YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 90

90
চতুর্থ খণ্ড
(90-106)
ঈশ্বরের লোক মোশির প্রার্থনা।
1হে প্রভু, বংশের পর বংশ ধরে তুমিই আমাদের বাসস্থান।
2যখন পাহাড়-পর্বতের সৃষ্টি হয় নি,
জগৎ ও পৃথিবীর সৃষ্টি হয় নি,
তার আগে থেকেই অনন্তকাল পর্যন্ত তুমিই ঈশ্বর।
3মানুষকে তুমি ধূলিতে ফিরিয়ে নিয়ে যাও;
তুমি বলে থাক, “হে মানুষের সন্তানেরা,
তোমরা আবার ধূলিতে ফিরে যাও।”
4তোমার চোখে হাজার বছর যেন চলে যাওয়া গতকাল,
যেন রাতের একটা প্রহর মাত্র।
5তুমি মানুষকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ,
তারা স্বপের মত;
তারা যেন সকাল বেলার ঘাস, নতুন করে বেড়ে ওঠা ঘাস।
6সকালে তা গজিয়ে উঠে বেড়ে উঠতে থাকে;
সন্ধ্যায় তা শুকিয়ে শেষ হয়ে যায়।
7তোমার ক্রোধে আমরা শেষ হয়ে যাই;
তোমার জ্বলন্ত ক্রোধে ভীষণ ভয় পাই।
8আমাদের অন্যায় তুমি তোমার সামনে রেখে থাক;
তোমার উপস্থিতির আলোতে আমাদের গুপ্ত পাপ প্রকাশ পায়।
9তোমার ভীষণ ক্রোধের নীচে আমাদের দিন কেটে যায়;
নিঃশ্বাসের মতই আমাদের বছরগুলো শেষ হয়ে যায়।
10আমাদের আয়ু মাত্র সত্তর বছর,
শক্তি থাকলে আশি বছরও হয়;
আমাদের আয়ু যতই হোক না কেন
তাতে থাকে কেবল দুঃখ আর কষ্ট;
বছর চলে যায় চোখের পলকে আর আমরাও শেষ হয়ে যাই।
11তোমার ক্রোধের শক্তি কে বুঝতে পারে?
কতজনের অন্তরে তোমার পাওনা ভক্তি আছে,
যাতে তারা তোমার ক্রোধ বুঝতে পারে?
12তাহলে তুমি আমাদের বুঝতে দাও যে,
আমাদের আয়ু কত অল্প,
যাতে আমাদের অন্তর জ্ঞানে ভরে ওঠে।
13হে সদাপ্রভু, আর কতকাল?
এবার তুমি ফেরো, তোমার দাসদের প্রতি মমতা দেখাও।
14নতুন করে তোমার অটল ভালবাসা দিয়ে আমাদের তৃপ্ত কর,
যেন আমরা আনন্দে গান গাইতে পারি
আর খুশীতে জীবন কাটাতে পারি।
15যতকাল ধরে তুমি আমাদের অহংকার ভেংগে দেবার কাজ করেছ,
যত বছর আমরা কষ্টের মধ্যে ছিলাম,
ততকাল তুমি আমাদের সুখে রাখ।
16তোমার দাসদের কাছে তোমার কাজ
আর তাদের সন্তানদের কাছে তোমার গৌরব
তুমি প্রকাশ কর।
17আমাদের প্রভু ঈশ্বরের দয়া আমাদের উপরে থাকুক;
আমাদের সব কাজ তুমি সফল কর,
হ্যাঁ, আমাদের সব কাজে তুমি সফলতা দান কর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in