গীতসংহিতা 88
88
একটা গীত। কোরহের বংশের গান। গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “মহলৎ-লিয়ান্নোৎ।” ইষ্রাহীয় হেমনের মস্কীল-গান।
1হে সদাপ্রভু, আমার উদ্ধারকর্তা ঈশ্বর, আমি দিনরাত তোমার কাছে কাঁদছি।
2তোমার সামনে আমার প্রার্থনা উপস্থিত হোক;
তুমি আমার কান্না শোন;
3কারণ আমার অন্তর দুঃখে ভরা;
আমার প্রাণ প্রায় মৃতস্থানের কাছে চলে গেছে।
4যারা মৃতস্থানে যাবে তাদের মধ্যেই আমাকে ধরা হয়েছে;
শক্তিশালী হয়েও যে শক্তিহীন হয়ে পড়েছে
আমি তারই মত হয়েছি।
5আমাকে যেন মৃতদের মধ্যে ফেলে রাখা হয়েছে;
আমি মেরে ফেলা, কবরে শুয়ে থাকা লোকদের মতই হয়েছি,
যাদের কথা তুমি আর মনেও কর না,
যারা তোমার সাহায্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
6তুমি আমাকে মৃতস্থানের সবচেয়ে নীচু জায়গায় রেখেছ,
রেখেছ অন্ধকারময় গভীর জায়গায়।
7তোমার ক্রোধ আমার উপরে চেপে বসে আছে;
তোমার সমস্ত ক্রোধের ঢেউ দিয়ে
তুমি আমাকে তলিয়ে দিচ্ছ। [সেলা]
8আমার নিজের লোকদের আমার কাছ থেকে
তুমি সরিয়ে নিয়েছ;
তাদের কাছে তুমি আমাকে ঘৃণার জিনিস করে তুলেছ।
আমি আট্কা পড়ে গেছি, বেরিয়ে আসতে পারছি না;
9দুঃখ-কষ্টে চোখ আমার ঝাপ্সা হয়ে গেছে।
হে সদাপ্রভু, প্রতিদিন আমি তোমাকে ডাকি;
আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে রেখেছি।
10যারা মারা গেছে, তাদের জন্য কি তুমি আশ্চর্য কাজ কর?
মৃতেরা উঠে কি তোমার প্রশংসা করবে? [সেলা]
11কবরের মধ্যে কি তোমার অটল ভালবাসা
আর নরকে কি তোমার বিশ্বস্ততার কথা
প্রচার করা হবে?
12অন্ধকার স্থানে কি তোমার আশ্চর্য কাজ বুঝা যাবে?
যে দেশের লোকদের লোকে ভুলে যায়
সেখানে কি তোমার ন্যায় কাজ বুঝা যাবে?
13হে সদাপ্রভু, আমি, আমি তোমার কাছে সাহায্যের জন্য কাঁদি;
সকাল বেলায় তোমার কাছে আমার প্রার্থনা পৌঁছায়।
14হে সদাপ্রভু, কেন তুমি আমাকে ত্যাগ করছ?
তোমার মুখ আমার কাছ থেকে কেন লুকিয়ে রাখছ?
15ছেলেবেলা থেকেই আমি দুঃখের মধ্যে পড়ে আছি
আর মৃত্যুর মুখোমুখি হয়ে আছি।
তোমার ভয়ানক শাস্তি আমার উপর নেমে আসছে;
আমি বড়ই অসহায়।
16তোমার ভয়ংকর ক্রোধ আমার উপর দিয়ে বয়ে গেছে;
তোমার ভয়-জাগানো আঘাত আমাকে শেষ করে দিয়েছে।
17সেগুলো জলের মত করে সারা দিন আমাকে ঘিরে রেখেছে,
আমাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছে।
18আমার সংগী যারা, প্রিয় যারা,
তাদের তুমি আমার কাছ থেকে নিয়ে গেছ;
এখন অন্ধকারই আমার বন্ধু।
Currently Selected:
গীতসংহিতা 88: SBCL
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000