ইয়োবের বিবরণ। 30
30
1সম্প্রতি, যাহারা আমা হইতে অল্পবয়স্ক, তাহারা আমাকে পরিহাস করে;
আমি তাহাদের পিতাদিগকে আমার পালরক্ষক কুকুরদের সহিত রাখিতেও অবজ্ঞা করিতাম।
2তাহাদের ভুজবলে আমার কি ফল হইতে পারে?
তাহাদের তেজ ত নষ্ট হইয়াছে।
3তাহারা দীনতায় ও অন্নাভাবে অসাড় হইয়া পড়ে,
উৎসন্নতা ও শূন্যতার ঘোরে শুষ্কভূমি চর্ব্বণ করে;
4তাহারা ঝোড়ের নিকটে বিস্বাদু শাক তুলে,
রেতম বৃক্ষের শিকড় তাহাদের ভক্ষ্য দ্রব্য।
5তাহারা মানব-সমাজ হইতে বিতাড়িত হয়,
যেমন চোরের, তেমনি লোকে তাহাদের পশ্চাতে পশ্চাতে চীৎকার করে।
6তাহারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে,
ধূলিময় ও পাষাণময় গর্ত্তে বাস করে।
7তাহারা ঝোপের মধ্যে থাকিয়া হ্রেষারব করে,
গোক্ষুরবনে একত্রীভূত হয়।
8তাহারা মূর্খদের সন্তান, অপদার্থদের সন্তান,
তাহারা দেশ হইতে বিতাড়িত হইয়াছে।
9সম্প্রতি আমি তাহাদের গানের বিষয় হইয়াছি,
বস্তুতঃ আমি তাহাদেরই গল্পের বিষয়।
10তাহারা আমাকে ঘৃণা করে, আমা হইতে দূরে থাকে,
আমার মুখে থুথু ফেলিতে ভয় করে না।
11তিনি ত আপন রজ্জু খুলিয়া আমাকে নত করিয়াছেন,
তাহারা আমার সাক্ষাতে বল্গা ফেলিয়া দিয়াছে।
12বেটারা আমার দক্ষিণে উঠে, আমার চরণ ঠেলিয়া দেয়,
আমার বিরুদ্ধে বিনাশের উচ্চপথ প্রস্তুত করে।
13তাহারা আমার পথে রোধ করে,
আমার সর্ব্বনাশার্থে সাহায্য করে;
নিঃসহায় লোকেও এইরূপ করে।
14তাহারা যেন প্রশস্ত ছিদ্র দিয়া আইসে,
ভঙ্গের মধ্যে আমার উপরে আসিয়া গড়াইয়া পড়ে।
15নানা প্রকার ত্রাস আমার সম্মুখে উপস্থিত,
সে সকল বায়ুর ন্যায় আমার সম্ভ্রম দূর করিতেছে;
মেঘের ন্যায় আমার মঙ্গল অতীত হইতেছে।
16এখন আমার প্রাণ আমার মধ্যে ঢালা যাইতেছে;
দুঃখের দিনসমূহ আমাকে আক্রমণ করিতেছে।
17রাত্রিকালে আমার অস্থি সকল খসিয়া যায়,
আমার দংশক সকল কখন নিদ্রা যায় না।
18[রোগের] প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়,
জামার গলার ন্যায় আমাতে আঁটিয়া থাকে।
19[ঈশ্বর] আমাকে পঙ্কে মগ্ন করিয়াছেন,
আমি ধূলা ও ভস্মের ন্যায় হইতেছি।
20আমি তোমার কাছে আর্ত্তনাদ করি, তুমি উত্তর দেও না;
আমি দাঁড়াইয়া থাকি, তুমি আমার প্রতি দৃষ্টিমাত্র করিতেছ।
21তুমি আমার প্রতি নির্দ্দয় হইয়া উঠিতেছ,
আপন ভুজবলে আমাকে তাড়না করিতেছ।
22তুমি আমাকে তুলিয়া বায়ুতে চড়াইতেছ,
ঝটিকায় বিলীন করিতেছ।
23বস্তুতঃ আমি জানি, তুমি আমাকে মৃত্যুর নিকটে লইয়া যাইতেছ;
সমুদয় জীবিতের সভাগৃহে লইয়া যাইতেছ।
24পড়িবার সময়ে লোকে কি হস্ত বিস্তার করে না?
বিনাশকালে কি সে জন্য আর্ত্তনাদ করে না?
25আমি বিপদগ্রস্তের নিমিত্ত কি কাঁদিতাম না?
দীনের জন্য কি শোকাকুলচিত্ত হইতাম না?
26আমি মঙ্গলের অপেক্ষা করিলে অমঙ্গল ঘটিল,
দীপ্তির প্রতীক্ষা করিলে অন্ধকার আসিল।
27আমার অন্ত্র জ্বলিতে থাকে, শান্তি পায় না,
দুঃখের দিনসমূহ আমার সম্মুখবর্ত্তী হইয়াছে।
28বিনা রৌদ্রে আমি ম্লান হইয়া বেড়াইতেছি,
আমি সমাজে উঠিয়া দাঁড়াই, আর্ত্তনাদ করি।
29আমি শৃগালগণের ভ্রাতা হইয়াছি,
উষ্ট্রপক্ষীদের বন্ধু হইয়াছি।
30আমার চর্ম্ম কৃষ্ণবর্ণ হইয়াছে, খসিয়া পড়িতেছে,
আমার অস্থি তাপে দগ্ধ হইয়াছে।
31আমার বীণার রব হাহাকারে পরিণত,
আমার বংশী বিলাপকারীদের রবে পরিণত।
Currently Selected:
ইয়োবের বিবরণ। 30: BENGALI-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.