YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 55

55
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। দায়ূদের মস্কীল।
1হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত কর,
আমার বিনতি হইতে লুকাইও না।
2আমার প্রতি অবধান কর, আমাকে উত্তর দেও;
আমি ভাবনায় অস্থির হইতেছি, কোঁকাইতেছি,
3শত্রুর রব হেতু,
দুর্জ্জনের অত্যাচার হেতু;
কেননা তাহারা আমাতে অধর্ম্ম আরোপ করে,
ক্রোধে আমাকে তাড়না করে।
4আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে;
মৃত্যুর ত্রাস আমাকে আক্রমণ করিয়াছে।
5ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে,
আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি।
6আমি কহিলাম, আহা! যদি কপোতের ন্যায় আমার পক্ষ হইত,
তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম;
7দেখ, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম,
প্রান্তরে প্রবাস করিতাম; সেলা।
8আমি ত্বরায় রক্ষার্থে পলায়ন করিতাম,
প্রচণ্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম।
9গ্রাস কর, প্রভু, উহাদের জিহ্বা ভিন্ন কর;
কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখিয়াছি।
10তাহারা দিবারাত্র প্রাচীরের উপর দিয়া নগর প্রদক্ষিণ করে,
আর অধর্ম্ম ও অন্যায় তন্মধ্যে রহিয়াছে।
11তন্মধ্যে দুষ্টতা রহিয়াছে;
উপদ্রব ও ছলনা তাহার চক ত্যাগ করে না।
12কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে, তাহা নয়,
করিলে আমি তাহা সহিতে পারিতাম;
বিদ্বেষীও আমার বিরুদ্ধে দর্প করে নাই,
করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম।
13কিন্তু, আমার সমকক্ষ মনুষ্য যে তুমি,
আমার মিত্র ও আমার আত্মীয়, তুমিই তাহা করিয়াছ।
14আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম,
আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম।
15মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক;
তাহারা জীবদ্দশায় পাতালে নামুক;
কারণ তাহাদের আলয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে।
16আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব,
তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন।
17সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোঁকাই,
আর তিনি আমার রব শুনেন।
18তিনি আমার প্রতিকূল যুদ্ধ হইতে আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন;
কারণ অনেকে আমার বিপক্ষ ছিল!
19ঈশ্বর শুনিবেন, তাহাদিগকে উত্তর দিবেন;
তিনি চিরকালাবধি সমাসীন। সেলা।
উহাদের পরিবর্ত্তন হয় নাই,
আর উহারা ঈশ্বরকে ভয় করে না।
20ঐ ব্যক্তি আপন মিত্রদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে,
আপনার নিয়ম লঙ্ঘন করিয়াছে।
21তাহার মুখ নবনীতের ন্যায় কোমল,
কিন্তু তাহার অন্তঃকরণ যুদ্ধময়;
তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ,
তথাপি সে সকল বিকোষিত খড়্‌গস্বরূপ।
22তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পন কর;
তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন,
কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।
23কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কূপে নামাইবে;
রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্দ্ধকালও বাঁচিবে না;
কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 55