ইয়োবের বিবরণ। 24
24
1সর্ব্বশক্তিমান্ হইতে কেন সময় নিরূপিত হয় না?
যাহারা তাঁহাকে জানে, তাহারা কেন তাঁহার দিন দেখিতে পায় না?
2কেহ কেহ ভূমির আলি সরাইয়া দেয়,
তাহারা সবলে মেষপাল হরণ করিয়া চরায়।
3তাহারা পিতৃহীনদিগের গর্দ্দভ লইয়া যায়,
তাহারা বিধবার গোরু বন্ধক রাখে।
4তাহারা দরিদ্রদিগকে পথ হইতে তাড়াইয়া দেয়;
দেশের দীনহীনেরা একেবারে লুকাইয়া থাকে।
5দেখ, প্রান্তরস্থ বনগর্দ্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্ম্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে;
জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।
6তাহারা ক্ষেত্রে উহার পশুভক্ষ্য শস্য ছেদন করে,
দুর্জ্জনের দ্রাক্ষাক্ষেত্রে অবশিষ্ট ফল চয়ন করে;
7বস্ত্রাভাবে উলঙ্গ হইয়া রাত্রি যাপন করে,
শীতকালে তাহাদের আচ্ছাদনমাত্র থাকে না।
8তাহারা পর্ব্বতের বৃষ্টিতে ভিজে,
আশ্রয় না থাকায় শৈলের শরণ লয়।
9কেহ কেহ পিতৃহীনকে মাতার স্তন হইতে কাড়িয়া লয়,
দরিদ্রের সামগ্রী বন্ধক রাখে।
10তাই ইহারা বস্ত্রাভাবে উলঙ্গ হইয়া বেড়ায়,
ক্ষুধিত হইয়া শস্যের আটি বহন করে।
11ইহারা উহাদের প্রাচীরের ভিতরে তৈল প্রস্তুত করে,
দ্রাক্ষা মর্দ্দন করিয়া তৃষ্ণার্ত্ত হয়।
12লোকাকীর্ণ নগরমধ্যে লোকেরা কোঁকায়,
আহত লোকের প্রাণ চীৎকার করে,
তথাপি ঈশ্বর এই দোষে মনোযোগ করেন না।
13তাহারা আলোক-বিদ্রোহীদের দলভুক্ত,
তাহারা তাহার গতি জানে না,
তাহারা তাহার পথে থাকে না।
14রাত্রি-প্রভাতে হত্যাকারী উঠে, দুঃখী ও দীনহীনকে মারিয়া ফেলে,
রাত্রিকালে সে চোরের সমান হয়।
15পারদারিকের চক্ষুও সন্ধ্যাকালের অপেক্ষা করে;
সে বলে, কাহারও চক্ষু আমাকে দেখিতে পাইবে না;
আর সে আপন মুখ আচ্ছাদন করে।
16তাহারা অন্ধকারে লোকের গৃহে সিঁধ কাটে,
দিনমানে তাহারা লুক্কায়িত থাকে;
তাহারা দীপ্তি জানে না।
17প্রাতঃকাল তাহাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার ন্যায়,
কারণ তাহারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে।
18এরূপ লোক স্রোতের বেগে চালিত তৃণস্বরূপ;
দেশে তাহাদের অধিকার শাপগ্রস্ত হয়,
তাহারা আর দ্রাক্ষাক্ষেত্রের পথে বিহার করে না।
19অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানী-জলকে,
পাতাল তেমনি পাপীদিগকে হরণ করে।
20গর্ভ তাহাদিগকে ভুলিয়া যাইবে,
তাহারা কীটের সুস্বাদু ভক্ষ্য হইবে,
তাহারা কাহারও স্মরণে থাকিবে না;
বৃক্ষের মত অন্যায় ভাঙ্গিয়া পড়িবে।
21সে নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে,
সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না।
22[ঈশ্বর] শক্তি দ্বারা পরাক্রমীদিগকে আকর্ষণ করেন,
তিনি উঠিলে কাহারও জীবনের আশা থাকে না।
23তিনি কাহাকে আশ্রয় দিলে সে নির্ভয়ে থাকে;
কিন্তু তাহাদের পথে তাঁহার দৃষ্টি থাকে।
24তাহারা উচ্চ হয়, ক্ষণকাল গেলে তাহারা নাই,
তাহারা নত হয়, অন্য সকলের ন্যায় অপনীত হয়,
শস্যের শীষাগ্রের ন্যায় ছিন্ন হয়।
25যদি এরূপ না হয়, কে আমাকে মিথ্যাবাদী করিবে?
কে আমার কথা নিরর্থক বলিয়া দেখাইবে?
Currently Selected:
ইয়োবের বিবরণ। 24: BENGALI-BSI
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.