গীতসংহিতা 93
93
1সদাপ্রভুই রাজা; তিনি মহিমার রাজপোশাক পরেছেন,
তিনি শক্তিতে কোমর বেঁধেছেন;
পৃথিবী অটলভাবে স্থাপিত হয়েছে,
তা কখনও নড়বে না।
2প্রথম থেকেই তোমার সিংহাসন অটল;
তুমি চিরকাল আছ।
3হে সদাপ্রভু, বন্যার জলে গর্জন উঠেছে,
সেই জল গর্জন করছে;
ফুলে ওঠা ঢেউগুলো ভেংগে পড়ছে।
4বন্যার জলের গর্জনের চেয়ে,
সাগরের আছড়ে পড়া ঢেউয়ের চেয়ে
সদাপ্রভু শক্তিমান, যিনি উপরে আছেন।
5তোমার সব বাক্য নির্ভরযোগ্য;
হে সদাপ্রভু, তোমার ঘর পবিত্রতার সাজে চিরকাল সাজানো।
Currently Selected:
গীতসংহিতা 93: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000