[ঈশ্বর] শক্তি দ্বারা পরাক্রমীদিগকে আকর্ষণ করেন,
তিনি উঠিলে কাহারও জীবনের আশা থাকে না।
তিনি কাহাকে আশ্রয় দিলে সে নির্ভয়ে থাকে;
কিন্তু তাহাদের পথে তাঁহার দৃষ্টি থাকে।
তাহারা উচ্চ হয়, ক্ষণকাল গেলে তাহারা নাই,
তাহারা নত হয়, অন্য সকলের ন্যায় অপনীত হয়,
শস্যের শীষাগ্রের ন্যায় ছিন্ন হয়।