গীতসংহিতা 87
87
কোরহের বংশের একটা গান। একটা গীত।
1সদাপ্রভু পবিত্র পাহাড়শ্রেণীর উপরে তাঁর শহর স্থাপন করেছেন।
2যাকোব-বংশের অন্য সব বাসস্থানের চেয়ে
তিনি সিয়োনের ফটকগুলো ভালবাসেন।
3হে ঈশ্বরের শহর, তোমার সম্বন্ধে
অনেক গৌরবের কথা বলা হয়েছে। [সেলা]
4সদাপ্রভু বলছেন, “যারা আমাকে সত্যিই জানে
তাদের বিষয় বলার সময় আমি রহব ও বাবিলের কথা বলব,
আর ঐ যে পলেষ্টীয়া, সোর ও কূশ, তাদের কথাও বলব,
‘এরা প্রত্যেকেই যেন সিয়োনে জন্মেছে।’ ”
5আর সিয়োনের ব্যাপারে বলা হবে,
“বিভিন্ন জাতির লোক তার মধ্যে জন্মেছে;
মহান ঈশ্বর নিজেই সিয়োনকে তুলে ধরবেন।”
6সদাপ্রভু জাতির তালিকা করার সময় এই কথা বলবেন,
“এ সিয়োনে জন্মেছে।” [সেলা]
7যারা গাইবে ও যারা নাচবে তারা বলবে,
“আমার সব আনন্দের ফোয়ারা তোমারই মধ্যে রয়েছে।”
Currently Selected:
গীতসংহিতা 87: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000