1
1 যোহন 2:15-16
পবিএ বাইবেল CL Bible (BSI)
তোমরা এই জগত সংসারে ও তার কোন কিছুতেই আসক্ত হয়ো না। সংসারে যে আসক্ত, পিতার জন্য ভালবাসা তার হৃদয়ে নেই। কারণ জগতে যা আছে —দৈহিক কামনা, নয়নের বাসনা, জীবন ও যৌবনের অসার গর্ব —এর কোন কিছুরই উৎস পিতা নন, এ জগতই এ সব কিছুর উৎপত্তিস্থল।
Compare
Explore 1 যোহন 2:15-16
2
1 যোহন 2:17
এ জগত লুপ্ত হতে চলেছে, সেই সঙ্গে এর কামনা-বাসনাও। কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরকাল থাকবে।
Explore 1 যোহন 2:17
3
1 যোহন 2:6
যে বলে খ্রীষ্টেতে সে অবস্থান করে, তাহলে তিনি যেমন আচরণ করতেন তারও সেইরকম আচরণ করা উচিত।
Explore 1 যোহন 2:6
4
1 যোহন 2:1
প্রিয় বৎসগণ, এ সব কথা আমি তোমাদের লিখছি যেন তোমরা পাপ না কর। কেউ যদি পাপ করে তাহলে পিতার কাছে আমাদের জন্য অনুরোধ করার একজন আছেন, তিনি ধর্মময় যীশু খ্রীষ্ট।
Explore 1 যোহন 2:1
5
1 যোহন 2:4
যে বলে, ‘আমি তাঁকে জানি’ অথচ তাঁর আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী, তার অন্তরে সত্যের কোন স্থান নেই।
Explore 1 যোহন 2:4
6
1 যোহন 2:3
আমরা যদি তাঁরর সমস্ত আদেশ পালন করি তাহলেই প্রমাণ হবে যে আমরা তাঁকে জানি।
Explore 1 যোহন 2:3
7
1 যোহন 2:9
যে বলে সে জ্যোতির মাঝে আছে, অথচ অপরকে ঘৃণা করে, সে এখনও অন্ধকারেই রয়এছে।
Explore 1 যোহন 2:9
8
1 যোহন 2:22
মিথ্যাবাদী কে? যীশুই যে খ্রীষ্ট তা যে অস্বীকার করে সে-ই। খ্রীষ্টবৈরী হচ্চে সে-ই যে পিতা ও পুত্রকে অস্বীকার করে।
Explore 1 যোহন 2:22
9
1 যোহন 2:23
পুত্রকে অগ্রাহ্য করে কেউ পিতার পরিচয় লাভ করতে পারে না। পুত্রকে যে স্বীকার করে সে পিতাকে জানে। 24 প্রথম যে স্বীকার করে সে পিতাকে জানে।
Explore 1 যোহন 2:23
Home
Bible
Plans
Videos