গীতসংহিতা 97
97
1সদাপ্রভুই রাজা; পৃথিবী আনন্দ করুক, দূর-দূরান্তের অসংখ্য দ্বীপ খুশী হোক।
2তাঁর চারপাশে মেঘ ও অন্ধকার দিয়ে ঘেরা;
সততা ও ন্যায়বিচারের উপর তাঁর সিংহাসন দাঁড়িয়ে আছে।
3তাঁর আগে আগে চলছে আগুন;
সেই আগুন তাঁর চারদিকের সব শত্রুদের পুড়িয়ে ফেলছে।
4তাঁর বিদ্যুতের ঝলকে জগৎ আলোময় হয়েছিল;
তা দেখে পৃথিবী কেঁপেছিল।
5সদাপ্রভুর সামনে, সমস্ত দুনিয়ার প্রভুর সামনে
পাহাড়-পর্বত মোমের মত গলে গিয়েছিল।
6মহাকাশ তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে,
আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে।
7যারা মূর্তিপূজা করে আর দেব-দেবতা নিয়ে বড়াই করে
তারা সবাই লজ্জায় পড়ুক;
সদাপ্রভুর সামনে দেব-দেবীরা মাথা নীচু করুক।
8হে সদাপ্রভু, তোমার ন্যায়বিচারের কথা শুনে
সিয়োন আনন্দিত হয়েছে,
যিহূদার গ্রামগুলো খুশী হয়েছে।
9হে সদাপ্রভু, তুমি সমস্ত পৃথিবীর মহান ঈশ্বর;
সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।
10যারা সদাপ্রভুকে ভালবাসে তারা অন্যায়কে ঘৃণা করুক;
তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন
আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।
11ঈশ্বরভক্তদের জীবনে আলো দেওয়া হয়,
আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়।
12হে ঈশ্বরভক্ত লোকেরা,
সদাপ্রভুই যেন তোমাদের আনন্দের বিষয় হন।
তোমরা তাঁর পবিত্রতার গৌরব কর।
Currently Selected:
গীতসংহিতা 97: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000
Free Reading Plans and Devotionals related to গীতসংহিতা 97

Psalms Book 4: Songs of Exile | Video Devotional

Daily Bible Reading Plan With Christian Mael (July)

God's Road Map for Life | Following the Guidance of God
