1
ফিলিপীয়দের প্রতি পত্র 1:6
পবিত্র বাইবেল
আমি এবিষয়ে নিশ্চিত যে ঈশ্বর তোমাদের অন্তরে শুদ্ধকাজ শুরু করেছেন। সেই শুদ্ধকাজ ঈশ্বর এখনও করে চলেছেন এবং খ্রীষ্টের আগমনের দিনে তা সম্পন্ন করবেন।
Compare
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 1:6
2
ফিলিপীয়দের প্রতি পত্র 1:9-10
তোমাদের জন্য আমার প্রার্থনা এই: যেন তোমাদের ভালবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং তোমরা সেই ভালবাসার সঙ্গে জ্ঞান ও বিচার বুদ্ধি লাভ কর। তোমরা যেন ভাল ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পার আর যা ভাল তা বেছে নাও। এইভাবে চল যেন যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 1:9-10
3
ফিলিপীয়দের প্রতি পত্র 1:21
কারণ আমার কাছে আমার জীবন মানেই খ্রীষ্ট; আর মরণ হল লাভ।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 1:21
4
ফিলিপীয়দের প্রতি পত্র 1:3
আমি যখনই তোমাদের কথা স্মরণ করি, তখনই ঈশ্বরকে ধন্যবাদ দিই।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 1:3
5
ফিলিপীয়দের প্রতি পত্র 1:27
কিন্তু যাইহোক্ না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের যোগ্যরূপে আচরণ কর। আমি এসে তোমাদের দেখি বা তোমাদের থেকে দূরে থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক আত্মার সুসমাচারের মধ্যে যে বিশ্বাস আছে তার পক্ষে কঠোর সংগ্রাম করছ
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 1:27
6
ফিলিপীয়দের প্রতি পত্র 1:20
আমার আশা আকাঙ্খা এই যে আমি কোন বিষয়ে হতাশ হব না; কিন্তু সব সময়ের মত এখনও সেই সাহস করি যে আমি বেঁচে থাকি বা মরে যাই খ্রীষ্ট আমার দেহে মহিমান্বিত হবেন।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 1:20
7
ফিলিপীয়দের প্রতি পত্র 1:29
তোমরা যে খ্রীষ্ট যীশুর ওপর বিশ্বাস স্থাপন করতে পেরেছ, এই সম্মান ও সুযোগ ঈশ্বর তোমাদের দিয়েছেন। শুধু তাই নয়, কিন্তু খ্রীষ্টের জন্য দুঃখভোগ করার সম্মানও তোমাদের দিয়েছেন।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 1:29
Home
Bible
Plans
Videos