1
1 যোহন 4:18
পবিএ বাইবেল CL Bible (BSI)
প্রেম নির্ভয়, শুদ্ধ প্রেম-ভয়কে দূর করে। দণ্ডের সঙ্গেই ভয়ের সম্পর্ক। যে ভয় করে সে প্রেমে পূর্ণতা লাভ করেনি।
Compare
Explore 1 যোহন 4:18
2
1 যোহন 4:4
বৎসগণ, তোমরা ঈশ্বরের প্রভা, তোমরা ঐ আত্মাদের পরাস্ত করেছ, কারণ তোমাদের অন্তরে যিনি বাস করেন তিনি জগতে যে বিচরণ করছে তার চেয়ে মহান।
Explore 1 যোহন 4:4
3
1 যোহন 4:19
আমরা ভালবাসি, কারণ তিনি প্রথমে আমাদের ভালবেসেছেন।
Explore 1 যোহন 4:19
4
1 যোহন 4:7
স্নেহাস্পদেরা এস, আমরা পরস্পরকে ভালবাসি কারণ প্রেম ঈশ্বর-সঞ্জাত। যে ভালবাসে সে ঈশ্বর-সঞ্জাত এবং সে ঈশ্বরকে জানে।
Explore 1 যোহন 4:7
5
1 যোহন 4:8
যে ভালবাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেমস্বরূপ।
Explore 1 যোহন 4:8
6
1 যোহন 4:10
প্রেম বলতে বোঝায় আমরা যে ঈশ্বরকে ভালবেসেছি তা নয়, তিনিই আমাদের ভালবেসেছেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য তাঁর পুত্রকে পাঠিয়েছেন।
Explore 1 যোহন 4:10
7
1 যোহন 4:11
স্নেহাস্পদেরা, ঈশ্বর যদি আমাদের এত ভালবেসে থাকেন তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালাবাসা।
Explore 1 যোহন 4:11
8
1 যোহন 4:9
এর দ্বারাই ঈশ্বরের প্রেম আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে ঈশ্বর তাঁর অনন্য পুত্রকে এ জগতে পাঠিয়েছেন যেন আমরা তাঁর দ্বারা জীবন-লাভ করি।
Explore 1 যোহন 4:9
9
1 যোহন 4:20
কেউ যদি বলে, আমি ঈশ্বরকে ভালবাসি, কিন্তু যদি বলে, আমি ঈশ্বরকে ভালবাসি, কিন্তু সে যদি তার ভাইকে হিংসা করে তবে সে মিথ্যাবাদী কারণ যে বাইকে সে দেখে তাকে যদি ভালবাসতে না পারে, তাহলে যাকে সে দেখেনি সেই ঈশ্বরকে কি করে ভালবাসবে?
Explore 1 যোহন 4:20
10
1 যোহন 4:15
যে একথা স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র, তার অন্তরে ঈশ্বর বিরাজ করেন এবং সে ঈশ্বর আশ্রিত।
Explore 1 যোহন 4:15
11
1 যোহন 4:21
আর আমরা তাঁর কাছ থেকে এই নির্দেশই পেয়েছি, যে ঈশ্বরকে ভালবাসে সে তার ভাইকেও ভালবাসবে।
Explore 1 যোহন 4:21
12
1 যোহন 4:1-2
স্নেহাস্পদেরা, সব আত্মাকে বিশ্বাস করো না, বরং আত্মাদের পরীক্ষা করে দেখ, তারা ঈশ্বরপ্রেরিত কিনা, কারণ জগতে অনেক ভূয়ো নবীর আবির্ভাব হয়েছে। এর দ্বারা তোমরা চিনতে পারবে কোনটি ঈশ্বরের আত্মা —যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রীষ্ট মানবদেহে আবির্ভূত হয়েছেন সেই আত্মা ঈশ্বর-প্রেরিত।
Explore 1 যোহন 4:1-2
13
1 যোহন 4:3
যে আত্মা যীশুকে স্বীকার করে না তা ঈশ্বরের নয়। তা হচ্ছে খ্রীষ্টবৈরীর আত্মা, যার আবির্ভাব সম্পর্কে তোমরা শুনেছ। সে এখন সংসারে উপস্থিত হয়েছে।
Explore 1 যোহন 4:3
Home
Bible
Plans
Videos