হিতোপদেশ 26
26
1গ্রীষমকালে তুষার কিম্বা ফসল কাটবার সময় বৃষ্টি
যেমন উপযুক্ত নয়,
তেমনি বিবেচনাহীন লোকের পক্ষে সম্মানও উপযুক্ত নয়।
2চড়াই কিম্বা খঞ্জন পাখী যেমন এদিক ওদিক উড়ে বেড়ায়,
তেমনি অকারণে দেওয়া অভিশাপও নেমে আসে না।
3ঘোড়ার জন্য চাবুক, গাধার গলার জন্য লাগাম,
আর বিবেচনাহীনদের পিঠের জন্য লাঠি।
4প্রয়োজন বোধে বিবেচনাহীনকে তার বোকামি অনুসারে
উত্তর দিয়ো না,
উত্তর দিলে তুমিও তার মত হয়ে যাবে।
5প্রয়োজন বোধে বিবেচনাহীনের বোকামি অনুসারে উত্তর দিয়ো,
তা না হলে সে তার নিজের চোখে নিজেকে জ্ঞানী মনে করবে।
6যে লোক বিবেচনাহীনের হাতে খবর পাঠায়
সে যেন নিজের পা কেটে ফেলে এবং বিপদ ডেকে আনে।
7খোঁড়া লোকের ঝুলতে থাকা পা যেমন অকেজো,
বিবেচনাহীনের মুখে সৎ উপদেশও তেমনি।
8যে লোক গুল্তিতে পাথর বেঁধে রাখে
সে এমন লোকের মত যে বিবেচনাহীনকে সম্মান করে।
9মাতালের হাতে ফুটে যাওয়া কাঁটা যেমন,
তেমনি বিবেচনাহীনের মুখে সৎ উপদেশ।
10একজন ধনুকধারী যেমন এলোপাতাড়ি তীর ছুঁড়ে
সকলকে ক্ষতবিক্ষত করে,
তেমনি সেই লোক, যে বিবেচনাহীনকে
কিম্বা পথের লোককে কাজে লাগায়।
11কুকুর যেমন নিজের বমির দিকে ফেরে,
তেমনি বিবেচনাহীন লোকও আবার বোকামি করে।
12তুমি কি এমন লোককে দেখেছ যে তার নিজের চোখে জ্ঞানী?
তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
13অলস বলে, “পথে সিংহ আছে;
ভয়ংকর একটা সিংহ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।”
14কব্জায় যেমন দরজা ঘোরে
তেমনি অলস তার বিছানাতে ঘোরে।
15অলস থালায় হাত ডুবায়,
হাতটা মুখে তুলতেও তার আলসেমি লাগে।
16যারা চিন্তা-ভাবনা করে উত্তর দেয় তেমন সাতজন লোকের চেয়ে
অলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।
17পথে যেতে যেতে যে লোক
অন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়,
সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।
18যে পাগল জ্বলন্ত কাঠ বা তীর ছোঁড়ে
যার ফলে মৃত্যু হতে পারে সেই পাগল যেমন,
19তেমনি সেই লোক যে প্রতিবেশীর সংগে ছলনা করে
আর বলে, “আমি কেবল তামাশা করছিলাম।”
20আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়;
নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায়।
21জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলে
আর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়,
তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্য
ঝগড়াটে লোক।
22নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত;
মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।
23মাটির পাত্রের উপরে যেমন খাদ মিশানো রূপার প্রলেপ,
যার অন্তর মন্দ তার ভালবাসার কথাও তেমনি।
24ঘৃণাকারী মুখ দিয়ে ভান করে,
কিন্তু অন্তরে পোষে ছলনা।
25তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না,
কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।
26তার ঘৃণা যদিও ছলনা দিয়ে লুকানো থাকে
তবুও তার দুষ্টতা সমাজের মধ্যে প্রকাশ পাবে।
27যে লোক গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়ে;
যে লোক পাথর গড়িয়ে দেয় তার উপরেই সেটা ফিরে আসে।
28মিথ্যাবাদী তার জিভ্ দিয়ে যাদের আঘাত করেছে
তাদের সে ঘৃণা করে,
আর খোসামুদে মুখ অন্যের সর্বনাশ ডেকে আনে।
Currently Selected:
হিতোপদেশ 26: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000