YouVersion Logo
Search Icon

নহূম ভাববাদীর পুস্তক। 1

1
আপন শত্রুদের প্রতি ঈশ্বরের ন্যায়বিচার।
1নীনবী-বিষয়ক ভারবাণী। ইল্‌কোশীয় নহূমের দর্শন-পুস্তক।
2সদাপ্রভু স্বগৌরব-রক্ষণে উদ্যোগী ঈশ্বর,
তিনি প্রতিফলদাতা; সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী;
সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন।
3সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান্‌,
এবং তিনি অবশ্য [পাপের] দণ্ড দেন;
ঘূর্ণ্যবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, মেষ তাঁহার পদধূলি।
4তিনি সমুদ্রকে ধম্‌কান, শুষ্ক করেন,
নদনদী সকল নির্জ্জল করেন;
বাশন ও কর্মিল ম্লান হয়,
আর লিবানোনের পুষ্প ম্লান হয়।
5তাঁহার ভয়ে পর্ব্বতগণ কাঁপে, উপপর্ব্বতগণ গলিয়া যায়,
এবং তাঁহার সম্মুখ হইতে পৃথিবী,
জগৎ ও তন্নিবাসী সকলে উঠিয়া যায়।
6তাঁহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে?
তাঁহার কোপের প্রদাহে কে তিষ্ঠিতে পারে?
তাঁহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয়,
তাঁহার দ্বারা শৈলগণ ফাটিয়া যায়।
7সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সঙ্কটের দিনে তিনি দুর্গ;
আর যাহারা তাঁহার শরণ লয়,
তিনি তাহাদিগকে জানেন।
8কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করিবেন,
এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াইয়া দিবেন।
9তোমরা সদাপ্রভুর বিরুদ্বে কি চিন্তা করিতেছ?
তিনি একেবারে শেষ করিবেন,
দ্বিতীয় বার সঙ্কট উপস্থিত হইবে না।
10কেননা, জড়িত কন্টকের ন্যায় ও মদ্যপানে আর্দ্র হইলেও, তাহারা শুষ্ক খড়ের ন্যায় নিঃশেষে অগ্নি-ভক্ষিত হইবে।
11[হে নীনবি,] এক জন তোমা হইতে উৎপন্ন হইয়াছে, যে সদাপ্রভুর বিরুদ্ধে কুকল্পনা করিতেছে, যে পাষণ্ডতার মন্ত্রণা দেয়। 12সদাপ্রভু এই কথা কহেন, পূর্ণশক্তি ও বহুসংখ্যক হইলেও তাহারা অমনি ছিন্ন হইবে, এবং [রাজা] অতীত হইবে। [হে যিহূদা,] আমি তোমাকে নত করিয়াছি, আর নত করিব না। 13এক্ষণে আমি তোমার স্কন্ধ হইতে তাহার যোঁয়ালি ভাঙ্গিব, ও তোমার বন্ধন ছেদন করিব।
14আর [হে নীনবী,] তোমার বিষয়ে সদাপ্রভু এই আজ্ঞা করিলেন, তোমার নামীয় বীজ আর উপ্ত হইবে না, আমি তোমার দেবালয় হইতে ক্ষোদিত ও ছাঁচে ঢালা প্রতিমা উচ্ছিন্ন করিব, আমি তোমার কবর প্রস্তুত করিব, কেননা তুমি পামর।
15দেখ, পর্ব্বতগণের উপরে তাহারই চরণ, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে; হে যিহূদা, তুমি আপন পর্ব্ব সকল পালন কর; আপন মানত সকল পূর্ণ কর, কেননা পাষণ্ড আর তোমার মধ্যে যাতায়াত করিবে না; সে সর্ব্বতোভাবে উচ্ছিন্ন হইল।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for নহূম ভাববাদীর পুস্তক। 1