গীতসংহিতা 96
96
1তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও;
পৃথিবীর সব লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর।
2সদাপ্রভুর উদ্দেশে গান গাও, তাঁর গৌরব কর;
তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন প্রচার কর।
3বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমার কথা ঘোষণা কর;
সমস্ত লোকের মধ্যে তাঁর সব আশ্চর্য কাজের কথা ঘোষণা কর।
4সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য;
সব দেব-দেবতার চেয়ে তিনি বেশী ভয় জাগান।
5বিভিন্ন জাতির দেব-দেবতারা অসার মাত্র,
কিন্তু সদাপ্রভু মহাকাশের সৃষ্টিকর্তা।
6তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা;
তাঁর পবিত্র ঘরে রয়েছে শক্তি ও সৌন্দর্য।
7হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,
স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।
8তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর;
উৎসর্গের জিনিস নিয়ে তাঁর উঠানে এস।
9সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে
তাঁকে শ্রদ্ধা জানাও;
পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।
10বিভিন্ন জাতির মধ্যে ঘোষণা কর, “সদাপ্রভুই রাজা।
পৃথিবী অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না;
তিনি ন্যায়ভাবে সব জাতিকে শাসন করবেন।”
11আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশী হোক;
সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;
12মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।
তাহলে বনের সব গাছপালাও আনন্দে গান করবে;
13তারা সদাপ্রভুর সামনে গান করবে, কারণ তিনি আসছেন।
তিনি জগতের বিচার করতে আসছেন।
তিনি ন্যায়ভাবে পৃথিবীর বিচার করবেন,
আর জাতিদের বিচার করবেন বিশ্বস্তভাবে।
Currently Selected:
গীতসংহিতা 96: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000