YouVersion Logo
Search Icon

নহূম ভাববাদীর পুস্তক। 2

2
নীনবীর অবরোধ ও পতন।
1খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে;
তুমি দুর্গ রক্ষা কর, পথে প্রহরী-কার্য্য কর,
কটিদেশ কষিয়া বাঁধ, আপনাকে অতিশয় বলবান কর।
2কারণ সদাপ্রভু ইস্রায়েলের শ্রীর ন্যায় যাকোবের শ্রীকে পুনরায় সতেজ করিতে উদ্যত; কারণ শূন্যকারীরা তাহাদিগকে [ভাণ্ডবৎ] শূন্য করিয়াছে, ও তাহাদের দ্রাক্ষালতা সকল বিনষ্ট করিয়াছে।
3উহার বীরগণের ঢাল রক্তীকৃত,
বিক্রমিগণ লোহিতবর্ণ বস্ত্রপরিহিত,
উহার আয়োজন-দিনে রথ সকল অয়সে উজ্জ্বল
ও বড়শা সকল চালিত হয়।
4পথে পথে রথ সকল উন্মত্তের ন্যায় চলে,
প্রশস্ত চকে দৌড়িতে দৌড়িতে পরস্পর আঘাত করে;
তাহাদের আভা দেউটির ন্যায়,
তাহারা বিদ্যুতের ন্যায় ধাবমান হয়।
5[রাজা] আপন কুলীনবর্গকে স্মরণ করেন, তাহারা গমনে স্খলিত হয়;
প্রাচীরের দিকে দৌড়াদৌড়ি হইতেছে, অবরোধ-যন্ত্র স্থাপন করা গিয়াছে।
6নদীর দ্বার সকল খুলিয়া গেল;
প্রাসাদ বিলীন হইল।
7হাঁ, ইহা নিরূপিত; [নীনবী] বিবস্ত্রা হইয়াছে, নীতা হইতেছে,
ও তাহার দাসীগণ কপোতের ধ্বনির ন্যায় শোকধ্বনি করিতেছে,
বক্ষঃস্থলে করাঘাত করিতেছে, নীনবী ত জন্মাবধি জলপূর্ণ পুষ্করিণীস্বরূপা,
8কিন্তু সকলে পলায়ন করিতেছে;
দাঁড়াও, দাঁড়াও, [বলিলেও] কেহ মুখ ফিরায় না।
9তোমরা রৌপ্য লুট কর, স্বর্ণ লুট কর;
কেননা আয়োজিত সামগ্রীর শেষ নাই;
সর্ব্বপ্রকার রত্নের প্রতাপ আছে।
10সে শূন্য, শূন্যীকৃত ও উৎসন্ন;
আর হৃদয় গলিত ও জানুতে জানুতে ঠেকাঠেকি হইল;
এবং সকলের কটিদেশে অঙ্গগ্রহ ও মনুষ্যমাত্রের মুখ কালিমাযুক্ত।
11কোথায় সেই সিংহগণের গর্ত্ত,
যুবাকেশরীদের সেই ভোজনস্থান,
যে স্থানে সিংহ, সিংহী ও সিংহশাবক বিহার করিত,
ভয় দেখাইবার কেহ ছিল না?
12সিংহ আপন শাবকদের জন্য যথেষ্ট পশু বিদীর্ণ করিত,
আপন সিংহীদের জন্য অনেকের গলা চাপিয়া মারিত,
আপন গুহা সকল হৃত পশুতে,
ও গহ্বর সকল বিদীর্ণ পশুতে পরিপূর্ণ করিত।
13দেখ, আমি তোমার বিপক্ষ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি তোমার রথ-সমূহ দগ্ধ করিয়া ধূমে লীন করিব, এবং খড়্‌গ তোমার যুবাকেশরীদিগকে গ্রাস করিবে; হাঁ, আমি পৃথিবী হইতে তোমার লুট দ্রব্য উচ্ছিন্ন করিব; এবং তোমার দূতগণের রব আর শুনা যাইবে না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for নহূম ভাববাদীর পুস্তক। 2