YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 94

94
1হে সদাপ্রভু, অন্যায়ের শাস্তি দেবার অধিকারী ঈশ্বর,
হে অন্যায়ের শাস্তি দেবার অধিকারী ঈশ্বর,
তোমার আলো প্রকাশিত হোক।
2হে জগতের বিচারকর্তা, তুমি ওঠো;
অহংকারীদের যা পাওনা তা তুমি তাদের দাও।
3আর কতকাল, হে সদাপ্রভু,
আর কতকাল দুষ্ট লোকেরা
আনন্দে মেতে থাকার সুযোগ পাবে?
4তাদের মুখ থেকে কেবল দেমাক-ভরা কথার স্রোত
বের হয়ে আসে;
সেই অন্যায়কারীর দল বড়াই করে বেড়ায়।
5হে সদাপ্রভু, তারা তোমার লোকদের দলে-পিষে মারছে;
যারা তোমার নিজের সম্পত্তি তাদের উপর তারা জুলুম করছে।
6বিধবা আর বিদেশীদের তারা মেরে ফেলছে
আর অনাথদের খুন করছে।
7তারা বলছে, “এদিকে সদাপ্রভুর চোখ নেই;
যাকোবের ঈশ্বর খেয়াল করেন না।”
8অসাড় অন্তরের লোকেরা, তোমরা কান দাও;
ওহে বিবেচনাহীন লোকেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?
9যিনি কান সৃষ্টি করেছেন তিনি কি শুনতে পান না?
যিনি চোখ গড়েছেন তাঁর কি দেখার শক্তি নেই?
10যিনি সব জাতিকে শাসন করেন ও মানুষকে শিক্ষা দেন
তিনি কি শাস্তি না দিয়ে থাকবেন?
11সদাপ্রভু মানুষের সব চিন্তা জানেন;
তিনি জানেন যে, সে সবই নিষ্ফল।
12হে সদাপ্রভু, সেই লোক ধন্য যাকে তুমি শাসনে রাখ
আর তোমার আইন-কানুুন শিক্ষা দাও,
13যাতে বিপদের দিনে সে সাহস পায়,
যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরী শেষ হয়।
14সদাপ্রভু কখনও তাঁর লোকদের ত্যাগ করবেন না;
যারা তাঁর নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না।
15বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে;
যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে।
16কে আমার পক্ষ হয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে?
আমার পক্ষ হয়ে অন্যায়কারীদের বিরুদ্ধে কে দাঁড়াবে?
17যদি সদাপ্রভু আমাকে সাহায্য না করতেন,
তবে মৃত্যুর নীরবতায় চলে যেতে আমার দেরি হত না।
18যখনই আমি ভাবি আমার পা পিছ্‌লে যাচ্ছে,
তখনই হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা
আমাকে ধরে রাখে।
19আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়,
তখন তোমার দেওয়া সান্ত্বনা
আমার অন্তরকে আনন্দিত করে।
20মন্দ শাসনকর্তারা মন্দ কাজের জন্য আইন তৈরী করে;
তোমার সংগে তাদের কি কোন সম্বন্ধ থাকতে পারে?
21তারা সৎ লোকের বিরুদ্ধে দল পাকায়
আর নির্দোষকে মৃত্যুর শাস্তি দেবার জন্য দোষী বানায়।
22কিন্তু সদাপ্রভুই আমার দুর্গ;
আমার ঈশ্বরই আমার আশ্রয়-পাহাড়।
23তাদের অন্যায় তিনি তাদেরই মাথার উপর নিয়ে আসবেন,
তাদের দুষ্টতাতেই তিনি তাদের শেষ করে দেবেন;
আমাদের ঈশ্বর সদাপ্রভুই তা করবেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 94