1
ইফিষীয়দের প্রতি পত্র 6:12
পবিত্র বাইবেল
রক্তমাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়; শাসকগণ, কর্তৃত্ত্বের অধিকারীসকল, এই অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের সংগ্রাম।
Compare
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:12
2
ইফিষীয়দের প্রতি পত্র 6:18
সবসময় পবিত্র আত্মাতে প্রার্থনা কর। সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সে সবই জানাও। এর জন্য সব সময় সজাগ থেকো, কখনও হাল ছেড়ে দিও না। ঈশ্বরের সমস্ত লোকদের জন্য প্রার্থনা কর।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:18
3
ইফিষীয়দের প্রতি পত্র 6:11
তোমরা ঈশ্বরের দেওয়া সমগ্র যুদ্ধসাজ পরে নাও, যেন দিয়াবলের সমস্ত কৌশলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পার।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:11
4
ইফিষীয়দের প্রতি পত্র 6:13
এইজন্যই ঈশ্বরের প্রতিটি যুদ্ধসাজ তোমাদের পরে নেওয়া দরকার, তাহলে শয়তানের আক্রমণের সামনে তোমরা স্থির হয়ে দাঁড়াতে পারবে, এবং যুদ্ধের শেষেও তোমরা দাঁড়িয়ে থাকবে।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:13
5
ইফিষীয়দের প্রতি পত্র 6:16-17
এর দ্বারা তোমরা সেই মন্দ শক্তির সমস্ত রকমের অগ্নিবাণ নিভিয়ে দিতে পারবে; আর পরিত্রাণরূপ শিরস্ত্রাণ ও পবিত্র আত্মার তলোয়ার, অর্থাৎ ঈশ্বরের শিক্ষা সঙ্গে নিও।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:16-17
6
ইফিষীয়দের প্রতি পত্র 6:14-15
সুতরাং শক্ত হয়ে দাঁড়াও, কোমর বেঁধে নাও; আর ন্যায়পরায়ণতার ঢালও নাও। দৃঢ়ভাবে দাঁড়াতে সুসমাচারের শান্তির পাদুকা তোমাদের পায়ে পরে নাও।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:14-15
7
ইফিষীয়দের প্রতি পত্র 6:10
চিঠি শেষ করার আগে তোমাদের এই কথাই বলি, তোমরা প্রভুতে বলবান হও, তাঁরই মহাশক্তিতে শক্তিমান হও।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:10
8
ইফিষীয়দের প্রতি পত্র 6:2-3
আজ্ঞায় আছে, “তোমাদের মা-বাবাকে সম্মান করো।” এটাই হল প্রতিশ্রুতিযুক্ত প্রথম আজ্ঞা। সেই প্রতিশ্রুতি হচ্ছে: “তাহলে সবদিক দিয়ে তোমার মঙ্গল হবে ও তুমি মর্ত্যে দীর্ঘায়ু হবে।”
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:2-3
9
ইফিষীয়দের প্রতি পত্র 6:1
ছেলেমেয়েরা, প্রভু যেভাবে চান সেইভাবে তোমাদের বাবা মাকে মেনে চলো; তোমাদের উচিত তাঁদের বাধ্য হওয়া।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 6:1
Home
Bible
Plans
Videos