হিতোপদেশ 25
25
শলোমনের আরও কিছু উপদেশ
1এগুলো শলোমনের বলা আরও সৎ উপদেশ।
যিহূদার রাজা হিষ্কিয়ের লোকেরা এগুলো সংগ্রহ করে
আবার লিখে নিয়েছিলেন।
2ঈশ্বর কোন বিষয় গোপন রাখলে তাতে তাঁর গৌরব হয়;
রাজারা কোন বিষয় তদন্ত করে প্রকাশ করলে
তাতে তাঁদের গৌরব হয়।
3আকাশ যেমন উঁচু আর পৃথিবী গভীর,
তেমনি রাজাদের অন্তরের খোঁজ করা যায় না।
4রূপা থেকে খাদ বের করে ফেল,
তাহলে স্বর্ণকার তা দিয়ে
সুন্দর জিনিস তৈরী করতে পারবে।
5দুষ্ট কর্মচারীকে রাজার সামনে থেকে সরিয়ে দাও,
তাহলে ন্যায় কাজের মধ্য দিয়ে তাঁর সিংহাসন স্থির থাকবে।
6রাজার সামনে নিজেকে জাহির কোরো না;
মহৎ লোকদের মধ্যে নিজের জন্য স্থান দাবি কোরো না;
7কারণ তুমি যেমন আগে হতে দেখেছ
সেইভাবে উঁচু পদের লোকের সামনে নীচু হওয়ার চেয়ে
বরং তোমাকে বলা ভাল, “এখানে উঠে আসুন।”
8তাড়াতাড়ি আদালতে যেয়ো না,
কারণ শেষে তোমার প্রতিবেশী যদি তোমাকে লজ্জায় ফেলে
তখন তুমি কি করবে?
9প্রতিবেশীর বিরুদ্ধে যদি মামলা কর
তবে অন্যের গোপন কথা প্রকাশ করে দিয়ো না;
10যদি তা কর তাহলে যে শুনবে সে তোমার নিন্দা করবে,
আর তোমার বদনাম কখনও ঘুচবে না।
11সময়মত বলা কথা যেন কারুকাজ করা রূপার উপরে বসানো
সোনার ফল।
12সোনার দুল কিম্বা ভাল সোনার গহনা যেমন,
তেমনি বাধ্য লোকের কানে জ্ঞানী লোকের সংশোধনের কথা।
13বিশ্বস্ত সংবাদদাতা তার মনিবদের কাছে
যেন ফসল কাটবার সময়ে ঠাণ্ডা তুষার;
কারণ যারা তাকে পাঠিয়েছিল সে সেই মনিবদের প্রাণ জুড়ায়।
14যে লোক দান করবার বিষয়ে বড় বড় কথা বলে
অথচ তা করে না,
সে এমন কুয়াশা ও বাতাসের মত
যার সাথে কোন বৃষ্টি আসে না।
15রাগ দমনে রাখলে নেতাকে নিজের পক্ষে আনা যায়;
নম্র কথাবার্তা হাড় ভেংগে ফেলতে পারে।
16তুমি মধু পেলে পরিমাণ মত খেয়ো,
বেশী খেলে বমি করবে।
17প্রতিবেশীর ঘরে কম যেয়ো,
বেশী গেলে সে তোমাকে অপছন্দ করবে।
18যে লোক প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়
সে গদা, তলোয়ার ও ধারালো তীরের মত।
19বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর নির্ভর করা
খারাপ দাঁত ও খোঁড়া পায়ের মত।
20যার মন খারাপ তার কাছে যে গান করে
সে এমন লোকের মত যে শীতের দিনে কাপড় খুলে ফেলে
কিম্বা সোডার উপরে সির্কা দেয়।
21তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও,
যদি তার পিপাসা পায় তাকে জল দাও;
22তা করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে,
আর সদাপ্রভু তোমাকে পুরস্কার দেবেন।
23উত্তর দিকের বাতাস যেমন বৃষ্টি আনে,
তেমনি নিন্দাকারীর কথায় অন্যের মুখে রাগের ভাব দেখা যায়।
24ঝগড়াটে স্ত্রীর সংগে ঘরের মধ্যে বাস করবার চেয়ে
বরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।
25পিপাসিত লোকের জন্য যেমন ঠাণ্ডা জল,
তেমনি দূর দেশ থেকে আসা ভাল সংবাদ।
26ঘোলা করে ফেলা আর দূষিত করা ফোয়ারার জল যেমন,
দুষ্ট লোকের দরুন পাপে পড়া ঈশ্বরভক্ত লোক তেমনি।
27বেশী মধু খাওয়া ভাল নয়;
গৌরব পাবার জন্য চেষ্টা করাও ভাল নয়।
28যে লোক নিজেকে দমন করতে পারে না
সে এমন শহরের মত যার দেয়াল ভেংগে ফেলা হয়েছে।
Currently Selected:
হিতোপদেশ 25: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000