1
1 যোহন 3:18
পবিএ বাইবেল CL Bible (BSI)
স্নেহাস্পদেরা, শুধু মুখের কথায় ও ভাষণে নয় কিন্তু আমাদের কর্মে সেই প্রকৃত প্রেমের প্রকাশ ঘটুক।
Compare
Explore 1 যোহন 3:18
2
1 যোহন 3:16
তিনি আমাদের জন্য নিজ প্রাণ উৎসর্গ করেছেন। এর দ্বারাই আমরা জানতে পেরেছি প্রেমের স্বরূপ কি। সুতরাং আমাদের কর্তব্য, আমরাও যেন ভ্রাতৃবৃন্দের জন্য নিজেদের প্রাণ দান করি।
Explore 1 যোহন 3:16
3
1 যোহন 3:1
দেখ, পিতা আমাদের কত বালবাসেন। তিনি আমাদের তাঁর সন্তান নামে আখ্যা দিয়েছেন এবং প্রকৃতপক্ষে আমরা তাঁরই সন্তান। জগৎসংসার তাঁর পরিচয় পায়নি বলেই আমাদের বুঝতে পারে না।
Explore 1 যোহন 3:1
4
1 যোহন 3:8
যে পাপ করে সে শয়তান থেকে উদ্ভূত, কারণ শয়তান প্রথম থেকে পাপাচারী। শয়তানের কার্যকলাপ ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্রর আবির্ভূত হলেন।
Explore 1 যোহন 3:8
5
1 যোহন 3:9
ঈশ্বর থেকে জাত কোন ব্যক্তি পাপ করে না কারণ ঐশ্বরিক স্বভাব তার মাঝে আছে। সে পাপ করতে পারে না কারণ সে ঈশ্বর থেকে জাত।
Explore 1 যোহন 3:9
6
1 যোহন 3:17
বিত্তবান কোন ব্যক্তি যদি অভাবগ্রস্ত কোন মানুষকে দেখেও মুখ ফিরিয়ে নেয়, ঈশ্বরের প্রেম কি করে তার অন্তরে থাকবে?
Explore 1 যোহন 3:17
7
1 যোহন 3:24
যারা তাঁর নির্দেশ পালন করে তারা তাঁর মাঝে আশ্রিত এবং তিনি তাদের হৃদয়ে অধিষ্ঠান করেন। তিনি যে পবিত্র আত্মাকে আমাদের দান করেছেন তাঁর প্রসাদেই আমরা জানি যে তিনি আমাদেরর অন্তরে আচেন।
Explore 1 যোহন 3:24
8
1 যোহন 3:10
কারা ঈশ্বরের সন্তান আর কারা শয়তানের সন্তান তা এর দ্বারাই প্রকাশ পায়। যে ন্যায্য আচরণ করে না এবং যে নিজের ভাইকে ভালবাসে না সে ঈশ্বর থেকে জাত নয়।
Explore 1 যোহন 3:10
9
1 যোহন 3:11
তোমরা প্রথম থেকেই যে নির্দেশ শুনে আসছ তা হচ্ছে এই, আমাদের পরস্পরকে ভালবাসা উচিত।
Explore 1 যোহন 3:11
10
1 যোহন 3:13
বন্ধুগণ, সংসার যদি তোমাদের ঘৃণা করে তাহলে অবাক হয়ো না।
Explore 1 যোহন 3:13
Home
Bible
Plans
Videos