1
1 যোহন 5:14
পবিএ বাইবেল CL Bible (BSI)
তাঁর কাছে আমরার এই ভরসা পেয়েছি যে তাঁর ইচ্ছানুসারে আমরা যদি কিছু চাই তাহলে তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করেন।
Compare
Explore 1 যোহন 5:14
2
1 যোহন 5:15
তিনি আমাদের আবেদন শোনেন, এ সম্বন্ধে আমরা যদি নিশ্চিত হয়ে থাকি, তাহলে এ সম্বন্ধেও নিশ্চিত যে আমরা যা চাই তাই পাই।
Explore 1 যোহন 5:15
3
1 যোহন 5:3-4
ঈশ্বরকে ভালবাসার অর্থ হল তাঁর আদেশ পালন করা। তাঁর আদেশ দুর্বহ নয়। কারণ ঈশ্বর থেকে যে জাত তা জগজ্জয়ী এবং জগতকে যা জয় করেছে তা হচ্ছে আমাদের বিশ্বাস।
Explore 1 যোহন 5:3-4
4
1 যোহন 5:12
পুত্রকে যে পেয়েছে সে জীবন পেয়েছে। ঈশ্বরের পুত্রকে যে আশ্রয় করেনি সে জীবন লাভ করেনি।
Explore 1 যোহন 5:12
5
1 যোহন 5:13
তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করেছ, তোমাদের কাছে আমি এসব কথা লিখলাম যেন তোমরা জানতে পার যে তোমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছ।
Explore 1 যোহন 5:13
6
1 যোহন 5:18
আমরা জানি যে ঈশ্বরর থেকে যে জাত সে পাপ করে না, যিনি ঈশ্বরের আত্মজ তিনিই তাকে রক্ষা করেন। শয়তান তাকে স্পর্শ করতে পারে না।
Explore 1 যোহন 5:18
Home
Bible
Plans
Videos