ইয়োবের বিবরণ। 31
31
1আমি নিজ চক্ষুর সহিত নিয়ম করিয়াছি;
অতএব যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব?
2ঊর্দ্ধবাসী ঈশ্বর হইতে কি প্রকার ভাগ্যপ্রাপ্তি হয়?
উপরিস্থ সর্ব্বশক্তিমান্ হইতে কি অধিকার প্রাপ্তি হয়?
3তাহা কি অন্যায়কারীর জন্য বিপদ নয়?
তাহা কি অধর্ম্মাচারীদের জন্য দুর্গতি নয়?
4তিনি কি আমার পথ সকল দেখেন না?
আমার সকল পাদবিক্ষেপ গণনা করেন না?
5আমি যদি অলীকতার সহচর হইয়া থাকি,
আমার চরণ যদি ছলের পথে দৌড়িয়া থাকে,
6(তিনি ধর্ম্মনিক্তিতে আমাকে তৌল করুন,
ঈশ্বর আমার সিদ্ধতা জ্ঞাত হউন;)
7আমি যদি বিপথে পাদসঞ্চার করিয়া থাকি,
আমার হৃদয় যদি চক্ষুর অনুবর্ত্তী হইয়া থাকে,
আমার হস্তে যদি কোন কলঙ্ক লাগিয়া থাকে,
8তবে আমি বুনিলে অন্যে ফল ভোগ করুক,
ও আমার চারা সকল উন্মূলিত হউক।
9আমার হৃদয় যদি রমণীতে মুগ্ধ হইয়া থাকে,
প্রতিবাসীর দ্বারের নিকটে যদি আমি লুকাইয়া থাকি,
10তবে আমার স্ত্রী পরের জন্য যাঁতা পেষণ করুক,
অন্য লোকে তাহাকে ভোগ করুক!
11কেননা তাহা জঘন্য কার্য্য,
তাহা বিচারকর্ত্তাদের শাসনীয় অপরাধ;
12তাহা সর্ব্বনাশ পর্য্যন্ত গ্রাসকারী অগ্নি,
তাহা আমার সর্ব্বস্ব উন্মূলন করিত।
13আমার দাস কি দাসী আমার কাছে অভিযোগ করিলে,
যদি তাহাদের বিচারে তাচ্ছল্য করিয়া থাকি,
14তবে ঈশ্বর উঠিলে আমি কি করিব?
তিনি তত্ত্ব করিলে তাঁহাকে কি উত্তর দিব?
15যিনি জরায়ু-মধ্যে আমাকে রচনা করিয়াছেন, তিনিই কি উহাকেও রচনা করেন নাই?
একই জন কি আমাদিগকে গর্ভে গঠন করেন নাই?
16আমি যদি দরিদ্রদিগকে তাহাদের অভীষ্ট বস্তু হইতে বঞ্চিত করিয়া থাকি,
যদি বিধবার নয়ন নিস্তেজ করিয়া থাকি,
17যদি আমার খাদ্য একা খাইয়া থাকি,
পিতৃহীন তাহার কিছু খাইতে না পাইয়া থাকে,
18(বস্তুতঃ আমার বাল্যাবধি সে যেমন পিতার কাছে, তেমনি আমার কাছে মানুষ হইত,
আজন্মকাল আমি বিধবার উপকার করিয়াছি;)
19যখন আমি কাহাকেও বস্ত্রাভাবে মৃতকল্প দেখিয়াছি,
দীনহীনকে উলঙ্গ দেখিয়াছি,
20যদি তাহার কটি আমাকে আশীর্ব্বাদ না করিয়া থাকে,
আমার মেষের লোমে তাহার গাত্র উষ্ণ না হইয়া থাকে;
21নগরদ্বারে নিজ সহায়কে দেখিতে পাওয়াতে,
যদি পিতৃহীনের বিপরীতে হাত তুলিয়া থাকি;
22তবে আমার স্কন্ধের অস্থি খসিয়া পড়ুক,
আমার বাহু সন্ধি হইতে পড়িয়া যাউক।
23কারণ ঈশ্বরদত্ত বিপদ আমার প্রতি ত্রাসজনক হইত,
তাঁহার মহত্ত্বহেতু সেরূপ কিছু করিতে পারিতাম না।
24আমি যদি স্বর্ণকে আশাভূমি করিয়া থাকি,
সুবর্ণকে বলিয়া থাকি, তুমি মম আশ্রয়,
25যদি আনন্দ করিয়া থাকি, সম্পদ বাড়িয়াছে বলিয়া,
হস্তে সমৃদ্ধি লাভ হইয়াছে বলিয়া;
26যখন তেজোময় প্রভাকরকে দেখিয়াছি,
সজ্যোৎস্না-বিহারী চন্দ্রকে দেখিয়াছি,
27তখন যদি আমার মন গোপনে মুগ্ধ হইয়া থাকে,
আমার মুখ যদি হস্তকে চুম্বন করিয়া থাকে,
28তবে তাহাও বিচারকর্ত্তাদের শাসনীয় অপরাধ হইত,
কেননা তাহা হইলে উর্দ্ধবাসী ঈশ্বরকে অস্বীকার করিতাম।
29আমার বিদ্বেষীর বিপদে কি আনন্দ করিয়াছি?
তাহার অমঙ্গলে কি উল্লসিত হইয়াছি?
30বরঞ্চ আমার মুখকে পাপ করিতে দিই নাই;
অভিশাপসহ উহার প্রাণ যাচ্ঞা করি নাই।
31আমার তাম্বুর লোকে কি বলিত না,
কোন্ ব্যক্তি উহার দত্ত মাংসে তৃপ্ত হয় নাই?
32বিদেশী পথে রাত্রি যাপন করিত না,
পথিকদের জন্য আমি দ্বার খুলিয়া রাখিতাম।
33আমি কি আদমের#31:33 (বা) মনুষ্য সাধারণের। ন্যায় আপন অধর্ম্ম ঢাকিয়াছি?
আমার অপরাধ কি বক্ষঃস্থলে লুকাইয়াছি?
34আমি কি মহৎ জনসমাজকে ভয় করিতাম?
গোষ্ঠীদিগের তুচ্ছতায় কি উদ্বিগ্ন হইতাম?
তাই কি চুপ করিতাম, দ্বারের বাহিরে যাইতাম না?
35হায় হায়! কেহ কি আমার কথা শুনে না?
এই দেখ, আমার স্বাক্ষর; সর্ব্বশক্তিমান্ আমাকে উত্তর দিউন,
আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।
36অবশ্য আমি তাহা স্কন্ধে বহন করিব,
আমার উষ্ণীষ বলিয়া তাহা বাঁধিব।
37আমার পাদবিক্ষেপের সংখ্যা তাঁহাকে জ্ঞাত করিব,
রাজপুরুষের ন্যায় তাঁহার নিকটে যাইব।
38আমার ভূমি যদি আমার প্রতিকূলে ক্রন্দন করে,
তাহার সীতা সকল যদি রোদন করে,
39আমি যদি বিনা অর্থে তাহার ফলভোগ করিয়া থাকি,
তদধিকারীদের প্রাণহানির কারণ হইয়া থাকি,
40তবে গোমের স্থানে কন্টক উৎপন্ন হউক,
যবের স্থানে বিষবৃক্ষ উৎপন্ন হউক। ইয়োবের বাক্য সমাপ্ত।
Currently Selected:
ইয়োবের বিবরণ। 31: BENGALI-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.