1
গীতসংহিতা 90:12
Pobitro Baibel
তাহলে তুমি আমাদের বুঝতে দাও যে, আমাদের আয়ু কত অল্প, যাতে আমাদের অন্তর জ্ঞানে ভরে ওঠে।
Compare
Explore গীতসংহিতা 90:12
2
গীতসংহিতা 90:17
আমাদের প্রভু ঈশ্বরের দয়া আমাদের উপরে থাকুক; আমাদের সব কাজ তুমি সফল কর, হ্যাঁ, আমাদের সব কাজে তুমি সফলতা দান কর।
Explore গীতসংহিতা 90:17
3
গীতসংহিতা 90:14
নতুন করে তোমার অটল ভালবাসা দিয়ে আমাদের তৃপ্ত কর, যেন আমরা আনন্দে গান গাইতে পারি আর খুশীতে জীবন কাটাতে পারি।
Explore গীতসংহিতা 90:14
4
গীতসংহিতা 90:2
যখন পাহাড়-পর্বতের সৃষ্টি হয় নি, জগৎ ও পৃথিবীর সৃষ্টি হয় নি, তার আগে থেকেই অনন্তকাল পর্যন্ত তুমিই ঈশ্বর।
Explore গীতসংহিতা 90:2
5
গীতসংহিতা 90:1
হে প্রভু, বংশের পর বংশ ধরে তুমিই আমাদের বাসস্থান।
Explore গীতসংহিতা 90:1
6
গীতসংহিতা 90:4
তোমার চোখে হাজার বছর যেন চলে যাওয়া গতকাল, যেন রাতের একটা প্রহর মাত্র।
Explore গীতসংহিতা 90:4
Home
Bible
Plans
Videos