত দিন আমার বাক্য মোচড়ায়;
তাহাদের সমস্ত সঙ্কল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ।
6তাহারা একত্র হয়, ঘাঁটি বসায়,
আমার পদচিহ্ন লক্ষ্য করে,
এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে।
7অধর্ম্মের দ্বারা তাহারা কি বাঁচিবে?
হে ঈশ্বর, ক্রোধে জাতিগণকে নিপাত কর।
8তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ;
আমার নেত্রজল তোমার কুপাতে রাখ;
তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই?
9সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে, যে দিন আমি ডাকি,
আমি ইহা জানি যে, ঈশ্বর আমার সপক্ষ।
10ঈশ্বরে আমি [তাঁহার] বাক্যের প্রশংসা করিব;
সদাপ্রভুতে [তাঁহার] বাক্যের প্রশংসা করিব।
11আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না;
মনুষ্য আমার কি করিতে পারে?
12হে ঈশ্বর, আমি তোমার কাছে মানতে বদ্ধ;
আমি তোমাকে স্তবের উপহার দিব।
13তুমি ত মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ,
তুমি কি পতন হইতে আমার চরণ [উদ্ধার কর নাই,]
যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 56