1
ইফিষীয়দের প্রতি পত্র 5:1-2
পবিত্র বাইবেল
তোমরা ঈশ্বরের সন্তান, তিনি তোমাদের ভালবাসেন; তাই ঈশ্বরের মতো হও। ভালবাসাপূর্ণ জীবনযাপন কর। খ্রীষ্ট আমাদের যেমন ভালবেসেছেন তেমনি করে অপরকে ভালবাস। খ্রীষ্ট আমাদের জন্য নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভযুক্ত বলিরূপে উৎসর্গ করলেন।
Compare
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:1-2
2
ইফিষীয়দের প্রতি পত্র 5:15-16
তাই তোমরা কিরকম জীবনযাপন করছ, সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি রেখো। র্নির্বোধ লোকদের মত চলো না, কিন্তু জ্ঞানবানের মতো চল। সময় বড় খারাপ, এইজন্য ভাল কিছু করার সুযোগ পেলে তার সদ্বব্যবহার করো।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:15-16
3
ইফিষীয়দের প্রতি পত্র 5:18-20
দ্রাক্ষারস পান করে মাতাল হয়ো না, তাতে আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে; তার পরিবর্তে পবিত্র আত্মায় পূর্ণ হও। গীতসংহিতার স্তোত্র ও আত্মিক সংকীর্তনে তোমরা একে অপরের সাথে আলাপ কর। গাও আর অন্তরে প্রভুর উদ্দেশ্যে সুরেলা সঙ্গীত রচনা কর। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব সময় সব কিছুর জন্য আমাদের ঈশ্বর ও পিতাকে সর্বদা ধন্যবাদ দাও।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:18-20
4
ইফিষীয়দের প্রতি পত্র 5:17
তাই নিজেদের জীবন নিয়ে অবোধের মতো চলো না। বুঝতে চেষ্টা কর যে প্রভু তোমাকে দিয়ে কি কাজ করাতে চান।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:17
5
ইফিষীয়দের প্রতি পত্র 5:25
স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীদের অনুরূপ ভালবাসো, যেমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে ভালবেসেছেন ও তার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:25
6
ইফিষীয়দের প্রতি পত্র 5:8
আমি তোমাদের এসব কথা বলছি, কারণ এক সময় তোমরা অন্ধকারে জীবনযাপন করতে; কিন্তু এখন প্রভুর অনুসারী হয়ে তোমরা আলোয় এসেছ, তাই তোমরা এখন জ্যোতির সন্তানদের মতো জীবনযাপন করো।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:8
7
ইফিষীয়দের প্রতি পত্র 5:21
স্বেচ্ছায় তোমরা একে অপরের কাছে নত থাক। খ্রীষ্টের প্রতি তোমাদের শ্রদ্ধার জন্য তা কর।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:21
8
ইফিষীয়দের প্রতি পত্র 5:22
বিবাহিতা নারীরা, তোমরা যেমন প্রভুর অনুগত তেমনি তোমাদের স্বামীদের অনুগত থাক।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:22
9
ইফিষীয়দের প্রতি পত্র 5:33
যাইহোক্, তোমরা প্রত্যেকে নিজেদের স্ত্রীকে ভালবাসবে যেমন তোমরা নিজেদের ভালবাস; আর স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা করা।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:33
10
ইফিষীয়দের প্রতি পত্র 5:31
শাস্ত্রে যেমন বলছে: “এইজন্য মানুষ তার বাবা-মাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে মিলিত হবে ও তারা উভয়ে এক দেহ হবে।”
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:31
11
ইফিষীয়দের প্রতি পত্র 5:11
যারা অন্ধকারে চলে তাদের মন্দ কাজের অংশীদার হয়ো না। ঐসব কাজে কোন সুফল পাওয়া যায় না। সৎ কাজে লিপ্ত থাকো; অন্ধকারে যা করা হয় তা যে মন্দ তা দেখিয়ে দাও।
Explore ইফিষীয়দের প্রতি পত্র 5:11
Home
Bible
Plans
Videos